গত সংখ্যার সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক)-এর সঠিক উত্তর

১। ILO (আই.এল.ও) জেনেভা, সুইজারল্যান্ড।

২। UNESCO প্যারিস, ফ্রান্স।

৩। WHO জেনেভা, সুইজারল্যান্ড।

৪। UNICEF নিউইয়র্ক, আমেরিকা।

৫। IFC ওয়াশিংটন, আমেরিকা।

গত সংখ্যার মেধা পরীক্ষা (পুলিশ)-এর সঠিক উত্তর

১। INTERPOL (ইন্টারপোল)।

২। IGP (আই.জি.পি)।

৩। পুলিশ কমিশনার।

৪। ১৯৭৬ সালে।

৫। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (মহাশূন্য)

১। সৌরজগতের গ্রহের সংখ্যা কত?

২। সৌরজগতের উপগ্রহের সংখ্যা কত?

৩। জীবন ধারণের উপযোগী একমাত্র আদর্শ গ্রহ কোনটি?

৪। পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরে আসতে কত সময় লাগে?

৫। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?

সংগ্রহে : শিহাবুদ্দীন আহমাদ

সাবেক কেন্দ্রীয় পরিচালক

সোনামণি।

চলতি সংখ্যার মেধা পরীক্ষা (কম্পিউটার)

১। আধুনিক কম্পিউটারের জনক কে?

২। বাংলাদেশে প্রথম কম্পিউটার ব্যবহার হয় কত সালে?

৩। বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটার কোনটি?

৪। সুপার কম্পিউটারের উদ্ভাবক কে?

৫। ROM কি?

সংগ্রহে : আব্দুল হালীম বিন ইলিয়াস

সাবেক কেন্দ্রীয় সহ-পরিচালক

সোনামণি।

সোনামণি সংবাদ

সোনামণি কেন্দ্রীয় পরিচালনা পরিষদ পুনর্গঠন

রাজশাহী ৯ এপ্রিল শুক্রবার : অদ্য সকাল ৯-টায় দারুল ইমারত আহলেহাদীছ নওদাপাড়া, রাজশাহীতে ২০০৯-২০১১ সেশনের সোনামণি কেন্দ্রীয় পরিচালনা পরিষদ পুনর্গঠন  উপলক্ষ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীর প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম। নব মনোনীত পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ হ’লেন-

নাম

পদবী

শিক্ষাগত যোগ্যতা

যেলা

১। ইমামুদ্দীন

পরিচালক

এম. এ.

চাঁপাই নবাবগঞ্জ

২। আব্দুর রশীদ

সহ-পরিচালক

এম.এ (শেষ বর্ষ)

সাতক্ষীরা

৩। আব্দুর রাযযাক

সহ-পরিচালক

বি.এ (অনার্স), ৪র্থ বর্ষ

দিনাজপুর

৪। গোলাম কিবরিয়া

সহ-পরিচালক

বি.এ (অনার্স), ২য় বর্ষ

নওগাঁ

৫। বযলুর রহমান

সহ-পরিচালক

বি.এ (অনার্স), ৩য় বর্ষ

সাতক্ষীরা

বড়াইতলা, কাযীপুর, সিরাজগঞ্জ ২৬ মার্চ শুক্রবার : অদ্য বাদ জুম‘আ বড়াইতলা আহলেহাদীছ জামে মসজিদে এক বিশেষ সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সিরাজগঞ্জ সাংগঠনিক যেলার সহ-সভাপতি জনাব শফীকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক শিহাবুদ্দীন আহমাদ। তিনি সোনামণিদেরকে ইসলামী রীতি-নীতিতে গড়ে ওঠার প্রতি উদাত্ত আহবান জানান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক সাইফুল ইসলাম।

নওদাপাড়া, রাজশাহী ২৯ মার্চ সোমবার : অদ্য বাদ আছর আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর পূর্বপার্শ্বস্থ মসজিদে এক সোনামণি সমাবেশ অনুষ্ঠিত হয়। সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর হেফয বিভাগের প্রধান হাফেয লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র মারকাযের হেফয বিভাগের সহকারী শিক্ষক হাফেয মাস‘ঊদুর রহমান। সমাবেশে সোনামণি শাখা পর্যায়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মধ্য ভুগরইল, পবা, রাজশাহী ২৩ এপ্রিল শুক্রবার : অদ্য সকাল ৬-টায় মধ্য ভুগরইল আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র শাখার প্রধান উপদেষ্টা জনাব নাযিমুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন। অন্যান্যদের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক গোলাম কিবরিয়া ও বযলুর রহমান। পরিশেষে সোনামণি বালক-বালিকা উভয় শাখা পুনর্গঠন করা হয়।

বানেশ্বর, রাজশাহী ২৩ এপ্রিল শুক্রবার : অদ্য বাদ আছর বানেশ্বর গরুহাটা আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রাজশাহী যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ ইদ্রীস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুর রাযযাক।

সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতি প্রতিযোগিতা ২০১০-এর পুরস্কার বিতরণ

‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর ২০তম বার্ষিক তাবলীগী ইজতেমা ২০১০-এর দ্বিতীয় দিন শুক্রবার বাদ জুম‘আ তাবলীগী ইজতেমা প্যান্ডেলে সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতি প্রতিযোগিতা ২০১০-এর পুরস্কার বিতরণ উপলক্ষ্যে এক সোনামণি সমাবেশ অনুষ্ঠিত হয়। সোনামণি কেন্দ্রীয় পরিচালক শিহাবুদ্দীন আহমাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম. খায়রুযযামান লিটন। তিনি বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন। প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, আজকের সোনামণি আগামী দিনে দেশ ও জাতির কর্ণধর। আগামীতে তারাই দেশের নেতৃত্ব দেবে। তাই তাদেরকে রাসূলুল্লাহ (ছাঃ)-এর আদর্শে সুনাগরিক হিসাবে গড়ে উঠতে হবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক নূরুল ইসলাম, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর সাবেক সভাপতি ড. এ.এস.এম. আযীযুল্লাহ ও খুলনা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস।

উল্লেখ্য, আটটি বিষয়ে সোনামণি বালক-বালিকাদের মাঝে ৪টি স্তরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় পর্যায়ে বিজয়ীরা হ’ল :

(ক) বালক গ্রুপ :

১। অর্থসহ কুরআন তেলাওয়াত :

১ম- আহমাদ আব্দুল্লাহ শাকির (রাজশাহী)

২য়- আব্দুল হাকীম (গাইবান্ধা)

৩য়- ইউসুফ (সাতক্ষীরা)

 

২। অর্থসহ হাদীছ পাঠ :

১ম- আব্দুল কাফী (বগুড়া)

২য়- রামাযান শেখ (বাগেরহাট)

৩য়- ইমামুল মোল্লা (বাগেরহাট)

৩। আক্বীদা :

১ম- সাঈদুর রহমান (সাতক্ষীরা)

২য়- আশিকুল ইসলাম (নওগাঁ)

৩য়- আযাদুর রহমান (সাতক্ষীরা)

৪। সোনামণি সংগঠন ও সাধারণ জ্ঞান :

১ম- আসাদুল্লাহ আল-গালিব (কুষ্টিয়া)

২য়- আব্দুল মুমিন (সিরাজগঞ্জ)

৩য়- আব্দুল কাফী (বগুড়া)

৫। সোনামণি জাগরণী :

১ম- ইলিয়াস (বগুড়া)

২য়- শাহাদত হুসাইন (বগুড়া)

৩য়- হাবীবুর রহমান (সাতক্ষীরা)

৬। ছবি অংকন (বাংলাদেশের মানচিত্র) :

১ম- আবু রায়হান ছিদ্দীক (বগুড়া)

২য়- সাইয়্যেদুযযামান (দিনাজপুর)

৩য়- হাবীবুর রহমান (গাইবান্ধা)।

৭। কুইজ (সোনামণি জ্ঞানকোষ-১) :

১ম- নাজমুল হুদা (সিরাজগঞ্জ)

২য়- আসাদুল্লাহ আল-গালিব (কুষ্টিয়া)

৩য়- সাঈদ আল-মাহমূদ (ঝিনাইদহ)

৮। স্বরচিত সংলাপ :

১ম- সাঈদ আল-মাহমূদ (ঝিনাইদহ)

২য়- এনামুল হুদা (সাতক্ষীরা)

৩য়- আব্দুল হাকীম (গাইবান্ধা)

(খ) বালিকা গ্রুপ :

১। সোনামণি সংগঠন ও সাধারণ জ্ঞান :

১ম- রুবিয়া পারভীন (সিরাজগঞ্জ)

২য়- নাজনুর পারমিতা (সিরাজগঞ্জ)

২। কুইজ (সোনামণি জ্ঞানকোষ-১) :

১ম- রুবিয়া পারভীন (সিরাজগঞ্জ)

২য়- নাজনুর পারমিতা (সিরাজগঞ্জ)






আরও
আরও
.