উত্তর : স্বামীর মৃত্যুর পর নারীর অভিভাবক তার পিতা। পিতার অবর্তমানে দাদা, সাবালক ছেলে বা ভাই। যে সকল ক্ষেত্রে অভিভাবকের প্রয়োজন সে সকল ক্ষেত্রে মা ছেলের পরামর্শ অনুসরণ করবেন। সাধারণভাবে সামাজিক ও ধর্মীয় যে কোন ক্ষেত্রে ছেলের জন্য আবশ্যক হ’ল মায়ের আনুগত্য করা। আর মেয়ের জামাতা কখনো শাশুড়ির অভিভাবক হ’তে পারে না। তবে পরিবার পরিচালনায় জামাতার পরামর্শ গ্রহণ করতে পারে (ইবনু কুদামাহ, মুগনী ৭/১৬; বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ২০/২০৭)।
প্রশ্নকারী : লাবীবা ফেরদাউস, মুহাম্মাদপুর, ঢাকা।