বুরাইদাহ, আল-ক্বাছীম, সঊদী আরব ১১ই এপ্রিল সোমবার : অদ্য বাদ আছর বুরাইদাহ আল-ক্বাছীম সড়কের পার্শ্ববর্তী শিরকাহ তাবীক সংলগ্ন মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের খত্বীব জনাব আবুবকরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্য পেশ করেন ঢাকার মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদের খত্বীব মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল ও ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম।

একই দিন বাদ এশা ‘আহলেহাদীছ আন্দোলন’ সঊদী আরব শাখার সহ-সভাপতি হাফেয মুহাম্মাদ আখতারের বাসায় আল-খাবরা শাখা ‘আন্দোলন’-এর কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় মেহমানদ্বয় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে তারা গত ৬ই এপ্রিল সঊদী আরব গমন করেন।

মিযনাব, আল-ক্বাছীম, সঊদী আরব ১২ই এপ্রিল মঙ্গলবার : অদ্য বাদ আছর মিযনাব ইসলামিক সেন্টারে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য পেশ করেন মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল ও ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অত্র সেন্টারের দাঈ জনাব আব্দুল করীম।

ছানাইয়া ক্বাদীমা, রিয়াদ, সঊদী আরব ১৩ই এপ্রিল বুধবার : অদ্য বাদ আছর রিয়াদের ছানাইয়া কাদিমার আছমাঈ সড়কের পার্শ্ববর্তী আল-আকরাম জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন’ সঊদী আরব শাখার দফতর সম্পাদক ইমরান মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্য পেশ করেন মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল ও ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম।

একই দিন বিকাল ৫-টায় রিয়াদের ছানাইয়া ক্বাদীমাস্থ জনাব ফেরদাঊস আলমের বাসায় ‘আহলেহাদীছ আন্দোলন’ ছানাইয়া ক্বাদীমা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র শাখার সভাপতি জনাব ফেরদাঊস আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল।

ছানাইয়া আছীমা, রিয়াদ, সঊদী আরব ১৪ই এপ্রিল বৃহস্পতিবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন’ ছানাইয়া আছীমা শাখার উদ্যোগে জনাব আবুল হোসাইন-এর কারখানায় এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন’ সঊদী আরব শাখার সভাপতি মাওলানা মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল। একই দিন বাদ এশা রিয়াদের জাদীদ ছানাইয়ার আল-ঈদ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন’ সঊদী আরব শাখার প্রশিক্ষণ সম্পাদক জনাব রহমাতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় মেহমানগণ বক্তব্য পেশ করেন।

হাই আশ-শিফা, রিয়াদ, সঊদী আরব ১৫ই এপ্রিল শুক্রবার : অদ্য বাদ আছর ‘মাসিক আত-তাহরীক পাঠক ফোরাম’ রিয়াদ শাখার উদ্যোগে রিয়াদের হাই আশ-শিফার কছর আল-আমীরী কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আত-তাহরীক পাঠক ফোরাম রিয়াদ শাখার সভাপতি জনাব শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ও আত-তাহরীক টিভির পরিচালক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন ঢাকার মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদের খত্বীব মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল। উক্ত অনুষ্ঠানে প্রায় ছয় শতাধিক প্রবাসী বাঙালী সুধী অংশগ্রহণ করেন। প্রজেক্টরের মাধ্যমে পৃথক কক্ষে মহিলাদের আলোচনা শোনার ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন আত-তাহরীক পাঠক ফোরাম রিয়াদ শাখার সাধারণ সম্পাদক জনাব মীযানুর রহমান।






কেন্দ্রীয় দাঈর সফর
সংগঠন সংবাদ
যেলা সম্মেলন \ খুলনা (আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করুন!) (স্রেফ আখেরাতের লক্ষ্যে আহলেহাদীছ আন্দোলনে ব্রতী হউন!) - -আমীরে জামা‘আত
বন্যাত্রাণ বিতরণ
মারকাযী জমঈয়তে আহলেহাদীছ হিন্দে’র সাবেক আমীর হাফেয মুহাম্মাদ ইয়াহ্ইয়া দেহলভী-এর মৃত্যু
প্রখ্যাত মুহাদ্দিছ শায়খ মুহাম্মাদ বিন আলী বিন আদম আল-আছয়ূবী-এর মৃত্যু
কেন্দ্রীয় দাঈর সফর
বিশুদ্ধ ইসলামের অনুসারী হৌন! - -আমীরে জামা‘আত
অহি-র জ্ঞান ভিত্তিক আলোকিত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিন! (হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
চলে গেলেন মারকাযী জমঈয়তে আহলেহাদীছ হিন্দের সাবেক সেক্রেটারী আব্দুল ওয়াহ্হাব খালজী
সংগঠন সংবাদ
শিক্ষক প্রশিক্ষণ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
আরও
আরও
.