উত্তর : উক্ত বক্তব্য সঠিক। তবে বেঁচে যাবে এ কথা নেই বরং উক্ত গাছটি তার পিছনে ইয়াহূদী লুকিয়ে থাকার বিষয়টি গোপন রাখবে (বুখারী হা/২৯২৫, মুসলিম হা/২৯২২; মিশকাত হা/৫৪১৪)।
কাঁটাদার এই বৃক্ষটির নাম গারক্বাদ, যা সাধারণতঃ ফিলিস্তীনে হয়ে থাকে।
ক্বিয়ামতের প্রাক্কালে এখানে দাজ্জাল ও ইহুদীদের হত্যা করা হবে (নববী, শরহে মুসলিম)।
উল্লেখ্য যে, মদীনার বাক্বী‘ গোরস্থানে গারক্বাদ নামে রাসূল (ছাঃ)-এর সময়ে
যে বৃক্ষগুলি ছিল, বর্তমানে তার কোন অস্তিত্ব নেই। কিন্তু ঐ বৃক্ষের দিকে
সম্বন্ধ করেই স্থানটিকে ‘বাকী‘ গারক্বাদ’ বলা হয়। এখানে ফাতেমা (রাঃ)-এর
কবর থাকায় শী‘আরা একে ‘জান্নাতুল বাক্বী‘ বলে। যা বলা অন্যায়।