হে আল্লাহ! অন্তরে মোর কর ভীতি সঞ্চার

যেন না করি কখনো নাফরমানী তোমার।

এই পরিমাণ আনুগত্য কর তুমি দান,

অনায়াসে পেয়ে যাই জান্নাতের সন্ধান।

প্রভু! শক্তি দাও শত্রুদের করি প্রতিরোধ,

দ্বীন ধর্মে যে করে যুলুম নেই প্রতিশোধ।

এমন ইয়াক্বীন তুমি কর মোদের দান,

আযাব-গযব হ’তে যেন পাই পরিত্রাণ।

যতদিন বেঁচে থাকি সুস্থ রাখ দেহমন,

কুরআন পড়ি করি বিশুদ্ধ হাদীছ শ্রবণ।

দ্বীনের উপর কখনো দিও না মুছীবত,

জীবনের উপর রেখো না বিপদ-আপদ।

তাওফীক্ব দাও প্রভু! তোমার নে‘মত করি ভোগ,

সুস্থ রাখ সুখে রাখ নিরাময় কর রোগ।

দুনিয়াকে করো না মোদের বিলাসের স্থান,

আখেরাত হ’ল সকলের স্থায়ী বাসস্থান।

হে আল্লাহ! চোখ, কান, মুখ দিয়েছ যখন,

হেফাযত কর তুমি সুন্দর দৃষ্টি নন্দন।

দাও শক্তি দাও বল কর মোরে সচেতন

তাওহীদের বাণী আমি করি সযতন।

প্রভু! যারা করে না মোদের দয়া প্রদর্শন,

তাদের হাতে তুমি করো না নেতৃত্ব অর্পণ।

দুনিয়া হ’ল ক্ষণিকের মুসাফিরখানা,

আখেরাত শ্বাশত সুন্দর আসল ঠিকানা।

-মুহাম্মাদ গিয়াছুদ্দীন

ইব্রাহীমপুর, ঢাকা।






আরও
আরও
.