বিশ্বের শীর্ষ সামরিক শক্তিধর দেশের তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত গ্লোবাল ফায়ার পাওয়ার। যেখানে প্রথম ১০টি সামরিক শক্তিধর দেশের মধ্যে একমাত্র মুসলিম দেশ হিসাবে স্থান করে নিয়েছে তুরস্ক। তালিকায় ১ম- আমেরিকা, ২য়- রাশিয়া, ৩য়- চীন সহ ১৩ ও ১৪ নম্বরে যথাক্রমে পাকিস্তান ও ইন্দোনেশিয়ার অবস্থান করছে। এছাড়া ২৪ নম্বরে সঊদী আরব ও ৫৭ নম্বরে রয়েছে বাংলাদেশের অবস্থান।
মাত্র দু’বছর আগেও জার্মানী ও ইতালীর নীচে অবস্থানকারী দেশটি ২০১৬ সাল থেকে ৮ম স্থানে রয়েছে। উল্লেখ্য, তুরস্ক এমন কিছু অস্ত্র ব্যবহার করে, যা ভারত পাকিস্তান তো দূরে থাক রাশিয়ার মতো দেশেরও নেই। তুরস্কের নিজস্ব মিলিটারী স্যাটেলাইট রয়েছে যা হাতে গোনা অল্প কয়েকটা দেশের আছে।