সংক্ষিপ্ত পোশাক ক্যান্সারের ঝুঁকি বাড়ায়

গরমে সংক্ষিপ্ত পোশাক আরামদায়ক হ’তে পারে কিন্তু অতিমাত্রায় খোলামেলা থাকার কারণে শরীরের অনাবৃত অংশে সূর্যরশ্মির প্রভাবে ত্বক ক্যান্সার হওয়ার ঝুঁকিও থাকে। ইন্ডিয়ান ক্যান্সার সোসাইটির জয়েন্ট সেক্রেটারী জ্যোৎস্না গোভিল এ ব্যাপারে সতর্ক করে বলেন, গ্রীষ্মে যারা খোলামেলা থাকে, বিশেষ করে দক্ষিণ ভারতীয়রা, তারা এ কারণে বেশি ক্ষতিগ্রস্ত হ’তে পারে। এটি শুধু অন্ত্রের প্রদাহই সৃষ্টি করে না, সঙ্গে ত্বক ক্যান্সারের ঝুঁকিও বাড়ায়।

হীরার তৈরী গ্রহের সন্ধান লাভ

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা এমন একটি গ্রহ আবিষ্কার করেছেন, যার পুরোটাই হীরা দিয়ে তৈরী। ‘ওয়াসপ ১২ বি’ নামের হীরার তৈরী এই গ্রহটি তৈরী হয়েছে কার্বনের যৌগ দিয়েই। নাসার স্পিটজার স্পেস টেলিস্কোপ ব্যবহার করে এই গ্রহটির সন্ধান পেয়েছেন গবেষকরা। গ্রহটি পৃথিবী থেকে ১ হাযার ২০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। উল্লেখ্য, হীরা হলো কার্বনের একটি রূপ।

গাড়ির গতি ঘণ্টায় হাযার মাইল

গাড়ি ছুটবে ঘণ্টায় হাযার মাইল গতিতে। তার শরীরে থাকবে রকেটের প্রযুক্তি। তবেই সেটা সম্ভব। যে ব্রিটিশ গবেষকদল বিশ্বের দ্রুততম গাড়ির প্রজেক্টের দায়িত্ব নিয়েছেন তাদের শীর্ষে থাকা রিচার্ড নোবল জানিয়েছেন, সম্পূর্ণ পরিকল্পনার বিষয়টি খোলাসা করে। পরিকল্পনায় ফর্মুলা ওয়ানের একটি রেসিং গাড়ির শরীরে জুড়ে দেয়া হবে রকেট প্রযুক্তি এবং এটি ফাইটার জেট বা জঙ্গী বিমানের ইঞ্জিন। তারপর সেই গাড়ি ছুটতে পারবে ঘণ্টায় হাযার মাইল বা ১৬০০ কিলোমিটার গতিতে। যা গাড়ির গতির ইতিহাসে তৈরী করবে এক নতুন মাইলস্টোন।

আগাম সংকেত ডায়াবেটিসের

চিকিৎসাবিজ্ঞানীরা বলছেন, কারো ডায়াবেটিস হবে কিনা তা একটি সাধারণ রক্ত পরীক্ষার মাধ্যমে ১০ বছর আগেই বলা সম্ভব। অর্থাৎ ডায়াবেটিস হওয়ার প্রথম লক্ষণ দেখা দেয়ার ১০ বছর আগেই বলে দেয়া যাবে এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কি-না। মার্কিন বিজ্ঞানীরা রক্তে পাঁচটি অ্যামাইনো এসিডের মাত্রা নির্ণয় করে সঠিকভাবে চিহ্নিত করতে পেরেছেন যে, কাদের টাইপ ২ ডায়াবেটিস হ’তে চলেছে। তাই হার্ভার্ডের বিজ্ঞানীরা এই একই ধরনের পরীক্ষার মাধ্যমে টাইপ ২ ডায়াবেটিস সম্পর্কে আগে থেকেই সতর্কতা ঘোষণা করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। চিকিৎসাবিজ্ঞানীরা বলছেন, ডায়াবেটিসের সঙ্গে সংশ্লিষ্ট অন্ধত্বসহ অন্যান্য রোগের বিরুদ্ধেও এর ফলে ব্যবস্থা নেয়া সহজ হবে।






আরও
আরও
.