আহলেহাদীছ আন্দোলন সেক্যুলার বা পপুলার নয়, বরং পিওর ইসলামী আন্দোলনের নাম
-কেন্দ্রীয় পরিষদ সদস্য সম্মেলনে আমীরে জামা‘আত
রাজশাহী ২৬ ও ২৭ আগষ্ট রোজ বৃহস্পতি ও শুক্রবার : গত ২৬ ও ২৭ আগষ্ট রোজ বৃহস্পতি ও শুক্রবার রাজশাহী মহানগরীর নওদাপাড়াস্থ প্রস্তাবিত দারুল হাদীছ বিশ্ববিদ্যালয় জামে মসজিদে অনুষ্ঠিত ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর দুই দিন ব্যাপী বার্ষিক বর্ধিত কেন্দ্রীয় পরিষদ সদস্য সম্মেলনে প্রদত্ত  ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, এ আন্দোলনের নির্ভেজাল দাওয়াত পপুলার ইসলামকে একদিন পরাজিত করে পিওর ইসলাম প্রতিষ্ঠা করবেই ইনশাআল্লাহ। তিনি বলেন, আজকের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি ও বিচার ব্যবস্থা সবকিছুই ব্যর্থ। এ সবই পঙ্গু সমাজ ব্যবস্থার বাহ্যিক চাকচিক্য সর্বস্ব রূপ মাত্র। অথচ আসল সত্য লুকিয়ে আছে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের বুকে। এটাকে বের করে এনে সমাজে প্রতিষ্ঠা দানে যারা শপথ গ্রহণ করেছেন, যারা বায়‘আতবদ্ধ হয়েছেন তাদের মাধ্যমেই একদিন এদেশে নতুন সমাজ প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহু। উল্লেখ্য যে, আমীরে জামা‘আতের উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে ১ম দিন বাদ আছর সম্মেলন শুরু হয়। দেশের বিভিন্ন যেলা থেকে বিপুল সংখ্যক কেন্দ্রীয় পরিষদ সদস্য, সাধারণ পরিষদ সদস্য ও অগ্রসর কর্মীগণ সম্মেলনে যোগদান করেন।
মুহতারাম আমীরে জামা‘আতের উদ্বোধনী ভাষণের পর যেলা প্রতিনিধিদের মধ্য থেকে সংগঠনের উন্নতি ও অগ্রগতি সম্পর্কে পরামর্শমূলক বক্তব্য পেশ করেন মাওলানা মুহাম্মাদ ছফিউল্লাহ (কুমিল্লা), জনাব আবুল হাশেম (কুষ্টিয়া-পূর্ব), গোলাম যিল- কিবরিয়া (কুষ্টিয়া-পশ্চিম), মফিযুল হক (কুড়িগ্রাম), ডাঃ আওনুল মা‘বূদ (গাইবান্ধা-পশ্চিম), মাওলানা নূরুল ইসলাম (জামালপুর), মাহফূযুর রহমান (জয়পুরহাট), রবীউল ইসলাম (ঝিনাইদহ), সাইফুল ইসলাম বিন হাবীব (ঢাকা), আব্দুল ওয়ারেছ (দিনাজপুর-পূর্ব), আফযাল হোসাইন (নওগাঁ),  আবূবকর (নাটোর), খায়রুল আযাদ (নীলফামারী), বেলালুদ্দীন (পাবনা), আব্দুল হামীদ বিন শামসুদ্দীন (পিরোজপুর), সরদার আশরাফ হোসাইন (বাগেরহাট), আব্দুর রহীম (বগুড়া), মানছূরুর রহমান (মেহেরপুর), বযলুর রশীদ (যশোর), আব্দুল হাদী মাষ্টার (রংপুর), আব্দুর রঊফ (রাজবাড়ী), ডাঃ ইদরীস আলী (রাজশাহী), মুহাম্মাদ মুর্তযা (সিরাজগঞ্জ), আব্দুল মান্নান (সাতক্ষীরা) প্রমুখ।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক নূরুল ইসলাম,  সাহিত্য ও পাঠাগার সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, কেন্দ্রীয় শূরা সদস্য ও রাজশাহী বিভাগীয় সম্পাদক ড.এস.এস.এম. আযীযুল্লাহ, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘সোনামণি’ পরিচালক ইমামুদ্দীন, ‘আল-মারকাযুল ইসলামী আস-সালাফী’ নওদাপাড়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাযযাক বিন ইউসুফ, ‘আন্দোলন’-এর প্রবীণ শূরা সদস্য আলহাজ্জ আব্দুর রহমান (সাতক্ষীরা), সঊদী আরবের আল-খাবজী শাখার সভাপতি তোফাযযল হোসাইন (কুমিল্লা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ জামান (কিশোরগঞ্জ) প্রমুখ। সম্মেলনে ইসলামী জাগরণী পরিবেশন করেন আল-হেরা শিল্পী গোষ্ঠী প্রধান মুহাম্মাদ শফীকুল ইসলাম (জয়পুরহাট)। কেন্দ্রীয় গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ সম্মেলনে নিম্নোক্ত প্রস্তাব সমূহ পেশ করেন, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।-
১. জনগণ বা সংসদ নয়, আল্লাহকে সার্বভৌম ক্ষমতার উৎস হিসাবে ঘোষণা করতে হবে এবং তাঁর প্রেরিত সর্বশেষ ‘অহি’ পবিত্র কুরআন ও ছহীহ হাদীছকে সকল বিষয়ে চূড়ান্ত সমাধান হিসাবে গ্রহণ করতে হবে।
২. দেশে প্রচলিত ধর্মীয় ও সাধারণ শিক্ষা ব্যবস্থার দ্বিমুখী ধারাকে সমন্বিত করে পবিত্র কুরআন ও ছহীহ সুন্নাহ ভিত্তিক একক ও পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা ব্যবস্থা কায়েম করতে হবে।
৩. প্রচলিত সূদভিত্তিক ও শোষণমূলক পুঁজিবাদী অর্থব্যবস্থা বাতিল করে দেশে একক ইসলামী অর্থব্যবস্থা চালু করতে হবে।
৪. এ সম্মেলন মাদরাসা শিক্ষার আধুনিকায়নের নামে সেখানে ইসলামী বিষয়গুলি কমিয়ে এবং ব্যবহারিক বিষয় সমূহ বাড়িয়ে দ্বীনী শিক্ষাকে সংকুচিত না করার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছে। সাথে সাথে মাদরাসায় ছেলে ও মেয়েদের সহশিক্ষা, এক তৃতীয়াংশ মহিলা শিক্ষিকা নিয়োগ এবং ছবি টাঙানো বাধ্যতামূলক করার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছে।
৫. এ সম্মেলন শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের হিজাব পরিধানে বাধ্য করা যাবে না মর্মে হাইকোর্টের রায়ে এবং সেই সাথে শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিপত্র জারিতে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং অবিলম্বে এই পরিপত্র প্রত্যাহারের জোর দাবী জানাচ্ছে।
৬. এ সম্মেলন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত ও অন্যান্য নেতা-কর্মীদের উপর বিগত চারদলীয় জোট সরকারের আরোপিত মিথ্যা মামলা সমূহ দ্রুত নিষ্পত্তি করার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছে।


কর্মী প্রশিক্ষণ

রাজশাহী ২৬ আগষ্ট বৃহস্পতিবার: ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর উদ্যোগে সদ্য সমাপ্ত দেশব্যাপী যেলাভিত্তিক কর্মী প্রশিক্ষণে বাছাইকৃত কর্মীদের সমন্বয়ে অদ্য আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্সে সংক্ষিপ্ত কেন্দ্রীয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মুহতারাম আমীরে জামা‘আতের উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে সকাল ৯-টায় মারকাযের পূর্ব পার্শ্বস্থ ভবনে প্রশিক্ষণ শুরু হয়। অতঃপর সাতটি গ্রুপে বিভক্ত হয়ে প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাহিত্য ও পাঠাগার সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা জাহাঙ্গীর আলম, অধ্যাপক শেখ রফীকুল ইসলাম, মাওলানা ছফিউল্লাহ, অধ্যাপক আব্দুল হামীদ বিন শামসুদ্দীন, ড. এ.এস.এম. আযীযুল্লাহ, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন প্রমুখ। অতঃপর বাদ যোহর হ’তে আছর পর্যন্ত পশ্চিম পার্শ্বস্থ প্রস্তাবিত দারুল হাদীছ বিশ্ববিদ্যালয় জামে মসজিদে সকলকে একত্রিতভাবে প্রশিক্ষণ ও প্রশ্নোত্তর পরিচালনা করেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। সবশেষে ‘আমরা কি চাই, কেন চাই, কিভাবে চাই’ এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন কেন্দ্রীয় প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। প্রশিক্ষণে দেশের বিভিন্ন যেলা থেকে বাছাইকৃত মোট ১৯৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। 

 
মসজিদের ভিত্তিস্থাপন

মসজিদ নির্মাণের চেয়ে আবাদ করাই অধিক গুরুত্বপূর্ণ
-মুহতারাম আমীরে জামা‘আত

কুষ্টিয়া ২৯ আগষ্ট রবিবার : অদ্য সকাল পৌনে ১১-টায় কুষ্টিয়া শহরের চৌড়হাস মৌজার ঝিনাইদহ রোড সংলগ্ন স্থানে প্রস্তাবিত বায়তুল আমান জামে মসজিদের ভিত্তি স্থাপন করার পরে অনুষ্ঠিত সুধী সমাবেশে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত মন্তব্য করেন। নির্মিতব্য উক্ত মসজিদকে আহলেহাদীছ আন্দোলনের প্রচারকেন্দ্রে পরিণত করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। পার্শ্ববর্তী রিজিয়া সা‘দ ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে মেহেরপুর, কুষ্টিয়া-পূর্ব ও পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর নেতা-কর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, মসজিদ নির্মাণের জন্য উপস্থিত সুধীমন্ডলী নগদ অর্থ প্রদান করেন এবং অনেকেই দানের প্রতিশ্রুতি প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রিজিয়া সা‘দ ইসলামিক সেন্টারের চেয়ারম্যান জনাব এডভোকেট সা‘দ আহমাদ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাহারুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম প্রমুখ।


দাওয়াতী সপ্তাহ পালিত


কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী ৮ই রামাযান বৃহস্পতিবার হ’তে ১৫ই রামাযান বৃহস্পতিবার পর্যন্ত দেশব্যাপী ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র শাখা সমূহের উদ্যোগে দাওয়াতী সপ্তাহ পালিত হয়। সেখানে ‘মাহে রামাযান উপলক্ষ্যে আমাদের আহবান’ ও অন্যান্য প্রচারপত্র সমূহ বিলি করা হয় এবং সর্বস্তরের জনগণের নিকট আহলেহাদীছ আন্দোলনের দাওয়াত তুলে ধরা হয়।
রামাযানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল
পবিত্র মাহে রামাযান উপলক্ষে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ যৌথভাবে রামাযানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক দেশব্যাপী আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। মোট ৩২ জন দায়িত্বশীল মাসব্যাপী একাধারে এই দাওয়াতী কর্মসূচীতে অংশগ্রহণ করেন। এ সফরে কর্মী ও সুধীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। উক্ত সফরের সংক্ষিপ্ত বিবরণ নিম্নে তুলে ধরা হ’ল।-
টাঙ্গাইল ১৫ আগষ্ট রবিবার : অদ্য বাদ আছর ছাতিহাটি আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ টাঙ্গাইল যেলার উদ্যোগে পবিত্র মাহে রামাযানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা আব্দুর রশীদ খলীফার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রশীদ আখতার।
জামালপুর ১৬ আগষ্ট সোমবার : অদ্য বাদ আছর সেঙ্গুয়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ জামালপুর যেলার উদ্যোগে আয়োজিত এবং যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা বযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ক্বামারুয্যমান বিন আব্দুল বারী।
বায়া, রাজশাহী ১৬ আগষ্ট শুক্রবার : অদ্য বাদ আছর বায়া বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী মহানগরীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও দারুল ইফতার সদস্য মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, মহানগর ‘আন্দোলন’  -এর সহ-সভাপতি মাওলানা রুস্তম আলী ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়ার সহকারী শিক্ষক মাওলানা আফযাল হোসাইন প্রমুখ।
গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ ১৮ আগষ্ট বুধবার : অদ্য বাদ আছর স্থানীয় রাঘবপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ চাঁপাই নবাবগঞ্জ যেলার যৌথ উদ্যোগে আয়োজিত এবং যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল্লাহ্র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ এবং বিশেষ অতিথি ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তাবলীগ সম্পাদক মুহাম্মাদ আরীফুল ইসলাম ও সোনামণির সাবেক কেন্দ্রীয় পরিচালক শিহাবুদ্দীন আহমাদ।
পটুয়াখালী ১৯ আগষ্ট বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন কালিচন্না আহলেহাদীছ জামে মসজিদে পবিত্র মাহে রামাযানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালিচন্না মসজিদের ইমাম মাওলানা সোহরাব হোসাইন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় পরিষদ সদস্য ও মেহেরপুর যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা মানছূরুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ তরীকুযযামান।
মণিরামপুর, যশোর ২০ আগষ্ট শুক্রবার : অদ্য বাদ যোহর দুর্বাডাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ যশোর সাংগঠনিক যেলার যৌথ উদ্যোগে আয়োজিত এবং যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর সমাজকল্যাণ সম্পাদক জনাব গোলাম মোক্তাদির ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম।
ঢাকা ২০ আগষ্ট শুক্রবার : অদ্য বাদ আছর ঢাকা যেলা ‘আন্দোলন’-এর বংশালস্থ মিলনায়তনে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ঢাকা সাংগঠনিক যেলার যৌথ উদ্যোগে পবিত্র মাহে রামাযান উপলক্ষ্যে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুযাফফর বিন মুহসিন। অনুষ্ঠানে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র দায়িত্বশীলবৃন্দ ছাড়াও বিভিন্ন শাখার নেতা-কর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া-পশ্চিম ২১ আগষ্ট শনিবার : অদ্য বাদ আছর দৌলতখালি হাজীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র যৌথ উদ্যোগে আয়োজিত এবং যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব গোলাম যিল-কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক জনাব বাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রশীদ আখতার।
গাবতলী, বগুড়া ২১ আগষ্ট শনিবার : অদ্য বাদ আছর মেন্দিপুর চাকলা সালাফিয়া হাফেযিয়া মাদরাসা ও ইয়াতীমখানা মিলনায়তনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা জনাব মাষ্টার তোজাম্মেল হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক শেখ আব্দুছ ছামাদ, ‘সোনামণি’র সাবেক কেন্দ্রীয় পরিচালক শিহাবুদ্দীন আহমাদ ও রাজশাহীর গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মাওলানা দুররুল হুদা প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব আব্দুর রহীম।
নরসিংদী ২১ আগষ্ট শনিবার : অদ্য বাদ আছর পাঁচদোনা বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নরসিংদী যেলার যৌথ উদ্যোগে আয়োজিত এবং যেলা ‘আন্দোলন’-এর সভাপতি কাযী আমীনুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুযাফফর বিন মুহসিন। বিশেষ অতিথি ছিলেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক জালালুদ্দীন, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ তাসলীম সরকার।
মেহেরপুর ২২ আগষ্ট রবিবার : অদ্য বাদ যোহর বামুন্দী বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ মেহেরপুর সাংগঠনিক যেলার যৌথ উদ্যোগে আয়োজিত এবং যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক জনাব বাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা জাহাঙ্গীর ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ তরীকুযযামান।
গোবিন্দগঞ্জ, গাইবান্ধা ২২ আগষ্ট রবিবার : অদ্য বাদ আছর গোবিন্দগঞ্জ বি.পি.এড. কলেজে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ গাইবান্ধা পশ্চিম সাংগঠনিক যেলার যৌথ উদ্যোগে ‘রামাযানের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ আওনুল মা‘বূদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর রংপুর বিভাগীয় সম্পাদক ও বগুড়া যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুর রহীম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেনদ্রীয় অর্থ সম্পাদক শেখ আব্দুছ ছামাদ, ‘সোনামণি’র সাবেক কেন্দ্রীয় পরিচালক শিহাবুদ্দীন আহমাদ।
সাঘাটা, গাইবান্ধা ২৩ আগষ্ট সোমবার : অদ্য বাদ আছর সাঘাটা কলেজ পাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ গাইবান্ধা-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে আয়োজিত এবং যেলা ‘আন্দোলন’-এর আহবায়ক মুহাম্মাদ খলীলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর রংপুর বিভাগীয় সম্পাদক জনাব মুহাম্মাদ আব্দুর রহীম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক শেখ আব্দুছ ছামাদ ও ‘সোনামণি’র সাবেক কেন্দ্রীয় পরিচালক শিহাবুদ্দীন আহমাদ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন মাওলানা আহসান আলী।
সিরাজগঞ্জ ২৪ আগষ্ট সোমবার : অদ্য বাদ আছর যেলার সলঙ্গা থানাধীন কাতিয়ারচর আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ সিরাজগঞ্জ যেলার যৌথ উদ্যোগে আয়োজিত এবং যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব মুহাম্মাদ মুর্তযার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক জনাব বাহারুল ইসলাম ও ‘সোনামণি’র সাবেক কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস।
পাবনা ২৪ আগষ্ট সোমবার : অদ্য বাদ আছর শহরের চাঁদমারী আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ পাবনা যেলার যৌথ উদ্যোগে আয়োজিত এবং যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা বেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. এ.এস.এম. আযীযুল্লাহ ও স্থানীয় উপযেলা চেয়ারম্যান জনাব মোশাররফ হোসাইন।
শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ ২৭ আগষ্ট শুক্রবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ চাঁপাই নবাবগঞ্জ যেলার যৌথ উদ্যোগে যেলার শিবগঞ্জ উপযেলাধীন বিশ্বনাথপুর আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ‘আন্দোলন’-এর রাজশাহী বিভাগীয় সম্পাদক ড. এ.এস.এম. আযীযুল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন ‘যুবসংঘ’-এর বর্তমান কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম।

ছিয়াম মানুষকে উন্নত মানুষে পরিণত করে
-আমীরে জামা‘আত

সাতক্ষীরা ২৯ আগষ্ট রবিবার : অদ্য বাদ যোহর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ সাতক্ষীরা সাংগঠনিক যেলার যৌথ উদ্যোগে দারুল হাদীছ আহমাদিয়াহ সালাফিইয়াহ কমপ্লেক্স বাঁকালে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির ভাষণে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত কথা বলেন। উন্নত মানুষ হওয়ার এই প্রশিক্ষণের মাসে তিনি সকলকে যাবতীয় মন্দ স্বভাব ও  শিরক-বিদ‘আতী রসম-রেওয়াজ পরিহার করে ইসলামের দেখানো ছিরাতে মুস্তাক্বীমের উপর জীবন পরিচালনার আহবান জানান।
সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাহারুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মাদ নযরুল ইসলাম, শূরা সদস্য অধ্যাপক শেখ রফীকুল ইসলাম, যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন প্রমুখ।
সত্তর জন নতুন আহলেহাদীছের বায়‘আত গ্রহণ : ইফতারের পূর্বে যেলার আইলা দুর্গত শ্যামনগর উপযেলার ৭০ জন লোক ‘আহলেহাদীছ’ হয়ে আমীরে জামা‘আতের হাতে বায়‘আত গ্রহণ করেন।
হিন্দু যুবকের ইসলাম গ্রহণ : একই দিন ইফতারের পূর্বে পুরাতন সাতক্ষীরার উত্তম কুমার (১৮) নামের জনৈক হিন্দু যুবক মুহতারাম আমীরে জামা‘আতের নিকট কালেমায়ে শাহাদাত পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুহতারাম আমীরে জামা‘আত তার নাম রাখেন ‘আব্দুল্লাহ’।

আত-তাহরীক পাঠক ফোরাম

বাগেরহাট ২৪ আগষ্ট মঙ্গলবার : অদ্য বাদ আছর বাগেরহাট মেইন রোড, লিচুতলা মোড়ে মাসিক ‘আত-তাহরীক’ পাঠক ফোরামের অফিস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আত-তাহরীক পাঠক ফোরাম বাগেরহাট যেলার আহবায়ক ও যেলা ‘আন্দোলন’-এর সভাপতি সরদার আশরাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক জনাব মুহাম্মাদ গোলাম মোক্তাদির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা গোবরচাকা আহলেহাদীছ জামে মসজিদের সভাপতি জনাব মুহাম্মাদ আলী ও মোতাওয়াল্লী জনাব আব্দুছ ছবূর। অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা আহমাদ আলী রহমানী, সাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের আহমাদ, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ বাগেরহাট যেলার সভাপতি মাওলানা আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মামূনুর রশীদ, ‘আন্দোলন’-এর বাগেরহাট শহর শাখা সভাপতি মুহাম্মাদ নূরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর বাগেরহাট শহর শাখার সভাপতি মুহাম্মাদ মনীরুয্যামান প্রমুখ।

প্রবাসী সংবাদ

আলোচনা সভা
সিঙ্গাপুর ৯ আগস্ট সোমবার : অদ্য সকাল ১০-টায় সিঙ্গাপুরের ঐতিহাসিক সুলতান জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ সিঙ্গাপুর শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিঙ্গাপুর ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি মুহাম্মাদ আব্দুল হালীম (কুমিল্লা)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নতুন আহলেহাদীছ হাফেয মাওলানা মুহাম্মাদ শো‘আইব আহমাদ (কুমিল্লা)। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিঙ্গাপুর ‘যুবসংঘ’-এর বর্তমান সভাপতি মো‘আয্যম হোসাইন (বগুড়া), সহ-সভাপতি মুহাম্মাদ সুজন (টাঙ্গাইল), তাবলীগ সম্পাদক মানছূর রহমান (টাঙ্গাইল), ফাকীরুল ইসলাম (মেহেরপুর) ও আবু নাহিদ (নারায়ণগঞ্জ)। অনুষ্ঠানে নতুন আহলেহাদীছদের মধ্য হ’তে বক্তব্য রাখেন এমদাদুল হক (গাইবান্ধা), মহিউদ্দীন আহমাদ (গাযীপুর), আবুবকর ছিদ্দীক (কুমিল্লা), মাযহারুল ইসলাম (পটুয়াখালী), শামসুল হক (গাইবান্ধা), মুঈনুদ্দীন (শরীয়তপুর), ইসমাঈল হোসাইন (চাঁপাই নবাবগঞ্জ), আব্দুল আযীয (টাঙ্গাইল) প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘আহলেহাদীছ যুবসংঘ’ সিঙ্গাপুর শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকীত। সুলতান মসজিদ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ছিল প্রাণবন্ত। দ্বীনের সঠিক দাওয়াত পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে নব আহলেহাদীছগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। ‘সকল বিধান বাতিল কর, অহি-র বিধান কায়েম কর’ ‘আন্দোলন’-এর এই মহান শ্লোগানের উচ্ছ্বসিত প্রশংসা করেন তারা। এ অনুষ্ঠানের ফলে আত-তাহরীকের পাঠক সংখ্যা দ্বিগুণ হয়ে যায়।

যুবসংঘ

সৎ ও মেধাবী ছাত্ররাই জাতির ভবিষ্যৎ
-আমীরে জামা‘আত
রাজশাহী ২৫ আগষ্ট বুধবার : ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নগরীর সাফাওয়াং চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির ভাষণে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর  মুহতারাম আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, আদর্শ ছাত্র ও যুবশক্তিই আদর্শ জাতি উপহার দিতে পারে। আর ‘আহলেহাদীছ যুবসংঘ’ আদর্শ মানুষ গড়ার সংগঠন। তিনি ‘যুবসংঘ’কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি মডেল ছাত্র সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য ছাত্রদের প্রতি আহবান জানান। রাজশাহী বিশ্ববিদ্যালয় ‘যুবসংঘ’-এর সভাপতি হাফেয মুকাররমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক জনাব বাহারুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম ও অর্থ সম্পাদক শেখ আব্দুছ ছামাদ রাজশাহী বিশ্ববিদ্যালয় ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি ও ‘সোনামণি’-এর বর্তমান কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন এবং মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়-এর ছাত্র মুহাম্মাদ শরীফুল ইসলাম। অনুষ্ঠানে চার শতাধিক ছাত্র অংশগ্রহণ করে। রাবি ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

 আদালতের রায়

বগুড়ার গাবতলী থানার মামলা থেকে আমীরে জামা‘আত বেকসুর খালাস
মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবের বিরুদ্ধে বিগত চারদলীয় জোট সরকারের পক্ষ থেকে ৬টি যেলায় দায়ের করা ষড়যন্ত্রমূলক ১০টি মিথ্যা মামলার মধ্যে গত ৩০ সেপ্টেম্বর’১০ বৃহস্পতিবার মামলাটিতে নির্দোষ প্রমাণিত হওয়ায় বেকসুর খালাস পেয়েছেন। দীর্ঘ পাঁচ বছর চার মাস তদন্ত ও শুনানী শেষে  রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় বগুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদলত-১-এর বিচারক কাযী শাহিনা নিগার মামলার রায়ে তাঁকে সহ অন্যান্য আসামীদেরকে বেকসুর খালাস প্রদান করেন। উল্লেখ্য যে, ২০০৫ সালের ২২ ফেব্রুয়ারী দিবাগত মধ্যরাতে মুহতারাম আমীরে জামা‘আত সহ ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় চার নেতাকে তৎকালীন সরকার প্রথমে ৫৪ ধারায় গ্রেফতার করে। অতঃপর বিভিন্ন যেলায় বোমাবাজি, ব্যাংক ডাকাতি ও হত্যা সহ মোট ১০টি মিথ্যা মামলায় শ্যোন এরেষ্ট দেখায়। এখন বগুড়া স্পেশাল জজ আদালতে আরও দু’টি মামলা বিচারাধীন রয়েছে এবং নওগাঁতে একটি হত্যা মামলা তদন্তাধীন রয়েছে। উল্লেখ্য যে, এটাই ছিল বর্তমান সরকারের আমলে প্রথম একটি মামলার রায়।






আরও
আরও
.