স্বপন পারের

-মোল্লা আব্দুল মাজেদ
রঘুনাথপুর, পাংশা, রাজবাড়ী।

স্বপন পারের এ কোন হাওয়া বইছে ধীরে আজ প্রভাতে
জাগলো মনে কি শিহরণ এ কোন নেশা আঁখি পাতে।
ভোরের পাখী আপন মনে
সকল ভুলে মুখর গানে
দেয় দোলা তার সংগোপনে
চপল হাওয়া মৃদু ঘাতে,
স্বপন পারের এ কোন হাওয়া বইছে ধীরে আজ প্রভাতে।
কুসুমকলি পাঁপড়ি খুলি চোখ মেলে চায় লাজুক মনে
নিঃশ্বাসে তার সুবাস ছড়ায় শরম ভুলে সমীরণে।
মৌমাছি সব মধু খেতে
গুঞ্জরণে উঠছে মেতে
লগন ছেড়ে চায় না যেতে
ঘর ভোলা মন বিজন প্রাতে,
স্বপন পারের এ কোন হাওয়া বইছে ধীরে আজ প্রভাতে।
***

নিরাশ অাঁধারে 

-মুহাম্মাদ শাহজাহান আলী
মহেশ্বরপাশা বাজার, দৌলতপুর, খুলনা।

আমার জীবনের যাবতীয় অবসন্নতা
কাটিয়ে প্রসন্নতা আনতে পারে,
ঘনান্ধকারে আলোকবর্তিকার ন্যায়
দিক নির্দেশনা প্রদান করতে পারে;
তোমার সামান্যতম সহানুভূতি।
তোমার অনাবিল সঙ্গ পরিসমাপ্তি
ঘটাতে পারে পুঞ্জীভূত দূর্বিসহ যন্ত্রণা।
হামীদা বানুর প্রেরণায় কি পুনঃপ্রতিষ্ঠা
লাভ করেনি মোগল সাম্রাজ্যের?
লাদমালকার সহমর্মিতায় কি রূপান্তরিত
হয়নি শের খাঁ থেকে মহান শেরশাহে?
স্রষ্টা-সৃষ্টির মহা ভাবসম্মিলনে
খাদীজার (রাঃ) প্রেরণা কি অপ্রতুল ছিল?
***

মুমিন হয়ে মর

-এফ.এম. নাছরুল্লাহ
কাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।

কোথায় রে তোর উদার প্রীতি
মায়া ভরা মমতা
কোথায় রে তোর ঈমানদারী
ন্যায়-নীতি আর সততা।
কোথায় দেশের সংস্কৃতি
ঘোমটা পরা বৌ,
কোথায় রে হায় পাখ-পাখালি
ডালিম ফুলের মৌ।
কোথায় রে সেই সবুজ-শ্যামল
শাপলা ফোটা বিল,
কোথায় গায়ের সরল মানুষ
মায়া-মমতা আর মিল।
কোথায় রে তোর জন্ম হ’ল
কোথায় চলে যাবি?
কেবা তোরে করল সৃষ্টি
দেখলি না তুই ভাবি!
কিসের জন্য সৃষ্টিরে তুই
কিসের জন্য আসা
বুঝবি ঠিকই ছাড়বি যেদিন
এই দুনিয়ার বাসা।
তাই তো বলি থাকতে সময়
রবের পথটি  ধর,
এই দুনিয়া দুই দিনেরই
মুমিন হয়ে মর।
***

রামাযানের পরে

-মুহাম্মাদ আতিয়ার রহমান
মাদরা, সোনাবাড়িয়া, সাতক্ষীরা।

শাওয়াল মাসের পয়লা চাঁদে
বিদায় দিলাম রোযা,
অনেক লোকের মাথায় বুঝি
চাপছিলো এক বোঝা।
তাইতে ছিয়াম যেতেই দেখি
মসজিদগুলো ফাঁকা,
নতুন সাজা মুছল্লীদের
আর যায় না দেখা।
ইফতার খাওয়ার জন্যে কি সব
ছিয়াম ছিল তারা?
উপোষ থেকে বহুত কষ্টে
দিন করিছে সারা।
শুধুই কেবল কষ্ট হ’ল
ছিয়াম হলো নাক
সারাটা দিন উপোষ করে
যতই ছিয়াম থাকো।
ছিয়াম তাহার পূর্ণ হবে
বারো মাসের তরে,
হৃদয় ভরা ভক্তিতে যে
ছালাত আদায় করে।
আর যত সব আদেশ আল্লাহর
দেয় না মোটে বাদ,
পাতে নাক হৃদয় মাঝে
ছল-চাতুরির ফাঁদ।
সেই ছায়েমই ছিয়াম রেখে
পাইবে বহুত ফল,
তার উপরেই আল্লাহ খুশী
রহম অবিরল।
ছল-চাতুরী ফাঁকি বাজিতে
হবে নাক রোযা,
আল্লাহর কাছে এসব কিছুর
হিসাব বড়ই সোজা।






আরও
আরও
.