গত সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)-এর সঠিক উত্তর

১. সূরা আহযাব (আয়াত নং ৯-২৭)।

২. সূরা তওবা (আয়াত নং ৩৮-১২৯)।

৩. সূরা তওবা (আয়াত নং ৪০)

৪. সূরা বাক্বারাহ, আয়াত নং ১০২।

৫. সূরা ক্বাছাছ, আয়াত নং ৭৬-৮৩।

৬. সূরা নামল, আয়াত নং ২০, ৪৪।

৭. সূরা বাক্বারাহ, আয়াত নং ১৪২-১৫০।

৮. সূরা বানী ইসরাঈল (আয়াত নং ১) ও সূরা নাজম (আয়াত নং ৮-১৮)

৯. সূরা ফীল।            ১০. সূরা কাহাফ, আয়াত নং- ৮৩-৯৮।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ বিষয়ক)-এর সঠিক উত্তর

১. ১৪ই ডিসেম্বর      ২. অষ্ট্রিক ৩. পুন্ড্র    ৪.  শায়েস্তা খান।

৫. বাংলা ১৭৭০ সালে।           ৬. পূর্বপাকিস্তানের অসহযোগ।

৭. আইন-ই-আকরবী।           ৮. পাঙন।

৯. ইসলাম খান।                  ১০. ১৯টি।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)

১. ক্রীতদাসদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন কে?

২. বালকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন কে?

৩. ইসলামের প্রথম শহীদ কে?

৪. পুরুষদের মধ্যে শহীদ প্রথম হন কে?

৫. ইসলামের প্রথম মুওয়াযযিন কে?

৬. হিজরী সনের প্রবর্তন করেন কে?

৭. ছালাতের ক্বিবলা পরিবর্তন হয় কত খ্রিস্টাব্দে?

৮. ছিয়াম ফরয হয় কত খ্রিস্টাব্দে?

৯. যাকাত ফরয হয় কত হিজরীতে?

১০. হজ্জ ফরয হয় কত হিজরীতে?

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ বিষয়ক)

১. শুভলং ঝরণা কোথায়?

২. সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমায়?

৩. বাংলাদেশে রোপা আমন ধান কখন কাটা হয়?

৪. ১৯৭১এর ২৬শে মার্চে স্বাধীনতা ঘোষণা জারী করা হয় কি মাধ্যমে?

৫. বাংলাদেশের শিক্ষার হার কোন বিভাগে বেশী?

৬. বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ রয়েছে?

৭. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?

৮. দেশে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় মোট কতটি?

৯. বাংলাদেশে মোট বিশ্ববিদ্যালয় কতটি?

১০. বানৌজা নিশান কি?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

বখশী বাযার, ঢাকা।

সোনামণি সংবাদ

মুসলিমপাড়া, রংপুর ৭ই ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার সদর উপযেলাধীন মুসলিমপাড়া শেখ জামালুদ্দীন আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক মুহাম্মাদ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুন নূর সরকার। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ রেযাউল হক ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মাদ ছাকিব।

খিরশিনটিকর, শাহমখদুম, রাজশাহী ১৩ই ডিসেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব যেলার শাহমখদুম থানাধীন খিরশিনটিকর আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রাজশাহী সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ ও রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক মুঈনুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি সুমাইয়া খাতুন ও ইসলামী জাগরণী পরিবেশন করে ছাগীরাহ খাতুন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন অত্র শাখা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ বাদশাহ।

সোনারপাড়া, পবা, রাজশাহী ১৪ই ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ আছর যেলার পবা উপযেলাধীন সোনারপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব মুহাম্মাদ তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন ও আবু হানীফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি আব্দুল্লাহ আল-আফীফ ও ইসলামী জাগরণী পরিবেশন করে তানিয়া আখতার।

হড়গ্রাম-পূর্ব শেখপাড়া, রাজপাড়া, রাজশাহী ২০শে ডিসেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার রাজপাড়া থানাধীনা হড়গ্রাম-পূর্ব শেখপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক আব্দুল্লাহিল কাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ ও সিরাজগঞ্জ যেলা ‘সোনামণি’ পরিচালক শরীফুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি সামীরা খাতূন ও ইসলামী জাগরণী পরিবেশন করে সোনামণি যাকিয়া খাতূন।

সমসপুর, বাগমারা, রাজশাহী ২২শে ডিসেম্বর শনিবার : অদ্য বাদ ফজর যেলার বাগমারা উপযেলাধীন সমসপুর হাফেযিয়া মাদরাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মাদরাসার শিক্ষক হাফেয বেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন হাট গাঙ্গোপাড়া এলাকা ‘যুবসংঘ’-এর অর্থ সম্পাদক আজীবর রহমান ও ‘সোনামণি’র পরিচালক ইসমাঈল হোসাইন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি ছাকিবুল ইসলাম ও ইসলামী জাগরণী পরিবেশন করে রাশেদুল ইসলাম।

বাজেধনেশ্বর, আত্রাই, নওগাঁ ২৬শে ডিসেম্বর বুধবার : অদ্য সকাল সাড়ে সাতটায় যেলার আত্রাই থানাধীন বাজেধনেশ্বর নূরানী মাদ্রাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক মুহাম্মাদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি ফাতেমা খাতূন ও ইসলামী জাগরণী পরিবেশন করে জাহিদুল ইসলাম।

ভাদুরিয়া বাযার, নবাবগঞ্জ, দিনাজপুর ৭ই জানুয়ারী সোমবার : অদ্য সকাল ১১-টায় যেলার নবাবগঞ্জ উপযেলাধীন মাদরাসা বায়তুল ইলম (মহিলা শাখা)-তে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মাদরাসার পরিচালক ও যেলা ‘যুবংসঘ’-এর সভাপতি এ.এইচ.এম রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি ছাদিকা খাতুন ও ইসলামী জাগরণী পরিবেশন করে আতীকা খাতূন।






আরও
আরও
.