মেকিয়ারকান্দা, ধোবাউড়া, ময়মনসিংহ ২৫শে আক্টোবর বুধবার : অদ্য বাদ আছর ময়মনসিংহ যেলার ধোবাউড়া থানাধীন মেকিয়ারকান্দা বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘সোনামণি’ ময়মনসিংহ-উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক কাযী হারূণুর রশীদ ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন। সভা শেষে খলীলুর রহমানকে পরিচালক করে ৭ সদস্য বিশিষ্ট ‘সোনামণি’ ময়মনসিংহ-উত্তর সাংগঠনিক যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়।
চাঁদমারী, পাবনা ২৭শে আক্টোবর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলা শহরের চাঁদমারী আহলেহাদীছ জামে মসজিদে ‘সোনামণি’ পাবনা যেলার উদ্যোগে যেলা পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ বেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি হাসান আলী। সভা শেষে শাহীনুর রহমানকে পরিচালক করে ৭ সদস্য বিশিষ্ট পাবনা যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়।
ডাকবাংলা, ঝিনাইদহ ৭ই নভেম্বর মঙ্গলবার : অদ্য বাদ আছর ডাকবাংলা বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘সোনামণি’ ঝিনাইদহ সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাষ্টার ইয়াকূব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন। অনুষ্ঠান শেষে আসাদুযযামানকে পরিচালক করে ৭ সদস্য বিশিষ্ট ঝিনাইদহ সাংগঠনিক যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়।
বামুন্দী, গাংনী, মেহেরপুর ১১ই নভেম্বর শনিবার : অদ্য বাদ আছর বামুন্দী বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘সোনামণি’ মেহেরপুর যেলার উদ্যোগে যেলা পুনর্গঠন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মানছুরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার, সমাজকল্যাণ সম্পাদক সা‘দ আহমাদ ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন। অনুষ্ঠান শেষে ইয়াকূব আলীকে পরিচালক করে ৭ সদস্য বিশিষ্ট মেহেরপুর যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তারিকুয্যামান।
পশ্চিম ডগরী, গাযীপুর ১৯শে নভেম্বর রবিবার : অদ্য সকাল ১০-টায় যেলার সদর উপযেলাধীন পশ্চিম ডগরী মাস্টার পাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘সোনামণি’ গাযীপুর সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম। অনুষ্ঠান শেষে মুহাম্মাদ শরীফুল ইসলামকে পরিচালক করে ৭ সদস্য বিশিষ্ট ‘সোনামণি’ গাযীপুর যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়।
উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম ২৪শে নভেম্বর শুক্রবার : অদ্য সকাল ১০-টায় শহরের পতেঙ্গা থানাধীন হোসেন আহমাদ পাড়াস্থ বায়তুর রহমান আহলেহাদীছ জামে মসজিদ কমপ্লেক্সে এক ‘সোনামণি’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন অত্র মাদরাসার শিক্ষক হাফেয মানযূরুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে ‘সোনামণি’ হুযায়ফা ইসলাম সোহাগ ও ইসলামী জাগরণী পরিবেশন করে আবুবকর ছিদ্দীক সালমান।
মির্যাপুর, মতিহার, রাজশাহী ২৮শে নভেম্বর মঙ্গলবার : অদ্য বাদ আছর যেলার মতিহার থানাধীন মির্যাপুর আহলেহাদীছ জামে মসজিদে এক ‘সোনামণি’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রাজশাহী সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ নাযিমুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও সহ-পরিচালক হাবীবুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন রাজশাহী সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ও সদর-পূর্ব উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আবুবকর ছিদ্দীক। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি হাবীবুর রহমান ও ইসলামী জাগরণী পরিবেশন করে সামীউল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অত্র মসজিদের খতীব খায়রুল ইসলাম।