সফেদ পাঞ্জাবী বাহারী পোশাক

থরে থরে সাজিয়ে গোলাপ হবে কি ঈদ?

মানসপটে ভাসে যখন দেশহীন মানুষের ছবি রোহিংগা মুসলিম।

ধূলোয় ধুসর বোনের কায়া অন্নহীন।

রামাল্লার পল্লীতে নিষ্পাপ নিধনের উন্মত্ত অহংকার,

বিভৎস হত্যার আনন্দে নাচে ইসরাঈলের বেঞ্জামিন।

বিশ্ব বিবেক অথর্ব অনড় কি চমৎকার!

মনের ভিতরে ধেয়ে আসে মরুর সাইমূম,

মাথার উপরে উড়ে মার্কিন বোমারু বিমান,

কি হবে তখন এই ঈদে উপচে পড়া গোশতের বাটি,

কালিয়া-কাবাব মেকি হাসির আলিঙ্গন?

আপন ভিটায় কাঁদে পরবাসী ফিলিস্তীন

ভয়ার্ত মানুষের ঈদ নেই দু’চোখ নিদহীন।

কি হবে মিথ্যা আভিজাত্যের আলোকসজ্জায়,

যখন লায়মার কচি প্রাণ দলিত-মথিত হ’ল

একখন্ড কাপড়ের আশায়।







আরও
আরও
.