ফুটপাতের মানুষগুলো আর্ত চিৎকারে

বাঁচার দাবী তোলে,

আকাশ স্পর্শী উচ্চ চূড়ায়

পৌঁছাতে চায় তাদের চিৎকার।

কিন্তু ইথার বহনে নারাজ

শোনে না তাদের আবেদন,

আল্লাহর দেওয়া সম্পদ আর খাদ্য

তারাই ভোগ করুক সব।

আমরা শুধু চাই বাঁচতে

আর মাথা গুজার এতটুকু ঠাই পেতে।

সেটা থেকেও সামাজিক কায়েমী স্বার্থ

বঞ্চিত করেছে চিরকাল।

কারণ অহি-র বিধান কায়েম না থাকায়

অর্থনীতি আজ হিমাদ্রীর

নিদারুণ বাঁধায় অবরুদ্ধ।

পূঁজিবাদের ভীষণ মর্ম বিদারী যাতাকলে

পূঁজি হীনের পাঁজর ছিন্ন ভিন্ন।

ডাক এসেছে, অহি-র বিধান কায়েমের ডাক

আহলেহাদীছ আন্দোলনের পতাকা তলে

সকলে সমবেত  হওয়ার ডাক।

হুঙ্কার তোল, গগন বিদারী হুঙ্কার,

অহি-র বিধান কায়েমের হুঙ্কার।

যে হুঙ্কারে আকাশ বাতাস

প্রকম্পিত হয়ে ওঠে

আর কুরআনের পতাকা

পত পত করে আকাশে

উড়তে থাকে।







আরও
আরও
.