মুহাম্মাদ মোমতায আলী খাঁন

ঝিনা, গোদাগাড়ী, রাজশাহী।

হে বিশ্ব বিবেক! কেন আছ নীরব-নিশ্চুপ?

মুখে কি আঁটা আছে হীন স্বার্থের কুলুপ? 

কোন বাহানায় হয়েছ এমন বোবা-বধির,

ন্যাংড়া-কানার মত অচল স্থবির?

তোমার চোখে কেন আছহাবে কাহাফের গভীর ঘুম,

চেয়ে দেখ হিংস্র হায়েনারা সুখের উল্লাসে করছে নৃত্য ধূম।

ক্লান্ত অবসন্ন মুসলিম জোটে চেতনার বাঁশী বাজাবে কে?

দায়িত্ব ছিল যাদের তারাইতো নতজানু ঢুলুঢুলু চোখে।

এখন তাহ’লে কে কাকে জাগাবে?

ঐ অত্যাচারী যালিম বেদ্বীনদের কে ভাগাবে?

বিশ্ব বিবেক নামের জাতিসংঘ দৃশ্যমান আমড়াগাছের ঢেঁকি,

তাদের নীল নক্সায় মুসলিম মিল্লাত হচ্ছে কুটিকুটি।

চেচনিয়া, বসনিয়া, মিয়ানমার হ’ল রক্তে রঙিন।

হে বিশ্ব বিবেক! পক্ষপাতিত্ব না সংখ্যাধিক্যের অহংকারে দুলছো

বক্র চোখে মুসলিমদের সংখ্যালঘু ভেবে অবজ্ঞায় ভুলছো?

তোমার মত অভিভাবকের আছে কি আর প্রয়োজন?

বার বার ভূলুণ্ঠিত হচ্ছে শান্তি-নিরাপত্তা প্রতিষ্ঠার শত আয়োজন

জানি না কতদিন সইতে হবে অশেষ নির্যাতন আর অবহেলা?

তাই শেষ ভরসাস্থল আল্লাহর দরবারে পড়ি কুনূতে নাযেলা।







আরও
আরও
.