নাম সর্বস্ব
-মুহাম্মাদ আবূ সাঈদ
নওদাপাড়া, রাজশাহী।
মুসলিম নামের সাইনবোর্ড নিলেই
হয় না মুসলমান,
মুনাফেকও করে মুসলিম দাবী
না মেনে হাদীছ-কুরআন।
ইহুদী-খৃষ্টান মুশরিক বেদ্বীন
বন্ধু যাদের হয়,
লেবাসে ছুরাতে মুসলিম হ’লেও
তারা মুসলিম কভু নয়।
অবজ্ঞা করে কুরআনের বাণী
আল্লাহর বন্ধুত্ব ভুলে,
তারা ইসলামের শত্রুকে বন্ধু করে
নেয় জাহান্নামের দ্বার খুলে
পোশাকে ছুরাতে সাধারণ মুসলিম
হ’তে পারেন প্রতারিত,
ভেবো না আল্লাহ প্রতারিত হবেন
তোমাদের ধারণা মত।
ওরে নাদান, তোর বাহ্যিক ছুরত
নয় তো পরম পাওয়া,
আল্লাহ দেখবেন আক্বীদা-ঈমান
আর তোর তাক্বওয়া।
***
জীবনটা কি?
-মুহাম্মাদ আতিয়ার রহমান
মাদরা, কলারোয়া, সাতক্ষীরা।
জীবনটা কি? রূপটি কি তার? প্রশ্ন জাগে মনে,
প্রশ্ন জাগে জানতে সে তো শুধাই কাহার সনে?
জান আছে যার সেই জানোয়ার কোনখানে জান থাকে?
কার আদেশে কোন খানেতে যায় চলে কোন ফাঁকে?
থাকতে জীবন শক্তি বহুত বিশ্ব কম্পমান,
যেই চলে যায় আর নাহি রয় সব যে অবসান।
যার আদেশে চলতো সবাই এমন শক্তিধর,
থাকতে নাহি জীবন তাহার সব জনা হয় পর।
বলতে আপন কেউ বা তখন রইবে না আর পাশে,
শীঘ্র তারে দেয় কবরে ভয় তখন হয় লাশে।
আমার তনুর কি হ’ল কম? কোন সে জিনিষ নাই?
কোন পদার্থের ঘটলে অভাব মরণ আমার হয়?
যখন ছিলাম, বিশ্বে কি দাম সবটা এখন শেষ,
ধনী, গুণী, ছিলাম ধরায় এখন ফকির বেশ।
গর্ব, দর্প খর্ব সবি কিছুই না যায় সাথে,
জান উড়িলে সন্ধ্যাকালে আর রাখে না রাতে।
এই তো আমার জীবন যৌবন ভোর না হ’তে ইতি
পূবগগনে উঠতে সূরুজ ঘনিয়ে আসে রাতি।
হারিয়ে ফেলি ডিগ্রি আমার প্রভাব খ্যাতিমান,
দিনের বেলায় শক্তি বহুত রাতেই অবসান।
যৌবনেতে এই ধরাটা দেখি শরার মতো,
সাগর বেলায় আছড়ে পড়া ঢেউ যে অবিরত।
বিকাল হ’লে আর থাকে না শক্তি, গর্ব, বল,
অংক মোটে আর মেলে না শূন্য যে যোগফল।
প্রাণটি আমার রূপটি কি তার? বলতে পারো কেহ?
রূপটি তাহার নাই কিছু আর আল্লাহর আদেশ রূহ।
আদেশ আল্লাহর শেষ হ’লে পর যায় সে আপন ঘরে,
আদেশ ঠেলে থাকতে চাইলে কেউকি সেটা পারে?
***
মুনাজাত
-মোল্লা আব্দুল মাজেদ
পাংশা, রাজবাড়ী।
পানা চাই পরোয়ার তোমার কাছে
দুষ্ট ইনসান আর জ্বীন যত আছে।
ওদের কবল হ’তে একটু রেহাই
তোমার সকাশে প্রভু এই কামনাই।
পরের গীবতে সদা তৃপ্ত রাখে মন
মিথ্যে বেসাতি দিয়ে কাটায় জীবন।
লেবাসের গুণে সাজে সাচ্চা মানুষ
আড়ালে লুকিয়ে রাখে রঙিন ফানুস।
জোত নাই তবু দাবী জাতে জমিদার
আকারে মানুষ বটে আদি জানোয়ার।
এই সব হ’তে দূরে রাখিও আমার
জোড় হাতে পানা চাই পাক পরোয়ার।
সুযোগের সন্ধানি জানি তাও জানি
ঝোপ বুঝে কোপ হানে খবীছ দোকানি।
খান্নাছি কুৎসিৎ হৃদয় খানি
রাখা দায় সে জাগায় পাদুকা খানি।
ক্রিমিনালি কীট ভরা মাথার ভিতর
লোকে জানে ওরা কত জঘন্য ইতর।
খাতামাল্লাহু আলা ক্বুলুবিহিম
দেখাও সুপথ ওদের হে মহা-মহীম।
***