প্রভু! তুমি করেছ সৃষ্টি ঊর্ধ্বে সপ্ত আকাশ
নিম্নে এই ধরণীতল শীতল সুবাতাস।
করেছ মানুষ সৃষ্টি মাটি দিয়ে সযতনে,
আশরাফুল মাখলূকাত তারা এ ভূবনে।
পাহাড়কে করেছ খুঁটি স্থির দন্ডায়মান,
যমীনকে করেছ শয্যা উপরে আসমান।
জ্বালিয়েছ উজ্জ্বল দীপ সুনীল আসমানে
মাঠ-ঘাট সবুজ হয় মেঘ বৃষ্টি বর্ষণে।
জীবন করেছ মধুর সুষম জীবিকায়
ঘুমকে করেছ সুখময় রাতের বেলায়।
সবুজ-শ্যামল সুন্দর তোমার দুনিয়ায়
বেঁচে আছি সকলে আমরা তোমার দয়ায়।
প্রভু! রহমতের দরজা মোদের দাও খুলে
রিযিক দাও তুমি সহজ করে ফুলে ফলে।
নেক বান্দাগণ হাত তুলে করে মুনাজাত
তোমার কাছে চায় কল্যাণ সারা দিন-রাত।
প্রভু! মানুষ করেছ সৃষ্টি জোড়ায় জোড়ায়
নানা রঙের নানা বর্ণের, তব গুণ গায়।
দিনে করে তারা জীবিকার্জন রাত্রে ঘুমায়
তোমার যিকির করে সবে সকাল সন্ধ্যায়।
মুহাম্মাদ গিয়াছুদ্দীন
ইবরাহীমপুর, ঢাকা।