গত সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)-এর সঠিক উত্তর
১. সূরা আহযাবে, যায়েদ (রাঃ)-এর।
২. আয়েশা (রাঃ)-এর; সূরা নূরের ১০ টি আয়াত।
৩. কাফিরূণ, মুমিনূন, মুমিন।
৪. বাক্বারাহ, আনকাবূত, নামল, নাহল ইত্যাদি। ইনসান (দাহর) ও নাস।
৫. নাজম, কামার, শামস, ফজর, লায়ল, যুহা, আছর ইত্যাদি।
গত সংখ্যার মেধা রীক্ষা (ধাঁধা)-এর সঠিক উত্তর
১. কচুড়িপানা। ২. ডিম।
৩. ফনিমনসা, তারামাছ। ৪. জামা, গেঞ্জি (হাতাওয়ালা)।
৫. পথ বা রাস্তা।
চলতি মাসের সাধারণ জ্ঞান (ইসলামী)
১. অহী অবতীর্ণের পর খাদীজা (রাঃ) রাসূলুল্লাহ (ছাঃ)-কে কার কাছে নিয়ে গিয়েছিলে?
২. ওয়ারাকা ইবনু নাওফেল জিব্রীল (আঃ)-কে কি বলে সম্বোধন করেছিলেন?
৩. ওয়ারাকা ইবনু নাওফেলের সাথে খাদীজা (রাঃ)-এর সম্পর্ক কি ছিল?
৪. ওয়ারাকা ইবনু নাওফেল কোন ধর্মাবলম্বী ছিলেন?
৫. রাসূলুল্লাহ (ছাঃ)-কে তিনি কি বলে সান্ত্বনা দিয়েছিলেন?
সংগ্রহে : বযলুর রহমান
কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।
চলতি মাসের সাধারণ জ্ঞান (নদ-নদী)
১. পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি এবং এর দৈর্ঘ কত?
২. নীলনদের উৎপত্তি কোথায়?
৩. নীলনদ কতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
৪. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি এবং এর দৈর্ঘ কত?
৫. ইউরোপের দীর্ঘতম নদী কোনটি এবং এর দৈর্ঘ কত?
সংগ্রহে : ওবায়দুল্লাহ
কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি
আপনজন
আব্দুল আযীয
মনিপুর, গাযীপুর।
আম্মু আম্মা মা
যা-ই বল ভাই।
তার মত আপনজন
এই জগতে নাই।
কত আদর ভালবাসা
আছে যে তার বুকে।
কোলেতে মাথা রাখলেই
সব দুঃখ দূর হয়ে যায় সুখে।
মায়ের অাঁচল তলে
কিযে শীতল ছায়া!
যত দেখি মন ভরে না
তার মুখের কায়া।
মায়া মাখা হাত দু’টো তার
করে কত আদর!
অসুস্থতায় বিছিয়ে দেয়
মমতা মাখা চাদর।
ব্যস্ত সবাই
শামসুযযোহা ফাহাদ
নওদাপাড়া (আমচত্বর), রাজশাহী।
ব্যস্ত দেশের ব্যস্ত সবাই ব্যস্ত রয়েছেন সরকার
নিজের ক্ষমতা বৃদ্ধি করতে অনেক কিছুর দরকার!
ব্যস্ত দেশের ব্যস্ত সবাই ব্যস্ত বিরোধী দল
নতুন করে গড়বে এদেশ ভেঙ্গে চুরে সকল।
ব্যস্ত দেশের ব্যস্ত সবাই ব্যস্ত রাজনৈতিক নেতা
দেশটাকে সুন্দর করতে প্রয়োজন তাদের একতা।
ব্যস্ত দেশের ব্যস্ত সবাই ব্যস্ত রয়েছেন ডাক্তার
চেহারা দেখে প্রেসক্রিপশন দেয় শুধু প্রয়োজন টাকার।
ব্যস্ত দেশের ব্যস্ত সবাই ব্যস্ত রয়েছেন মাস্টার
ক্লাশে গিয়ে ঘুমাতে হবে বিশ্রামের তো দরকার (?)
ব্যস্ত দেশের ব্যস্ত সবাই ব্যস্ত পুলিশ অফিসার
নিজের পেট ভরে গেলে নিয়ে নিবে অবসর।
ব্যস্ত দেশের ব্যস্ত সবাই ব্যস্ত মন্ত্রী আমলা
বিরোধীদের দমন করতে দিবে শুধু মামলা।
ব্যস্ত দেশের ব্যস্ত সবাই ব্যস্ত এমপি-মন্ত্রী
জনসেবার শপথ নিয়ে করছে দলপ্রীতি।
আযানের সূর
আব্দুল আযীয মিয়া
এম,আই,এস,টি গাযীপুর।
আল্লাহু আকবার আল্লাহু আকবার
ছালাত আদায় করতে হবে ডাক পড়েছে সবার।
হে মানুষ, হে মুসলমান, হে আমার ভাই
ছালাতের সময় হয়েছে চল মসজিদে যাই।
আযানের সূরে ঐ ডাকছে মুয়াযযিন ভাই
সময় থাকতে চল করি পরকালের কামাই।
মুয়াযযিন ডাকে, এসো ছালাতের দিকে
এসো মুক্তির নির্ভুল ঠিকানায়,
পড়লে ছালাত পাবে জান্নাত
যেখানে সুখের সীমা নাই।
আল-কুরআন
খালিদ
পলিকাদোয়া, জয়পুরহাট।
ডাকছি আমরা, ডেকেই যাবো
ইসলামেরই দিকে,
সবার জীবন রাঙিয়ে দিবো
আল-কুরআনের আলোকে।
পড়বো কুরআন সকাল সাঁঝে
আমরা মুসলমান
আল্লাহর পথে দিবো আমরা
জান-মালের কুরবান।
এ জীবনের সব সমস্যায়
পেতে সঠিক সমাধান,
পড়তে হবে মনোযোগে
মহাগ্রন্থ আল-কুরআন।