২৮শে আগস্ট শুক্রবার : কর্মী সম্মেলনের দ্বিতীয় দিন সকাল সাড়ে ৯-টায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর পূর্ব পার্শ্বস্থ মসজিদের ২য় তলায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় পরিষদ সদস্য সম্মেলন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গঠনতন্ত্রের ধারা ২২ (২) অনুযায়ী সম্মেলনে গত বছরের (২০১৪-১৫) অডিট রিপোর্ট এবং আগামী বছরের (২০১৫-১৬) বাজেট ও বার্ষিক পরিকল্পনা পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাহারুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। অতঃপর তা অনুমোদিত হয়। অতঃপর কেন্দ্রীয় পরিষদ সদস্য গণের মধ্য হ’তে পরামর্শমূলক বক্তব্য পেশ করেন সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন। সবশেষে সমবেত কেন্দ্রীয় পরিষদ সদস্যদের উদ্দেশ্যে মুহতারাম আমীরে জামা‘আত বলেন, কেন্দ্রীয় পরিষদ সদস্যগণ সংগঠনের স্তম্ভ স্বরূপ। আপনারা যতবেশী সচেতন হবেন, সংগঠন তত বেশী শক্তিশালী হবে। আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আমরা আশা করি।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাবনা যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা জনাব রবীউল ইসলাম।  সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর নযরুল ইসলাম। সম্মেলন পরিচালনা করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম।

সম্মেলনে ২০১৫-২০১৭ সেশনের জন্য মজলিসে আমেলা ও শূরা পুনর্গঠন করা হয়। আমেলা সদস্যগণ হ’লেন-

     দায়িত্ব

নাম

শিক্ষাগত যোগ্যতা

সাধারণ সম্পাদক

অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম (মেহেরপুর)

কামিল, এম.এ

সাংগঠনিক সম্পাদক

অধ্যাপক সিরাজুল ইসলাম (যশোর)

এম.এ

অর্থ  সম্পাদক

মুহাম্মাদ বাহারুল ইসলাম (কুষ্টিয়া)

বি.এ

প্রচার সম্পাদক

ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন (কুমিল্লা)

কামিল, এম.এ

প্রশিক্ষণ সম্পাদক

ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম (গোপালগঞ্জ)

এম.এ

গবেষণা ও প্রকাশনা সম্পাদক

অধ্যাপক আব্দুল লতীফ (রাজশাহী)

এম.এ

   সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক

অধ্যাপক মাওলানা দুররুল হুদা (রাজশাহী)

দাওরা, এম.এ

সমাজ কল্যাণ সম্পাদক

মুহাম্মাদ গোলাম মোক্তাদির (খুলনা)

বি.কম

দফতর ও যুববিষয়ক সম্পাদক

অধ্যাপক আমীনুল ইসলাম (রাজশাহী)

এম.এ

মজলিসে শূরা সদস্যদের তালিকা : উপরের ৯ জন সহ বাকীগণ হলেন,

ক্রমি নং

নাম

 যেলা

সাংগঠনিক মান

০১

আলহাজ্জ আব্দুর রহমান

সাতক্ষীরা

কেন্দ্রীয় পরিষদ সদস্য

০২

মাওলানা মুহাম্মাদ ছফিউল্ল­াহ

কুমিল্লা

কেন্দ্রীয় পরিষদ সদস্য

০৩

মাষ্টার ইয়াকুব হোসাইন

ঝিনাইদহ

কেন্দ্রীয় পরিষদ সদস্য

০৪

মুহাম্মাদ গোলাম যিল-কিবরিয়া

কুষ্টিয়া

কেন্দ্রীয় পরিষদ সদস্য

০৫

অধ্যাপক শেখ রফীকুল ইসলাম

সাতক্ষীরা

কেন্দ্রীয় পরিষদ সদস্য

০৬

মুহাম্মাদ আব্দুর রহীম

বগুড়া

কেন্দ্রীয় পরিষদ সদস্য

০৭

অধ্যাপক আব্দুল হামীদ

পিরোজপুর

কেন্দ্রীয় পরিষদ সদস্য

০৮

ডাঃ মুহাম্মাদ আওনুল মা‘বূদ

গাইবান্ধা

কেন্দ্রীয় পরিষদ সদস্য

০৯

অধ্যাপক জালালুদ্দীন

নরসিংদী

 সাধারণ পরিষদ সদস্য

১০

মুহাম্মাদ তরীকুয্যামান

মেহেরপুর

সাধারণ পরিষদ সদস্য

১১

ডঃ মুহাম্মাদ আলী

নাটোর

কেন্দ্রীয় পরিষদ সদস্য

১২

অধ্যাপক বযলুর রহমান

জামালপুর

কেন্দ্রীয় পরিষদ সদস্য

১৩

কাযী মুহাম্মাদ হারূণুর রশীদ

ঢাকা

 কেন্দ্রীয় পরিষদ সদস্য

১৪

মাওলানা আলতাফ হোসাইন

সাতক্ষীরা

কেন্দ্রীয় পরিষদ সদস্য

১৫

মাওলানা দুররুল হুদা, মোহনপুর

রাজশাহী

কেন্দ্রীয় পরিষদ সদস্য

আমীরে জামা‘আতের বগুড়া সফর

বগুড়া ৬ই আগস্ট বৃহস্পতিবার: ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর পৃষ্ঠপোষকতায় পরিচালিত বগুড়া যেলার গাবতলী থানাধীন ‘সালাফিইয়াহ হাফেযিয়া মাদরাসা ও ইয়াতীমখানা মেন্দিপুর-চাকলা’র একাডেমিক ভবন ও জামে মসজিদের ভিত্তিস্থাপন উপলক্ষ্যে অদ্য সকাল পৌনে ৮-টায় মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব রাজশাহী হ’তে মাইক্রো যোগে বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা হন। তাঁর সফরসঙ্গী ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ‘আহলেহাদীছ আন্দোলন’ সঊদী আরব শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী। বগুড়া পৌঁছে তাঁরা জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের নিকটবর্তী ছোট বেলাইলে যেলা ‘আন্দোলন’-এর সমাজকল্যাণ সম্পাদক জনাব রফীকুল ইসলামের বাসায় আতিথেয়তা গ্রহণ করেন। অতঃপর প্রস্তাবিত ‘বেলাইল আহলেহাদীছ জামে মসজিদ’-এর জন্য তার দানকৃত সাড়ে তিন শতাংশ জমি পরিদর্শন করেন। উল্লেখ্য যে, ছহীহ হাদীছ ভিত্তিক ছালাত আদায়ের কারণে জনাব রফীকুল ইসলাম সহ বেশ কয়েকজন আহলেহাদীছ ভাইকে স্থানীয় হানাফী মসজিদের ইমাম ও তার সাথীরা নানাভাবে অপদস্থ করে এবং ছহীহ হাদীছ মানতে বারবার বাধা প্রদান করে।

অতঃপর সেখান থেকে রওয়ানা হয়ে মেন্দিপুর-চাকলা মাদরাসায় পৌঁছে প্রথমে তিনি মহান আল্লাহর নামে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। অতঃপর মাদরাসা মসজিদে যোহরের ছালাত আদায় শেষে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, আহলেহাদীছ আন্দোলন পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে ঐক্যবদ্ধ সমাজ গড়ার আন্দোলন। অতএব কেবল কথায় নয়, কাজের মাধ্যমে প্রমাণ করুন যে, আপনারা ঐক্যবদ্ধ একটি শক্তিশালী সামাজিক শক্তি। তাহ’লেই আপনাদেরকে সবাই সমীহ করবে এবং আল্লাহ আমাদেরকে ভালবাসবেন।

এ সময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘আহলেহাদীছ আন্দোলন’ সঊদী আরব শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী (রাজশাহী) ও কুয়েত প্রবাসী মিয়াঁ মুহাম্মাদ হাবীবুর রহমান (ঢাকা) প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন, যেলা ‘যুবসংঘে’র সহ-সভাপতি আব্দুস সালাম।

অতঃপর গাবতলী পৌরসভার সাবেক কমিশনার আব্দুল লতীফ আকন্দ-এর বাসায় আতিথেয়তা গ্রহণ করে তিনি পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী পার্শ্ববর্তী সারিয়াকান্দি থানা সদরে প্রতিষ্ঠিত ‘ইসলামিক কমপে­ক্স রাজশাহী’র নামে লিখে দেওয়া ‘বাড়ইপাড়া মাদরাসাতুল হাদীছ আসসালাফিইয়াহ’ পরিদর্শনের উদ্দেশ্যে রওয়ানা হন। কিন্তু আমীরে জামা‘আতের পূর্ব-প্রতিষ্ঠিত ‘আল-মারকাযুল ইসলামী ইয়াতীমখানা ও তাহফীযুল কুরআন নশিপুর’-এর মুহতামিম ও যেলা ‘আন্দোলন’-এর সাবেক সভাপতি জনাব আব্দুর রঊফ ও তার বড় ভাই জনাব গোলাম রববানীর আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি তাৎক্ষণিক সিদ্ধান্তে নশিপুর মাদরাসা ও ইয়াতীমখানা পরিদর্শনে গমন করেন। সেখানে পৌঁছে তিনি ‘আল-মারকাযুল ইসলামী ইয়াতীমখানা নশিপুর’ এবং এর মহিলা শাখা ‘নশিপুর তাহফীযুল কুরআন মহিলা মাদরাসা ও ইয়াতীমখানা’ পরিদর্শন করেন। এ সময়ে তিনি পৃথকভাবে ছাত্র ও ছাত্রীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য পেশ করেন। নশিপুর পৌঁছলে প্রধান সড়ক থেকে মাদরাসা গেইট পর্যন্ত দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিক্ষক ও ছাত্ররা মুহুর্মুহু তাকবীর ধ্বনির মাধ্যমে আমীরে জামা‘আতের আগমনকে স্বাগত জানায়। নশিপুরের আনুষ্ঠানিকতা শেষ করে ফেরার পথে তিনি পার্শ্ববর্তী বাগবাড়ীতে যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি হাফেয মুখলেছুর রহমান ও তার স্ত্রী ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় পরিষদ সদস্যা মুসাম্মাৎ শাহরীমা খাতুন কর্তৃক নবপ্রতিষ্ঠিত ‘বাগবাড়ী তা‘লীমুল কুরআন মহিলা মাদরাসা ও ইয়াতীমখানা’ পরিদর্শন করেন। অতঃপর সেখান থেকে রওয়ানা হয়ে বিকাল ৫-টায় তিনি সারিয়াকান্দি মারকাযে পৌঁছেন।

সারিয়াকান্দি পৌঁছে আমীরে জামা‘আত প্রথমে থানা শহরে প্রতিষ্ঠিত ‘বাড়ইপাড়া মাদরাসাতুল হাদীছ আস-সালাফিইয়াহ’র জন্য প্রদত্ত জমি পরিদর্শন করেন। অতঃপর মারকাযে অপেক্ষমান সুধীবৃন্দের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ পেশ করেন। তিনি বলেন, শহরে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আমরা এখানে মাদরাসা প্রতিষ্ঠা করেছি কেন? কারণ দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের বস্ত্তগত উন্নতির পথ দেখানো হয়। আখেরাতের পথ থেকে তাদের বিমুখ রাখা হয়। আর আলিয়া মাদরাসাগুলিতে তুলনামূলকভাবে দুনিয়াই মুখ্য।

কওমী মাদরাসাগুলি দ্বীন শিক্ষার নামে একটি বিশেষ মাযহাবী শিক্ষার কেন্দ্র মাত্র। যেখানে অধিকাংশ ক্ষেত্রে শিরকী আক্বীদা ও ছহীহ হাদীছ বিরোধী আমলে ও নানারূপ বিদ‘আতে অভ্যস্ত হয়ে ছাত্ররা গড়ে ওঠে। এসবের বিপরীতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আখেরাতই মুখ্য। এখানে ছাত্র-ছাত্রীদের নির্ভেজাল তাওহীদী আক্বীদা ও ছহীহ হাদীছ ভিত্তিক আমল শিক্ষা দেওয়া হয় ও সেমতে অভ্যস্ত করে গড়ে তোলা হয়। আমরা দুনিয়ার জন্য দ্বীন বিক্রি করতে পারি না। সেকারণ সরকারী বা দুনিয়াদার লোকদের সহযোগিতা থেকে আমরা বঞ্চিত। এই শহরে বহু কোটিপতি আছেন। তাদের অর্থে বিদ‘আতী প্রতিষ্ঠানগুলি এমনকি শিরকের আড্ডাখানাগুলি জমজমাট হচ্ছে। অথচ তাদের পাশেই আমাদের প্রতিষ্ঠানগুলি পড়ে আছে মিসকীনী হালতে। আমরা কেবল আল্লাহকেই সবকিছু বলি। তিনি যাকে ভালবাসেন, তার অন্তরকে এদিকে রুজু করে দিবেন। এর বেশী কিছু আপনাদের কাছে আমাদের বলার নেই। আল্লাহ আমাদের খিদমতগুলি কবুল করুন- আমীন!

অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা জনাব নযরুল ইসলাম বাদশাহর  সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ‘আহলেহাদীছ আন্দোলন’ সঊদী আরব শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুর রহীম, যেলা ‘যুবসংঘে’র সাহিত্য ও পাঠাগার সম্পাদক আল-আমীন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি ওয়ায়েস ক্বারনী ও মাদরাসা কমিটির সেক্রেটারী জনাব আযীযুর রহমান প্রমুখ।

অতঃপর একদিনের সংক্ষিপ্ত সফরে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে তিনি সফরসঙ্গীদের নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা হন এবং রাত ১২-টায় মারকাযে পৌঁছেন।







আমরা স্তম্ভিত ও শোকাহত - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মৃত্যু সংবাদ
মারকায সংবাদ (দাখিল পরীক্ষা ২০২১-এর ফলাফল)
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল
প্রবাসী সংবাদ
‘সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন এবং ধর্মীয় সম্প্রীতি’ বিষয়ক মতবিনিময় সভায় আহলেহাদীছ আন্দোলন নেতৃবৃন্দের যোগদান
আমীরে জামা‘আতের নেতৃত্বে (সুন্দরবনে ঐতিহাসিক শিক্ষা সফর)
মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স উদ্বোধন
যেলা সম্মেলন : রংপুর (যাবতীয় চরমপন্থা হ’তে বিরত থাকুন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
সম্মেলনে গৃহীত প্রস্তাব সমূহ : (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৪)
সোনামণি
সুধী সমাবেশ (পীরগাছা, রংপুর; রাজারহাট, কুড়িগ্রাম; কানসাট, চাঁপাই নবাবগঞ্জ)
আরও
আরও
.