গত সংখ্যার সাধারণ জ্ঞান (জান্নাত)-এর সঠিক উত্তর

১. জাহান্নামী (বুখারী হা/৬৫৬৬; মিশকাত হা/৫৫৮৫)

২. দুর্গম পিচ্ছিল। এর উপরে আংটা ও হুক থাকবে শক্ত চওড়া উল্টো কাঁটা বিশিষ্ট, যা নাজদ দেশের সাদান বৃক্ষের কাঁটার মত (বুখারী হা/৭৪৩৯; মুসলিম হা/১৮৩)

৩. মুমিনদের কেউ চোখের পলকে, কেউ বিদ্যুতের গতিতে, কেউ দ্রুতগামী ঘোড় সওয়ারের মত পার হয়ে যাবে (বুখারী হা/৭৪৩৯; মুসলিম হা/১৮৩)

৪. ইয়াতীম প্রতিপালন করলে (বুখারী হা/৫৩০৪), অধিক সিজদা করলে (মুসলিম হা/৪৮৯), কন্যা সন্তান প্রতিপালন করলে (ছহীহাহ হা/২৯৬; ছহীহ আত-তারগীব হা/১৯৭০)

৫. জিবরীল (আঃ)-কে (আবূ দাঊদ হা/৪৭৪৪; মিশকাত হা/৫৬৯৬)

৬. দরিদ্ররা (বুখারী হা/৩২৪১; মিশকাত হা/৫২৩৪)

৭.  ১২০টি (তিরমিযী হা/২৫৪৬; মিশকাত হা/৫৬৪৪)

৮. ৮০ টি (ঐ)

৯. আবুবকর ও ওমর (রাঃ) বয়স্কদের (তিরমিযী হা/৩৬৬৪-৬৫); হাসান ও হুসাইন যুবকদের (তিরমিযী হা/৩৭৬৮); মারিয়াম, খাদীজা, ফাতিমা ও আসিয়া নারীদের সরদার হবেন (ছহীহুল জামে‘ হা/৩৬৭৮; ছহীহাহ হা/১৪২৪)

১০. মারিয়াম (সিলসিলা ছহীহাহ হা/১৪২৪, ১৫০৮)

গত সংখ্যার সাধারণ জ্ঞান (উদ্ভিদ জগৎ)-এর সঠিক উত্তর

১. মেহগনি, ইউক্যালিপটাস, রেইনট্রি। ২. অষ্ট্রেলিয়া। ৩. বট ও পাকুড়। ৪. তাল, নারিকেল, খেজুর ও সুপারি গাছ। ৫. সরিষা, তিল, তিসি, নারিকেল, নিম, সূর্যমুখী, ভেন্না প্রভৃতি। ৬. জলপাই, খেজুর, লিচু, নারিকেল, তাল, বরই ইত্যাদি। ৭. আনারস। ৮. বাঁশ। ৯. বাঁশ। ১০. বাঁশের।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (জান্নাত)

১. জান্নাতীদের আকার কেমন হবে?

২. তাদের বয়স কেমন হবে?

৩. জান্নাতীদের চেহারা কিরূপ হবে?

৪. জান্নাতবাসীদের পারস্পরিক অভিবাদন কি হবে?

৫. জান্নাতীদের খাদ্য-পানীয় কিভাবে হজম হবে?

৬. তাদের নিঃশ্বাস ত্যাগ কেমন হবে?

৭. সাধারণ জান্নাতীরা কয়টা স্ত্রী পাবে?

৮. শহীদদের মর্যাদা কি হবে?

৯. জান্নাতী নারীদের বৈশিষ্ট্য কি হবে?

১০. জান্নাতবাসীদের শক্তি কেমন হবে?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম, বংশাল, ঢাকা।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ভৌগলিক প্রশ্ন)

১. হোয়াংহো কি এবং কোথায় অবস্থিত? একে কি বলা হয়?

২. শাত-উল আরব কি ও কোথায়?

৩. মিশরকে কি বলা হয়?

৪. ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীতে অবস্থিত?

৫. আফ্রিকার কোন নদীর মোহনায় চর নেই।

৬. আফ্রিকার কোন নদীকে কুমীর নদী বলা হয়?

৭. পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি?

৮. পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি ও কোথায়?

৯. ইউরোপের বৃহত্তম নদীর নাম কি?

১০. ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি?

সংগ্রহে : আতাউর রহমান

সন্ন্যাসবাড়ী, বান্ধাইখাড়া, নওগাঁ।

সোনামণি সংবাদ

বালিয়াডাঙ্গা, পবা, রাজশাহী ৩১শে মে বুধবার : অদ্য সকাল সাড়ে ৬-টায় ‘সোনামণি’ বালিয়াডাঙ্গা মক্তব শাখার উদ্যোগে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত মক্তবের শিক্ষক আব্দুল আলিমের সভাপতিত্বে  অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম, যয়নুল আবেদীন এবং মারকায এলাকার সহ-পরিচালক রায়হানুল ইসলাম। অনুষ্ঠানে ইসলামী জাগরণী পরিবেশন করে মাহ্ফূযুর রহমান।

করাতকান্দী, কুমারখালী, কুষ্টিয়া ২রা জুন শুক্রবার : অদ্য সকাল সাড়ে ৯-টায় করাতকান্দী আল-ফুরকান তাহফীযুল কুরআনুল কারীম সেন্টার শাখার উদ্যোগে অত্র সেন্টার এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোনামণি কুষ্টিয়া-পূর্ব সংগঠনিক যেলার পরিচালক মুস্তাক্বীম আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘সোনামণি’ সহ-পরিচালক জালালুদ্দীন, যেলা ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক এরশাদ হুসাইন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি সাগর আলী ও ইসলামী জাগরণী পরিবেশন করে আলমঙ্গীর হুসাইন।

উত্তর নওদাপাড়া, শাহমখদুম, রাজশাহী ৫ই জুন সোমবার : অদ্য বাদ আছর উত্তর নওদাপাড়া কালুরমোড় আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়ার শিক্ষক মাওলানা আফযাল হুসাইনের সভাপতিত্বে  অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন ও সোনামণি রাজশাহী সদর সাংগঠনিক যেলার পরিচালক আসাদুল্লাহ আল-গালিব। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি ফাতেমা খাতুন এবং ইসলামী জাগরণী পরিবেশন করে হাফীযা ও আনিকা।

সিংহমারা, মোহনপুর, রাজশাহী ৭ই জুলাই শুক্রবার : অদ্য বাদ আছর সিংহমারা দক্ষিণপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মোহনপুর উপযেলার সভাপতি মুহাম্মাদ আফাযুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সুহানুর রহমান ও ইসলামী জাগরণী পরিবেশন করে সোনালী খাতুন।

বড়কুড়া, কামারখন্দ, সিরাজগঞ্জ ৯ই জুন শুক্রবার : অদ্য সকাল সাড়ে ১০-টায় বড়কুড়া মক্তব শাখার উদ্যোগে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোনামণি সিরাজগঞ্জ যেলার সহ-পরিচালক শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর দফতর সম্পাদক জামালুদ্দীন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি জুবাইর হাসান ও ইসলামী জাগরণী পরিবেশন করে হুসনেয়ারা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র শাখার পরিচালক লিয়াকত হুসাইন।

উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম ৯ই জুন শুক্রবার : অদ্য বাদ আছর শহরের উত্তর পতেঙ্গাস্থ বায়তুর রহমান আহলেহাদীছ জামে মসজিদ কমপ্লেক্সে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ শামীম আহসান। অনুষ্ঠান পরিচালনা করেন যেলা ‘যুবসংঘ’-এর দফতর সম্পাদক মুহাম্মাদ সেলিম ফরাযী। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ ছিফাত ও ইসলামী জাগরণী পরিবেশন করে ওয়াসি আলম রাফি।







আরও
আরও
.