১. মাসিক আত-তাহরীক-এর নিয়মিত কবিতা লেখক মাস্টার মুহাম্মাদ আতিয়ার রহমান (৮০) বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে গত ২৯শে নভেম্বর শুক্রবার সন্ধ্যা পৌনে ৬-টায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। এদিন রাত ১১-টায় তাঁর নিজ গ্রাম সাতক্ষীরা যেলার কলারোয়া উপযেলাধীন মাদরায় তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন তার জ্যেষ্ঠ পুত্র মুহাম্মাদ মুনীরুয্যামান। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপযেলা ‘আন্দোলন’-এর যুববিষয়ক সম্পাদক আব্দুল লতীফ সরদার, এলাকা সভাপতি আব্দুছ ছবূরসহ সাংগঠনিক দায়িত্বশীলবৃন্দ এবং বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

২. মাসিক আত-তাহরীক-এর নিয়মিত কবিতা লেখক মুহাম্মাদ আমীরুল ইসলাম মাস্টার (১০০) নিজ বাসভবনের পার্শ্ববর্তী পরিত্যাক্ত পুকুরে পানিতে ডুবে গত ১০ই অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার রাতের কোন এক সময় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। অনেক খোঁজাখুঁজির পর পরদিন ১১ই অক্টোবর শুক্রবার সকাল ৮-টায় তার লাশ পাওয়া যায়। তিনি চির কুমার ছিলেন। ঐদিন বাদ মাগরিব তাঁর নিজ গ্রাম রাজশাহী যেলার চারঘাট উপযেলাধীন ভায়ালক্ষ্মীপুর কবরস্থানের পার্শ্ববর্তী আমবাগানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন ভায়ালক্ষ্মীপুর দারুস সালাম সালাফিইয়াহ মাদ্রাসার মুতাওয়াল্লী মাওলানা মুস্তাফীযুর রহমান। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা। জানাযায় রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আনোয়ারুল ইসলাম, চারঘাট উপযেলা সভাপতি আব্দুল মুবীন, নন্দনগাছী এলাকার সভাপতি আব্দুল মতীনসহ সাংগঠনিক দায়িত্বশীল বৃন্দ এবং বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।







আরও
আরও
.