উত্তর : অমুসলিম নারীকে বিবাহ করা যাবে না (ইমাম শাফেঈ, কিতাবুল উম্ম ৬/৩৮৫)। আল্লাহ বলেন, ‘তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না, যতক্ষণ না তারা ঈমান আনে। (মনে রেখ) মুমিন ক্রীতদাসী মুশরিক স্বাধীনার চাইতে উত্তম। যদিও সে তোমাদের বিমোহিত করে। আর তোমরা মুশরিক পুরুষদের বিয়ে করোনা, যতক্ষণ না তারা ঈমান আনে। (মনে রেখ) মুমিন ক্রীতদাস মুশরিক স্বাধীন পুরুষের চাইতে উত্তম। যদিও সে তোমাদের বিমোহিত করে’ (বাক্বারাহ ২/২২১)। তবে যদি কোন অমুসলিম মুসলমান হয়ে যায় তাহ’লে তাকে বিয়ে করা যাবে (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ২১/৭৬ ; ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৮/২৭৫)।
প্রশ্নকারী : আকবর হোসাইন, চাঁপাই নবাবগঞ্জ।