ঈদ মোবারক, ঈদ মোবারক

ঈদের সৌরভ পড়ে

হাটে-বাযারে কেনাকাটায়

চলছে এবার জোরে।

ঈদের আগে ছুটি পেলাম

লাগছে বড় ভাল,

ঈদের ছালাত পড়তে সবাই

ঈদগাহের মাঠে চল।

ঈদের দিনে ভাই-ভগ্নি

আসছে জামাই মেয়ে,

বাপে-মায়ে ঈদের দিনে

আছে যে পথ চেয়ে।

ঈদের দিনে হাসি-খুশি

কচিকাচার মুখে,

বড়া-বুড়ি তাকিয়ে দেখে

গর্তে বসা চোখে।

ছাদাক্বা দিচ্ছে ধনী মানুষ

গরীব-দুঃখীর হাতে,

ভাই-বন্ধু সবাই মিলে

ঈদ পড়ি একসাথে।

হায়াত-মউত আল্লাহর হাতে

বেঁচে যদি থাকি,

আবার ঈদে আসব সবাই

তোমরাই হবে সাথী।

আল্লাহর সৃষ্টি মানুষ আমরা

মনে রাখি আশা

পরকালে পাব মোরা

আল্লাহর ভালবাসা।






আরও
আরও
.