প্রায় ৫ হাযার বছর ধরে প্রচলিত একটি তাবীযকে নিষিদ্ধ ঘোষণা করেছে তুরস্কের ধর্মবিষয়ক মন্ত্রণালয়। তাবীযটির স্থানীয় নাম ‘নযর বোনচু’, বা ‘শয়তানের চোখ’। এ বিষয়ে তুরস্কের ধর্ম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বহুল প্রচলিত এ বস্ত্তটি আসলে কি কাজ করে তা জানা যায়নি। কিন্তু জনগণের মধ্যে এটির ব্যাপক ব্যবহার ধর্ম বিশ্বাসে আঘাত হানতে পারে। কারণ ইসলাম ধর্মে আল্লাহ ছাড়া আর কেউ বা কোন বস্ত্ত ভালো বা মন্দ করার ক্ষমতা রাখে না। একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোন কিছুর ওপর বিশ্বাস এবং তার ব্যবহার একেবারেই নিষিদ্ধ। ‘নযর বোনচু’ নামে এ তাবীযটি মূলত বর্তমানে অলঙ্কার হিসাবেই বেশী ব্যবহৃত হয়। অলঙ্কারটি দেখতে নীল রঙের বৃত্ত ও তার মাঝে সাদা চোখ সদৃশ। প্রাচীনকাল থেকে তুর্কীদের বিশ্বাস, এ তাবীয বদ নযর থেকে রক্ষা করে। এমন একটি জনপ্রিয় প্রতীককে নিষিদ্ধ করেছে তুর্কী ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

[ধন্যবাদ তুরস্কের ধর্ম মন্ত্রণালয়কে। বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়কে এ থেকে শিক্ষা গ্রহণ করা উচিৎ। যাতে দেশে কবরপূজা ও তাবীযপূজা বন্ধ হয় (স.স.)]






আরও
আরও
.