সঊদী আরবে রক্তের বিনিময় গ্রহণ না করেই ছেলের হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন পিতা মুহাম্মাদ বিন সাগাহ। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আসিরের বেসার এলাকায় এক সভায় ছেলের হত্যাকারীকে ক্ষমার ঘোষণা দেন তিনি। ক্ষমা করার সময় তিনি বলেন, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এ সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহর শপথ, রক্তমূল্য হিসাবে আমি এক রিয়ালও গ্রহণ করব না।
দেশটিতে হত্যার ঘটনায় রক্তমূল্য নিয়ে হত্যাকারীকে ক্ষমা করে দেয়ার আইন রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে সঊদীতে সাজাপ্রাপ্ত হত্যাকারীকে ক্ষমা করে দেয়ার বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। চলতি বছরই আরেক পিতা তার ছেলের হত্যাকারীকে বিচারের শেষ মুহূর্তে গিয়ে ক্ষমা করে দেন।