আসল রূপের দেখরে শোভা জ্ঞানের চক্ষু খুলে,

সারা জনম দেখলিরে তুই দু’টি অাঁখি মেলে।

রঙ্গ-রূপের নাইকো সীমা দেখে গেলি ভুলে,

স্বাদে-গন্ধে পাগল হলি কি ছিল তার মূলে।

অজ্ঞতা তোর অন্ধকারে রাখে পলে পলে,

আসল রূপের দেখরে শোভা জ্ঞানের চক্ষু খুলে।

দেখরে ভেবে শেষ নবী কেন সত্য কথা বলেন

আল-আমীনের উপাধি তিনি কেমন করে পেলেন।

অত্যাচারের শত গ্লানি বুকে পেতে নিলেন,

ক্ষমা করে শ্রেষ্ঠ হ’লেন মহান আল্লাহ বলেন।

মাটির দেহ ছেড়ে পাখী যাবে যখন চলে,

অন্ধকারে পড়তে হবে, থাকতে হবে ভূ-তলে।

প্রাণপাখী তোর আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে,

করব না ভুল জনমে আর দেহখানা ফিরে পেলে।

আল্লাহ তখন বলবেন শুনে, কেন ছিলি ভুলে?

ছিল কি অভাব কিছু জগতের ঐ কুলে।

ভোগের নেশায় জগত মাঝে ছিলে মায়াজালে,

কর্মফলে ভুগতে হবে বাঁচবি না তো কোনই ছলে।

-আব্দুস সাত্তার মন্ডল, তাহেরপুর, রাজশাহী।








আরও
আরও
.