অহংকারে আমার ভয় করে প্রভু আমি না হই অহংকারী

মানুষের মন্দ আচরণেও আমি যেন উত্তমটাই দিতে পারি।

জাগতিক চাকচিক্য আভিজাত্যের অর্থহীন বৈভব

পৃথিবীর পথে আমি মুসাফির প্রভু প্রয়োজন নেই ঐসব।

মৃত্যুকে সাথে নিয়ে যাঁরা গেয়েছিলেন জীবনের জয়গান

ঐ পথই মোর প্রিয় পথ প্রভু তাঁরাই প্রিয়জন।

অহংবোধ যাঁরা মাটি করেছিলেন রাসূলের আহবানে

তাঁরাই জেনেছেন কেন এ জনম কী তাহার মানে?

ধৈর্য যাঁদের করেছে মহান করেছে দ্বীপ্তিমান

নবী ও ছাহাবী হকের দিশারী চিরকাল অম্লান।

দামি জামা-জুতা সুগন্ধি মাখা শরীরের বাহাদুরি

তুচ্ছ করেছেন জীবনের মোহ দুনিয়ার জারিজুরি।

দুঃখ-দৈন্যের মাধুরী মিশিয়ে সাজিয়েছে তাঁরা পরকাল

পরকাল মোদের জীবনের ভিত্তি পরকালই শ্রেষ্ঠকাল।






বিষয়সমূহ: ছিয়াম-রামাযান
আরও
আরও
.