খুলনা ২৬শে মার্চ মঙ্গলবার হ’তে ২৯শে মার্চ শনিবার: ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয়  দাঈ অধ্যাপক আব্দুল হামীদ গত ২৬শে মার্চ বাদ যোহর যেলার দাকোপ থানাধীন সুন্দরবন সংলগ্ন সুতারখালী আহলেহাদীছ জামে মসজিদে, বাদ আছর উত্তর কালাবগী (তাওহীদ ট্রাষ্ট নির্মিত) আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব দক্ষিণ-পশ্চিম কালাবগী আহলেহাদীছ জামে মসজিদে; ২৭শে মার্চ বুধবার বেলা সাড়ে ১১-টায় চালনা বাজারস্থ খান মার্কেট মামুন গার্মেন্টস, বাদ মাগরিব তেরখাদা থানাধীন জোনারী দক্ষিণপাড়া (তাওহীদ ট্রাষ্ট নির্মিত) আহলেহাদীছ জামে মসজিদে; ২৮শে মার্চ বৃহস্পতিবার বাদ ফজর জোনারী  উত্তরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ যোহর নাচুনিয়া চরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ আছর নাচুনিয়া পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব নাচুনিয়া পূর্বপাড়া আহলেহাদীছ জামে মসজিদে; ২৯শে মার্চ শুক্রবার সকাল সাড়ে ৭-টায় নাচুনিয়া বাজার আহলেহাদীছ জামে মসজিদে, বাদ আছর হাঁড়িখালি নলামার (তাওহীদ ট্রাষ্ট নির্মিত) আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব কোদলা-কুমারীডাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে, বাদ এশা গাযীপুর আহলেহাদীছ জামে মসজিদে তাবলীগী সফর করেন। উল্লেখ্য, তেরখাদা বাজার আহলেহাদীছ জামে মসজিদে তিনি জুম‘আর খুৎবা প্রদান করেন। উক্ত সফর সমূহে কেন্দ্রীয় মেহমানের সফরসঙ্গী ছিলেন খুলনা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুয্যাম্মিল হক, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলী আকবর ও তেরখাদা উপযেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা আব্দুর রহীম, সাধারণ সম্পাদক মাওলানা ফিরোয আহমাদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা লিয়াকত আলী খান প্রমুখ।

বাগেরহাট ৩০শে মার্চ শনিবার হ’তে ২রা এপ্রিল মঙ্গলবার :  গত ৩০শে মার্চ হ’তে ২রা এপ্রিল পর্যন্ত ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ বাগেরহাট যেলার বিভিন্ন এলাকায় তাবলীগী সফর করেন। ৩০শে মার্চ বাদ এশা তিনি যেলার মোল্লাহাট থানাধীন উদয়পুর-উত্তরকান্দি দারুল হাদীছ সালাফিইয়া মাদরাসা মসজিদে; ১লা এপ্রিল সোমবার বাদ আছর গাড়ফা আহলেহাদীছ মসজিদে, বাদ মাগরিব ভান্ডারখোলা আহলেহাদীছ জামে মসজিদ; ২রা এপ্রিল বাদ ফজর ভান্ডারখোলা পুরাতন আহলেহাদীছ জামে মসজিদে, বাদ যোহর সারুলিয়া উত্তর পাড়া (তাওহীদ ট্রাষ্ট নির্মিত) আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব নাশুখালী বাজার (তাওহীদ ট্রাষ্ট নির্মিত) আহলেহাদীছ জামে মসজিদে, বাদ এশা ঘাটবিলা আহলেহাদীছ জামে মসজিদে তাবলীগী সফর করেন। উক্ত সফর সমূহে কেন্দ্রীয় মেহমানের সঙ্গে ছিলেন মোল্লাহাট উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক রহমতুল্লাহ, সাধারণ সম্পাদক হাফেয মুহাম্মাদ আবূদাঊদ প্রমুখ।

পিরোজপুর ৩রা এপ্রিল বুধবার হ’তে ৭ই এপ্রিল রবিবার : ৩রা এপ্রিল বুধবার বাদ আছর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ যেলার সদর থানাধীন কদমতলা একপাইজুয আহলেহাদীছ জামে মসজিদে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগদান করেন। পরদিন ৫ই এপ্রিল শুক্রবার নেছারাবাদ থানাধীন সোহাগদল দারুসসালাম আহলেহাদীছ জামে মসজিদে তিনি জুম‘আর খুৎবা প্রদান করেন। অতঃপর ৭ই এপ্রিল রবিবার সকাল সাড়ে ৮-টায় যেলার কাউখালী থানাধীন কাউখালী বাজারস্থ মাওলানা সাখাওয়াত হোসাইন-এর ইউনানী দাওয়াখানায় অনুষ্ঠিত তাবলীগী সভায় যোগদান করেন। এ সময়ে তাঁর সফরসঙ্গী ছিলেন আহলেহাদীছ ওলামা ও ইমাম সমিতির সহ-সভাপতি মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল।






আরও
আরও
.