১৮ ও ১৯শে জানুয়ারী বৃহস্পতি ও শুক্রবার নওদাপাড়া, রাজশাহী : অদ্য সকাল ৯-টা হ’তে রাজশাহী মহানগরীর নওদাপাড়াস্থ হোটেল স্টার-এর কনভেনশন হলে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর অঙ্গ প্রতিষ্ঠান ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড’-এর উদ্যোগে শিক্ষাবোর্ড-এর অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘শিক্ষা বোর্ড’-এর প্রধান পৃষ্ঠপোষক মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির ভাষণে শিক্ষকদের উদ্দেশ্যে উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, যোগ্য শিক্ষক ব্যতীত যোগ্য শিক্ষার্থী গড়ে উঠতে পারে না। নরম মাটি যেভাবে কারিগরের হাতে সুন্দর হাড়ি-পাতিলে পরিণত হয়, নরম শিশুগুলি তেমনি সুন্দর ও চরিত্রবান শিক্ষকের হাতে সুন্দর মানুষে পরিণত হয়। সে হয় তার শিক্ষকের জন্য ছাদাক্বায়ে জারিয়া স্বরূপ। যার নেকী তিনি মৃত্যুর পরেও পেয়ে থাকেন।

‘শিক্ষাবোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা-এর অতিরিক্ত পরিচালক জনাব জুনায়েদ মুনীর, জাপান ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজ, গাযীপুর-এর ভাইস প্রিন্সিপাল জনাব শামসুযযোহা, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রভাষক মুহাম্মাদ আব্দুল মান্নান, ‘শিক্ষাবোর্ড’-এর সচিব জনাব শামসুল আলম, প্রধান পরিদর্শক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. নূরুল ইসলাম, সহকারী পরিদর্শক আব্দুন নূর প্রমুখ। প্রশিক্ষণে মোট ৮৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের তৃতীয় অধিবেশনে শিক্ষকগণ ডেমো ক্লাসে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে এমসিকিউ পদ্ধতিতে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ম স্থান অধিকার করেন দিনাজপুর দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মুহাম্মাদ সাইফুর রহমান, ২য় স্থান অধিকার করেন ফরিদপুর সালথা আহলেহাদীছ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সের প্রধান শিক্ষক মুহাম্মাদ রাক্বীবুল ইসলাম এবং ৩য় স্থান অধিকার করেন কুমিল্লা ইমাম বুখারী (রহঃ) সালাফিইয়াহ মাদ্রাসার প্রধান শিক্ষক মুহাম্মাদ আতাউল্লাহ। তাদের হাতে পুরস্কার তুলে দেন মুহতারাম আমীরে জামা‘আত।







আরও
আরও
.