গত সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)-এর সঠিক উত্তর

১। ৯ম মাস। লাইলাতুল ক্বদর। সূরা ক্বদরের ৩নং আয়াত।
২। দ্বিতীয় হিজরীতে। মানুষকে মুত্তাক্বী করার জন্য (বাক্বারাহ ১৮৩)
৩। আল্লাহ। ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত।
৪। সূরা বাক্বারাহ ১৮৫।
৫। জান্নাতের দরজা সমূহ খুলে দেয়া হয়। জাহান্নামের দরজা সমূহ বন্ধ করা হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়।

গত সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)-এর সঠিক উত্তর

১। জোনাকী         ২। কাঁচকলা         ৩। ঢোল।
৪। আগুন             ৫। জলপাই।
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)
১। রাসূলুল্লাহ (ছাঃ)-এর যামানায় সাহারী ও ফজরের আযান কে দিতেন?
২। লাইলাতুল ক্বদরের দো‘আ কোনটি?
৩। ফিৎরা দেয়ার হুকুম কি? মাথাপিছু কতটুকু ফিৎরা দিতে হয়?
৪। ঈদের ছালাত কত রাকাআত? ঈদের ছালাতে অতিরিক্ত তাকবীর কয়টি?
৫। মুসলমানদের বাৎসরিক আনন্দোৎসব কয়টি ও কি কি?

চলতি সংখ্যার মেধা পরীক্ষা (দৈনন্দিন বিজ্ঞান)
১। কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
২। কোন রঙের বস্ত্তর তাপ শোষণ ক্ষমতা কম?
৩। কোন রঙ বেশী দূর থেকে দেখা যায়?
৪। দেহ গঠনে কোন উপাদান সবচেয়ে বেশী প্রয়োজন?
৫। পাথরকুঁচির চারা কিসের সাহায্যে উৎপন্ন করা হয়?


কবিতা


আল্লাহ সবার সৃষ্টিকর্তা

হাফীযুল ইসলাম
তেলজুড়ী উচ্চ বিদ্যালয়
বোয়ালমারী, ফরিদপুর।

আল্লাহ সবার সৃষ্টিকর্তা
তিনি সবার বর,
আল্লাহ সবার পালনকর্তা
তিনিই হ’লেন সব।
অসীম গুণের আধার তিনি
তিনিই রিযিকদাতা
তিনি মোদের সকল কর্মের
একমাত্র বিধাতা।
তাঁর দয়াতে দেখতে পেলাম
সুন্দর এ ভুবন,
তাঁর দিকেই রুজূ কর
তোমার দেহ মন।
পাপ-তাপ তিনি ক্ষমা করবেন
দানিবেন নাজাত,
তাঁর দয়াতেই পাইবে তুমি
অনন্ত জান্নাত\
***

মামণি

জাদীদা
জাগীর হোসেন একাডেমী, পাবনা।

মামণির মুখের কথা লাগে ভারী মিষ্টি
নতুন নতুন কাজে করে প্রেরণার সৃষ্টি।
রাতে যদি দেখি কভু মা পাশে নাইরে,
বুক ফেটে যায় মনঃকষ্টে ঘুম আসে না চোখেতে।
যতক্ষণ মা না শুনাবে ঘুমপাড়ানি গান
ততক্ষণ মোর চোখে-মুখে থাকে অভিমান।
পুব আকাশে রাতের শেষে সোনালী রবির আলো
আদর মাখা মায়ের ডাকটি কতই লাগে ভাল।
হাত-মুখ ধুয়ে পড়তে বস মামণি যখন বলে
মনটা তখন ছটফটিয়ে কাঁদে নানা ছলে।
***

লালসা

আব্দুল মুমিন বিন আবুল হোসাইন
গাংজোয়ার, চন্ডিপুর, নওগাঁ।

পান পেলে চুন চায়
চুন পেলে বোটা,
ভাত পেলে নুন চায়
ঝোল এক ফোঁটা।
গাড়ি চায় বাড়ি চায়
টাকা রাশি রাশি,
স্বভাবের কাছে কেউ
হয় দাস দাসী।
আছে তবু আরও চায়,
চায় ভুরি ভুরি,
লালসার তাড়নায়
কেউ করে চুরি\
***

মন চায়

মুহাম্মাদ তরীকুল ইসলাম
বগুড়া।

তারা জ্বলে চাঁদ উঠে
পাখি ডাকে আকাশে,
মন চায় ছুটে যাই
গান গাই বাতাসে।
ফুল ফোটে বায়ু বহে
সুভাস ছড়ায় কাননে,
মন চায় ছুটে যাই
এমন এক ভূবনে।
নাও চলে পাল তুলে
ঐ দূর দিগন্তে,
মন চায় হারিয়ে যাই
অজানা সেই তেপান্তরে।

 





আরও
আরও
.