মোল্লাপাড়া, রাজশাহী ৩০শে অক্টোবর বুধবার : অদ্য বাদ আছর রাজশাহী মহানগরীর মোল্লাপাড়া ফায়যুল কুরআন হিফয মাদ্রাসায় ৫দিনব্যাপী রাজশাহী বিভাগীয় কুরআন মাজীদের হদর, মশক ও ছিফাত চর্চার বিশেষ কোর্স প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, আল্লাহ তা‘আলা শুধু তেলাওয়াতের জন্য আমাদের কুরআন মাজীদ দান করেননি, বরং তার বিধান সার্বিক জীবনে বাস্তবায়নের জন্য এই শ্বাশত জীবন বিধান নাযিল করেছেন। এ ব্যাপারে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে।
‘হুফ্ফাযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’-এর রাজশাহী বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাফেয মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, রাজশাহী-সদর সাংগঠনিক যেলার সভাপতি মাওলানা দুররুল হুদা, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর হিফয ও মক্তব বিভাগের পরিচালক হাফেয লুৎফর রহমান, সহ-পরিচালক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির প্রমুখ। অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন জামে‘আ ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া, যাত্রাবাড়ী, ঢাকার ক্বিরাআত বিভাগের প্রধান শিক্ষক ক্বারী আনীসুর রহমান। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অত্র মাদ্রাসার পরিচালক হাফেয মুহাম্মাদ নাযিমুদ্দীন পাঠান ও সহ-পরিচালক মুহাম্মাদ শাহরিয়ার হাসান।
সুধী সমাবেশ
১৪ই নভেম্বর বৃহস্পতিবার লক্ষ্মীপুর : অদ্য বাদ এশা যেলার সদর থানাধীন তারেকুর রহমানের বাসায় লক্ষ্মীপুর যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র আহবায়ক কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরামে’র কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও ‘যুবসংঘে’র কেন্দ্রীয় দফতর সম্পাদক আরাফাত যামান। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর আহবায়ক কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার ইউসুফ হাসান, যেলা ‘যুবসংঘ’-এর আহবায়ক কমিটি আহবায়ক তারেকুর রহমান প্রমুখ। সমাবেশ শেষে ইঞ্জিনিয়ার ইউসুফ হাসানকে আহবায়ক ও আব্দুর রায্যাককে যুগ্ম আহবায়ক করে যেলা ‘আন্দোলন’-এর আহবায়ক কমিটি এবং তারেকুর রহমানকে আহবায়ক ও যহীরুদ্দীনকে যুগ্ম আহবায়ক করে যেলা ‘যুবসংঘ’-এর আহবায়ক কমিটি গঠন করা হয়।
|
সোনামণি
১৫ই নভেম্বর শুক্রবার, দিনাজপুর-পশ্চিম : অদ্য সোনামণি দিনাজপুর-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে যেলার বিভিন্ন শাখায় দিনব্যাপী তাবলীগী সফর অনুষ্ঠিত হয়। সকাল ৮-টায় চিরিরবন্দর উপযেলাধীন বারোবিঘা আহলেহাদীছ মসজিদে অত্র যেলা ‘সোনামণি’র পরিচালক জিহাদুল ইসলামের সভাপতিত্বে সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অতঃপর সকাল ১০-টায় উলূমুন নাফি‘আ সালাফিইয়া মাদ্রাসায় অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুহাম্মাদ রিযওয়ানুল হকের সভাপতিত্বে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় কিছু মক্তবের শিক্ষকের অংশগ্রহণে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অতঃপর রাণীরবন্দর হাট আহলেহাদীছ জামে মসজিদে কেন্দ্রীয় মেহমান জুম‘আর খুৎবা প্রদান করেন। অতঃপর বাদ আছর খামার সাতনালা আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ মীযানুর রহমানের সভাপতিত্বে মহিলা তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। অতঃপর বাদ মাগরিব বড় হাশিমপুর নমীর মুন্সি (আযীমুন্সি পাড়া) আহলেহাদীছ জামে মসজিদে মাসিক তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র এলাকা গঠন করা হয়। দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ সফরে কেন্দ্রীয় মেহমান ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক রবীউল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ মীযানুর রহমান, প্রচার সম্পাদক শিহাব চৌধুরী, ‘সোনামণি’র পরিচালক জিহাদুল ইসলাম, সহ-পরিচালক আবুবকর ছিদ্দীক, চিরিরবন্দর উপযেলা পরিচালক মুহাম্মাদ রিযওয়ানুল হক প্রমুখ।