গত সংখ্যার সাধারণ জ্ঞান (ঈমান ও আক্বীদা বিষয়ক)-এর সঠিক উত্তর

১. আল্লাহর আকার আছে।

২. আল্লাহর ৯৯টি গুণবাচক নাম রয়েছে (বুখারী হা/২৭৩৬)

৩. আরশে (ত্ব-হা ২০/৫)

৪. সপ্তম আকাশের উপরে।

৫. না, বরং তাঁর ক্ষমতা সর্বত্র বিরাজমান।

গত সংখ্যার মেধা পরীক্ষা (সাহিত্য বিষয়ক)-এর সঠিক উত্তর

১. ইমরাউল কায়েস।     ২. আহমাদ শাওকী।

৩. হাফেয ইবরাহীম।     ৪. মুতানাববী।

৫. মাইকেল মধুসুধন দত্ত।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ঈমান ও আক্বীদা বিষয়ক)

১. তাওহীদ কাকে বলে? তা কত প্রকার ও কি কি?

২. শিরক কাকে বলে? তা কত প্রকার ও কি কি?

৩. বড় শিরক কাকে বলে? তার পরিণাম কি?

৪. ঈমান কাকে বলে? ঈমানের শাখা কয়টি? সর্বোচ্চ ও সর্বনিম্ন শাখা কি কি?

৫. ঈমানের স্তম্ভ কয়টি ও কি কি?

৬. ইসলাম কাকে বলে? ইসলামের স্তম্ভ কয়টি ও কি কি?

৭. ফেরেশতারা কিসের তৈরী? তাদের সরদার কে এবং অহী নিয়ে নবী-রাসূলগণের নিকটে আগমনের দায়িত্ব কার ছিল?

৮. মক্কার কাফেররা কি তাওহীদে বিশ্বাসী ছিল?

৯. কাফেররা কি কোন ইবাদত করত?

১০. নবী বা ওলীকে অসীলা করে দো‘আ করার হুকুম কি?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

বংশাল, ঢাকা।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (প্রাণী বিষয়ক)

১. কোন প্রাণী গায়ের রঙ পরিবর্তণ করে আত্মরক্ষা করে?

২. কোন প্রাণীর সামনের পাগুলিতে কান রয়েছে?

৩. পানিতে সবচেয়ে দ্রুতগতিতে সাঁতার কেটে চলে কোন প্রাণী?

৪. স্থলপথে দ্রুতগামী কোন প্রাণী?

৫. কোন পাখি ডানা না ঝাপটিয়ে সারাদিন নিরলসভাবে উড়তে পারে?

৬. কোন পাখির ডানার প্রসারতা সবচেয়ে বেশী?

সংগ্রহে : ইবরাহীম খলীল

আল-মারকাযুল ইসলামী আস-সালাফী

 নওদাপাড়া, রাজশাহী।

সোনামণি সংবাদ

হড়গ্রাম, রাজশাহী ২৬শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার : অদ্য বাদ আছর সোনামণি রাজশাহী মহানগরীর উদ্যোগে রাজপাড়া থানাধীন হড়গ্রাম পূর্ব শেখপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সহকারী অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী মহানগর ‘যুবসংঘ’-এর অর্থ সম্পাদক মুকাম্মাল হোসাইন, রাজশাহী মহানগর ‘সোনামণি’র সহ-পরিচালক আকমাল হোসাইন, হড়গ্রাম শাখা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক আব্দুর রাকীব ও রাজশাহী কলেজের সামাজিক বিজ্ঞান বিভাগের ছাত্র রাকীবুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি সজীব হাসান এবং ইসলামী জাগরণী পরিবেশন করে সুমাইয়া খাতুন।

ঘোলহাড়িয়া, পবা, রাজশাহী ১১ই মার্চ বুধবার : অদ্য বাদ আছর ‘সোনামণি’ ঘোলহাড়িয়া শাখার উদ্যোগে পবা থানাধীন ঘোলহাড়িয় ইসলামিক স্কুলে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র শাখার সভাপতি রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক সাখাওয়াত হোসাইন, রাজশাহী মহানগর ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক নাজদিুল্লাহ ও ‘সোনামণি’ রাজশাহী মহানগরীর সহ-পরিচালক মুহাম্মাদ আলী প্রমুখ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে হাফেয রহমাতুল্লাহ।

 আত-তাহরীক

রবীউল ইসলাম

মুরারীপুর, গোদাগাড়ী, রাজশাহী।

আত-তাহরীক!

তুমি আহলেহাদীছ আন্দোলনের প্রচারক

লক্ষ-কোটি প্রশংসা আল্লাহর

যিনি স্রষ্টা মোদের অদ্বিতীয় ইলাহ একক।

আত-তাহরীক!

তুমি সত্য প্রচারে নির্ভীক সৈনিক

তোমার পরশে হকের দিশা পেয়েছে

পথহারা হাযারো পথিক।

আত-তাহরীক!

তুমি মানবতার মুক্তির দিশারী

তুমি নির্ভেজাল তাওহীদের নিশান বরদার

বাতিলের বিরুদ্ধে হকের শাণিত তরবারি।

আত-তাহরীক!

তুমি বিশ্ব নন্দিত ইসলামী সাহিত্য

তোমায় পড়ে পাঠক হৃদয় হয় বিমোহিত

সুপ্ত প্রতিভা হয় তোমার ছোয়ায় জাগ্রত।

আত-তাহরীক!

তুমি যুগের শ্রেষ্ঠ বার্তাবাহক

দিনে দিনে বেড়ে চলুক

তোমার লক্ষ-কোটি গ্রাহক।

***

জান্নাত যদি চাও

মুহাম্মাদ তাওফীকুল ইসলাম

নাখোপাড়া, বাগমারা, রাজশাহী।

মহান প্রভুর সন্তুষ্টি আর জান্নাত যদি চাও

শিরক-বিদ‘আত যুক্ত আমল আজই ছেড়ে দাও।

রাসূলের পদ্ধতিতে ছালাত ছিয়াম পালন কর তুমি

তবেই পাবে জান্নাত তুষ্ট হবেন অন্তর্যামী।

পীর আউলিয়া আলেম ইমাম ভক্ত তুমি হ’লে

সবার দোহাই অচল তোমার দেখবে পরকালে।

দেখাদেখি শিখলে তুমি বাতিল ইবাদত

কেমন করে পাবে তুমি প্রভুর রহমত?

পেটপূজারী আলেম হ’লে বিচার-বিবেকহীন

হক ছেড়ে আজ ভ্রান্ত পথে চলছ বিরামহীন।

সমাজের চাপে বিদ‘আত তুমি কর কেমনে?

বাতিল আমল চালু করে থাক গভীর ঘুমে।

তওবা কর প্রভুর কাছে শিরক-বিদ‘আত ছাড়

ছহীহ হাদীছ আঁকড়ে ধর সুন্দর জীবন গড়।

***





আরও
আরও
.