গাছ চিন্তা করে, মনেও রাখে

গাছেরও অনুভূতি আছে, স্পর্শে সাড়া দেয় এই তত্ত্বটি আবিষ্কার করেছিলেন স্যার জগদীশচন্দ্র বসু। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় পোল্যান্ডের গবেষকরা জানিয়েছেন যে, গাছ চিন্তা করতে এবং মনে রাখতেও পারে। গবেষকরা জানিয়েছেন, গাছ আলোর মধ্যে থাকা তথ্য মনে রাখে এবং চিন্তা করে। আলোর তীব্রতা এবং ধরন বিষয়ের তথ্য গাছের এক পাতা থেকে আরেক পাতায় একই পথে স্থানান্তরিত হয়।

চুম্বকে চলবে ফ্রিজ

সম্প্রতি মার্কিন গবেষকরা জানিয়েছেন, পরিবেশের জন্য ক্ষতিকর হাইড্রোফ্লুরোকার্বন গ্যাস-এর পরিবর্তে ভবিষ্যতে রেফ্রিজারেটরে ব্যবহার করা হবে চৌম্বক পদ্ধতি। এর ফলে কম শক্তি অপচয় হবে, এমনকি এতে শব্দও হবে না। রেফ্রিজারেটরে ভবিষ্যতে ম্যাগনেটোক্যালরিক ইফেক্ট পদ্ধতি ব্যবহার করা হবে।

অদৃশ্য মাউস তৈরী

সম্প্রতি এমআইটির গবেষকরা এমনই একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন যাতে মাউসের সব কাজই করা যাবে। তবে মাউসটি থাকবে দৃষ্টির আড়ালে। জানা গেছে, অদৃশ্য এ কম্পিউটার মাউস ব্যবহারে কাজ করার সময় টেবিলের নির্দিষ্ট ফাঁকা স্থানটিতে কেবল মাউস ব্যবহারের মতো হাত নাড়ালেই কম্পিউটারে কাজ হবে। গবেষকরা জানান, ব্যবহারকারী যখন হাত নাড়াবেন তখন সেটা অনুসরণ করবে লেজার রশ্মি এবং ইনফ্রারেড ক্যামেরা। লেজার রশ্মি এমনভাবে হাতকে অনুসরণ করবে যেন হাতে মাউস ধরা আছে।

ম্যালেরিয়া মোকাবিলায় মশা আবিষ্কার

যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা নতুন এক ধরনের মশার জন্ম দিয়েছেন, যা ম্যালেরিয়া প্রতিরোধ করতে সক্ষম। তারা বলছেন, এই মশা মানবদেহে ম্যালেরিয়ার জীবাণু ছড়াতে পারবে না। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জিনগত বৈশিষ্ট্য পরিবর্তন ঘটিয়ে এই মশার জন্ম দিয়েছেন যার ভেতরে ম্যালেরিয়ার জীবাণু তৈরী হবে না।

হার্ট সুস্থ রাখতে ও কোলেস্টেরল কমাতে বাদাম খুবই উপকারী

হার্ট সুস্থ রাখতে গেলে বাদামের কোন বিকল্প নেই। এমনই দাবী করেছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞানীরা বলেছেন, রক্তে চর্বির পরিমাণ কমাতে অর্থাৎ কোলেস্টেরল কমাতে বাদাম খুবই উপকারী। বিশ্বে প্রতিবছর মোট মৃত্যুর একটি বড় অংশই ঘটে থাকে হার্টের নানা সমস্যায়। ক্যালিফোর্নিয়ার লোমা লিন্ডা বিশ্ববিদ্যালয়ের ড. জোয়ান সাবাটে এবং তার গবেষকরা তাদের গবেষণা প্রতিবেদনে জানান, প্রতিদিন যদি কমপক্ষে ৬৭ গ্রাম বাদাম খাওয়া যায় তাহ’লে তা রক্তের কোলেস্টেরলের পরিমাণকে ৫.১ শতাংশ কমিয়ে দেবে। যে কোন বাদামই এ কাজ করবে বলে প্রতিবেদনে বলা হয়। আর বৈজ্ঞানিক পরিভাষায় এমডিএল-সি নামের যে ক্ষতিকারক কোলেস্টেরল সচরাচর হার্টের যোগাযোগের কারণ হয়ে ওঠে, তাকেও জমতে দেবে না এ সামান্য বাদাম।






আরও
আরও
.