সাত দশকে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে আসলো চাঁদ। গত ১৪ই নভেম্বর রাতে পৃথিবীর একমাত্র উপগ্রহটি সুপার মুন নামে আকাশে ঔজ্জ্বল্য ছড়ায়। সৌরজগতের গ্রহ পৃথিবী আর পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের গড় দূরত্ব তিন লাখ ৮৪ হাযার কিলোমিটার। গতরাতে সেটি প্রায় ২৮ হাযার কিলোমিটার কমে এসেছিল বলে জানান বিজ্ঞানীরা। ফলে অন্য সময়ের চেয়ে ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল চাঁদের দেখা মেলে এরাতে। আকাশ পরিষ্কার থাকায় সন্ধ্যা ৭-টা থেকে বাংলাদেশের মানুষ সুপার মুন দেখতে পায়। চাঁদের এই অনন্যসাধারণ রূপ পুনরায় দেখতে অপেক্ষা করতে হবে ২০৩৪ সাল পর্যন্ত। তবে সেই সুপার মুন সবচেয়ে ভালোভাবে দেখতে পারবেন উত্তর আমেরিকার মানুষ।







আরও
আরও
.