মসজিদে হারামে তাওয়াফের মূল স্থানে বিশ্বের সবচেয়ে বড় ছাতা স্থাপন করা হয়েছে। এতদিন সেখানে অতিরিক্ত গরমে বিশেষত দুপুরের সময় তাওয়াফ করা অসম্ভব না হ’লেও কষ্টকর হয়ে যেত। কিন্তু ছয়শ’ টন ওযনের এই বৃহদায়তন ছাতাটি স্থাপন করার ফলে এখন তাওয়াফকারীদের জন্য তা খুবই উপকারী হবে। ছাতাটি জার্মানিতে ডিজাইন করা হয়েছে। যা সিসিটিভি ক্যামেরা, স্পিকার সিস্টেম, এয়ার কন্ডিশনার সিস্টেম দ্বারা সমৃদ্ধ করা হয়েছে।






আরও
আরও
.