গত সংখ্যার সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক)-এর সঠিক উত্তর
১। উইলিয়াম কংগ্রেভ, ইংল্যান্ড।
২। জেমস হ্যারিসন, যুক্তরাষ্ট্র।
৩। জর্জ স্টিফেনসন, ইংল্যান্ড।
৪। ডেইমলার, জার্মানী ।
৫। চার্লজ ব্যাবেজ, ইংল্যান্ড।
গত সংখ্যার মেধা পরীক্ষা (মানব দেহ)-এর সঠিক উত্তর
১। একটি কাপড় কাঁচা সাবান ও ৭৬টি মোমবাতি তৈরী করা যাবে।
২। ৮শ’ দিয়াশলাই তৈরী করা যাবে।
৩। কমপক্ষে ৯,০০০টি পেন্সিলের শিষ তৈরী করা যাবে।
৪। ৪টি পেরেক তৈরী করা যাবে।
৫। ২৫ পাওয়ারের একটি বাল্বকে ২৫ মিনিট জ্বালিয়ে রাখা যাবে।
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক)
১। আন্তর্জাতিক শ্রম সংস্থার নাম কি ও তার সদর দফতর কোথায়?
২। জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার নাম কি ও সদর দফতর কোথায়?
৩। বিশ্বস্বাস্থ্য সংস্থার নাম কি? তার সদর দফতর কোথায়?
৪। জাতিসংঘ শিশু যরূরী তহবিলের নাম কি? সদর দফতর কোথায়?
৫। আন্তর্জাতিক অর্থনৈতিক করপোরেশনের নাম কি? সদর দফতর কোথায়?
চলতি সংখ্যার মেধা পরীক্ষা (পুলিশ)
১। পুলিশের আন্তর্জাতিক সংগঠনের নাম কি?
২। পুলিশের প্রধানকে কি বলা হয়?
৩। মেট্রোপলিটন পুলিশ প্রধানকে কি বলা হয়?
৪। বাংলাদেশ কবে ইন্টারপোলের সদস্য পদ লাভ করে?
৫। বাংলাদেশ পুলিশ কোন মন্ত্রণালয়ের অধীনে?
সোনামণি সংবাদ
নওদাপাড়া, রাজশাহী ২ মার্চ মঙ্গলবার : অদ্য বাদ আছর আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর পূর্বপার্শ্বস্থ মসজিদে সোনামণি শাখা পুনর্গঠন উপলক্ষ্যে এক বিশেষ বৈঠক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সোনামণি কেন্দ্রীয় পরিচালক শিহাবুদ্দীন আহমাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর হেফয বিভাগের প্রধান হাফেয লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র মারকাযের হেফয বিভাগের সহকারী শিক্ষক হাফেয মাস‘ঊদুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। অনুষ্ঠান শেষে হাফেয লুৎফর রহমানকে প্রধান উপদেষ্টা, হাফেয মাস‘ঊদুর রহমানকে উপদেষ্টা, গোলাম রববানীকে পরিচালক এবং আহমাদ আব্দুল্লাহ শাকির ও আব্দুর রাযযাককে সহ-পরিচালক করে মারকায পূর্ব পার্শ্বস্থ শাখা পুনর্গঠন করা হয়।
নওদাপাড়া, রাজশাহী ৮ মার্চ সোমবার : অদ্য বাদ আছর আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর পূর্ব পার্শ্বস্থ মসজিদে এক বিশেষ সোনামণি সমাবেশ অনুষ্ঠিত হয়। অত্র শাখার উপদেষ্টা হাফেয মাস‘ঊদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক শিহাবুদ্দীন আহমাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ যেলার সোনামণি পরিচালক জনাব হাসান আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করে অত্র শাখার সহ পরিচালক আহমাদ আব্দুল্লাহ শাকির।
জামদই, মান্দা, নওগাঁ ১৭ মার্চ বুধবার : অদ্য সকাল ৯-টায় জামদই আহলেহাদীছ জামে মসজিদে এক বিশেষ সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নওগাঁ যেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সাত্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক শিহাবুদ্দীন আহমাদ। অন্যান্যের মধ্যে আলোচনা পেশ করেন নওগাঁ যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি জনাব আফযাল হুসাইন।
একই দিন বাদ যোহর নওগাঁ যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র দায়িত্বশীল সমন্বয়ে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে নেতৃত্ব ও আনুগত্যের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক শিহাবুদ্দীন আহমাদ।
বাগমারা, রাজশাহী ১৯ মার্চ শুক্রবার : অদ্য সকাল ৭-টায় সমসপুর হাফিযিয়া মাদরাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। অন্যান্যের মধ্যে আলোচনা করেন অত্র মাদরাসার শিক্ষক হাফেয বেলালুদ্দীন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি আখতারুযযামান ও ইসলামী জাগরণী পরিবেশন করে আমানুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন রাজশাহী কলেজের এম.কম-এর ছাত্র এনামুল হক।