হজ্জ যাত্রার আগে

আতিয়ার রহমান

মাদরা, কলারোয়া, সাতক্ষীরা।

জীবন নদীর বেলায় দাঁড়িয়ে

চিন্তিত হৃদি অাঁখি,

কল্পনা নয় বাস্তবতায়

সত্য চিত্র অাঁকি।

ভাবিনি কখনও যাব আমি হজ্জে

দরিদ্রতার দাবানলে

পুড়েছি যখন পরাজিত রণে

জীবনের প্রতি পলে।

পরম দয়ালু করুণার বারি

বর্ষালেন মম পরে

তাই আমি আজ হাজীদের সাজ

সাজিলাম নিজ করে।

হজ্জ ব্রতে যাই ফিরিয়া তাকাই

আমার জন্মভূমে,

যে মাটিতে আমি জীবন কাটানু

যাহার চরণ চুমে।

সে মাটি আমারে ফের ফিরিবারে

বার বার যেন বলে,

মায়ার বন্ধনে শক্ত বাঁধনে

রাখিবে সে চিরকালে।

আমার প্রাণের দরদী জননী

ঘুমে যেথা চিরদিন,

এ ধরাতে যার পারিনি শুধিতে

এক ফোঁটা দুধের ঋণ।

তাহার পাশেতে সমাধি আমার

মাটি যেন সেটা চায়,

চিরদিন আমি থাকি যেন সেথা

নিঝুম নিরালায়।

***

উচিত কথা কই

এফ.এম.নাছরুল্লাহ

কাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।

যেথায় মোদের জয়

সেথায় ওদের ভয়,

ধরতে পারে না তুলে কভু

ওরা নিজের পরিচয়।

ফের্কাবন্দী মানি না মোরা

উচিত কথা সদা কই,

ছহীহ হাদীছের সন্ধান পেলে

অাঁকড়ে ধরে রই।

মীলাদ শবেবরাত করি না পালন,

মানি না ভন্ডপীর,

তাবারকের নামে শিরকের আড্ডার

খাই না কোন ক্ষীর।

সিজদা করি আল্লাহর সকাশে

বিধান মানি অহি-র

নত করি না এক আল্লাহ ছাড়া

কারো কাছে মোদের শির।

শিরক বিদ‘আত ছেড়ে

অহি-র বিধান মেনে চলি

আপন মন প্রাণে

সমাধান নেই সেখান থেকে

যা আছে হাদীছ-কুরআনে।

আল্লাহর ইবাদত করি মোরা

তাঁরই প্রেমে মশগূল থাকি,

সকল সৃষ্টির স্রষ্টা যিনি

তাঁকেই সদা ডাকি।

***

বিবেক

মুর্তযা কামাল বাবুল

খয়েরসুতি, দোগাছী, পাবনা।

মানুষ হ’ল সৃষ্টির সেরা সৃষ্টিকর্তা বলে

সৃষ্টির সেরা এই মানুষ কী সেরা হয়ে চলে?

আছে ভাল আছে মন্দ স্বীকার করি আমি

কে যে ভাল কে যে মন্দ জানে অন্তর্যামী।

কিতাব বলে জ্ঞানে চল বাহু বলে নয়

বাহুবল পশুরও আছে হাযার প্রমাণ রয়।

জ্ঞান-বিবেকে চলো মানুষ অহংকার বিদ্বেষ ছেড়ে

পেশীশক্তি ধ্বংস কর শক্ত পদাঘাত হেনে।

মানুষ যদি হ’তে চাও তোমার নীচের মানুষ দেখ

জ্ঞানের চোখে কুরআন পড়ে এই নিয়মটি শেখ।

বিবেক মোদের সবই বোঝে, বোঝে ভাল-মন্দে

আরো বেশী বুঝে ফেলে কাল টাকার গন্ধে।

বেশী বুঝার জন্য যখন যায় ভুলে সব দিক

সর্বহারা হয়ে তখন বিবেক করে ঠিক।

শত ভুল শুধরায় মানুষ এই জীবনের শেষে

লাভ কী আর জেগে বিবেক এ জীবনের শেষে।

***

বেনামাযী বেপর্দা

আলহাজ্জ আব্দুস সাত্তার মন্ডল

তাহেরপুর, রাজশাহী।

বেনামাযী, বেপর্দা ও বেহায়া যারা

দুনিয়াতেই মুছীবতে হবে দিশেহারা।

শিক্ষা-দীক্ষা অর্থ-সম্পদ থাকবে সবই পড়ে

গর্ব তাদের খর্ব হবে মনের ঘূর্ণিঝড়ে।

ধ্বংস করে চলছে যারা রাসূলের সুন্নাত

শাফা‘আত পাবে না তারা, পাবে না নাজাত।

ইসলামেরই ছায়াতলে সবাই মিলে যাই

রহমানের রহমতে যেন মুক্তি সবাই পাই।

***






আরও
আরও
.