গত সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)-এর সঠিক উত্তর

১. উমাইয়া খলীফা আব্দুল মালিকের যুগে হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশে।

২. নাছর বিন আছেম বিন ইয়া‘মার (রহঃ)।

৩. খলীল বিন আহমাদ আল-ফারাইদী (রহঃ)।

৪. ১১৫ বার।         ৫. ১১৫ বার।         ৬. ৩২৩৬৭১টি।     

৭. ৭৭৪৩৯টি।         ৮. ৬২৩৬টি।

৯. সূরা বাক্বারার শেষ দু’টি আয়াত (২৮৫ ও ২৮৬ নং আয়াত)।

১০. ১৫টি। আ‘রাফ (২০৬নং আয়াত), রা‘দ (১৫নং আয়াত), নাহল (৪৯নং আয়াত), ইসরা (১০৭নং আয়াত), মারইয়াম (৫৮নং আয়াত), হজ্জ (১৮ ও ৭৭ নং আয়াত), ফুরক্বান (৬০নং আয়াত), নামল (২৫নং আয়াত), সাজদা (১৫নং আয়াত), ছোয়াদ (২৪নং আয়াত), হা-মীম সাজদাহ (৩৭নং আয়াত), নাজম (৬২নং আয়াত), ইনশক্বিাক (২১নং আয়াত), আলাক (১৯নং আয়াত)।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ বিষয়ক)-এর সঠিক উত্তর

১. শেফালী ফুল                   ২. মেঘনা নদী

৩. পাবলিক লাইব্রেরী            ৪. পালকিং

৫. শহীদ মিনার                  ৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৭. রেডিও টুডে                   ৮. নারায়ণগঞ্জ

৯. ভারত                          ১০. ফ্রান্স

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)

১. কোন সূরায় দু’টি সিজদা রয়েছে?

২. পবিত্র কুরআনে কতবার ‘রহমান’ শব্দ উল্লেখিত হয়েছে?

৩. পবিত্র কুরআনে কতবার ‘জান্নাত’ শব্দ এসেছে?

৪. পবিত্র কুরআনে কতবার ‘জাহান্নাম’ শব্দ এসেছে?

৫. পবিত্র কুরআনে কতবার ‘নার’ শব্দ এসেছে?

৬. পবিত্র কুরআনে কতবার ‘আল-হামদু লিল্লাহি রাবিবল আলামীন’ বাক্যটি এসেছে?

৭. পবিত্র কুরআনের কোন্ আয়াতে আরবী ২৯টি অক্ষরই রয়েছে?

৮. সূরা ফাতিহায় ‘মাগযূবি আলাইহিম’ ও ‘যাল্লীন’ বলে কাদেরকে বোঝানো হয়েছে?

৯. পবিত্র কুরআনের কোন সূরায় ‘মীম’ অক্ষরটি নেই?

১০. পবিত্র কুরআনের কোন সূরায় ك (কাফ) অক্ষরটি নেই?

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ)

১. বাংলাদেশের প্রথম সেনাবাহিনী প্রধান কে?

২. দেশের প্রথম জাতীয় অধ্যাপক কে?

৩. দেশের প্রথম রণতরীর নাম কি?

৪. দেশে প্রথম পতাকা উত্তোলন করা হয় কবে?

৫. দেশের প্রথম নোট (মুদ্রা) কবে চালু হয়?

৬. বাংলাদেশে প্রথম বিমান চালু হয় কবে?

৭. দেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি?

৮. দেশের প্রথম নির্বাচন কমিশনার কে?

৯. দেশের প্রথম বিমানবাহিনী প্রধান কে?

১০. দেশের প্রথম নারী পাইলট কে?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

বংশাল, ঢাকা।

সোনামণি সংবাদ

উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম ২৭শে জুলাই শুক্রবার : অদ্য বাদ আছর চট্টগ্রাম মহানগরীর উত্তর পতেঙ্গাস্থ বায়তুর রহমান আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলা ‘সোনামণি’র পরিচালক ইমাম হোসাইন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মেছবাহ খন্দকার মা‘রূফ ও ইসলামী জাগরণী পরিবেশন করে আব্দুল আযীম।

মজপাড়া, বাগমারা, রাজশাহী ২২শে জুলাই রবিবার : অদ্য বাদ আছর যেলার বাগমারা উপযেলাধীন মজপাড়া ফুরকানিয়া ও হাফিযিয়া মাদরাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক এস. এম. সিরাজুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ খায়রুল ইসলাম, সহ-পরিচালক হাফেয শহীদুল ইসলাম, হাট গাঙ্গোপাড়া এলাকা ‘সোনামণি’র পরিচালক ইসমাঈল হোসাইন ও অত্র মাদরাসার শিক্ষক হাফেয রেযাউল করীম প্রমুখ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ নাহিদুল ইসলাম।

পাঁজরভাঙ্গা, মান্দা, নওগাঁ ৩রা আগস্ট শুক্রবার : অদ্য সকাল ৯-টায় যেলার মান্দা উপযেলাধীন পাঁজরভাঙ্গা আহলেহাদীছ হাফেযিয়া মাদরাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন অত্র মাদরাসার শিক্ষক হাফেয আব্দুল জলীল। অনুষ্ঠানে কুরআন তেলায়াত করে সোনামণি আরাফাত হোসাইন ও ইসলামী জাগরণী পরিবেশন করে আবু বকর ছিদ্দীক।

অপরূপ সৃষ্টি

-আব্দুর রহমান

মুন্ডুমালা, তানোর, রাজশাহী।

শরতের মেঘলা আকাশ

ঝরে রিমঝিম বৃষ্টি,

দেখে মোর চোখ জুড়ায়

আল্লাহর অপরূপ সৃষ্টি।

এদেশে ষড়ঋতুর মেলা

শরৎ-হেমন্তে অপরূপ ফুটন্ত শাপলা

গোলাপকলির সৌরভে,

আল্লাহর সৃষ্টির দেয় পরিচয়

গন্ধ বিলায় সগৌরবে।

সোনার এ দেশে সবুজের বেশে

হৃদয়ে সেথায় সুর তোলে,

মনের পরে হৃদয়ের ঘরে

আযানের ডাকে মন ভোলে।

বাংলার এই অপরূপ শোভা

করে আমায় মাতাল।

তাইতো আমি বার বার বলি

আল্লাহ মহান, আল্লাহ মহান!






আরও
আরও
.