মহামারি
‘করোনা’য় যখন পুরো পৃথিবী বিপর্যস্ত ঠিক এমন দুর্যোগময় মুহূর্তে চিকিৎসা
ক্ষেত্রে বড় ধরনের সাফল্য পেল জাপান। বিশ্বে প্রথমবারের মতো জীবিত
ব্যক্তির দেহ থেকে ফুসফুস প্রতিস্থাপনের ঘটনা ঘটেছে জাপানে। জাপানের
গণমাধ্যম জাপান টাইমস জানায়, করোনা ভাইরাসে ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়া এক
নারীর শরীরে তার স্বামী এবং সন্তানের ফুসফুস প্রতিস্থাপন করা হয়েছে।
চিকিৎসা বিজ্ঞানে ফুসফুস প্রতিস্থাপনের ঘটনা এর আগেও ঘটেছে। তবে ব্যতিক্রম
হচ্ছে জাপানের এ ঘটনায় জীবন্ত ব্যক্তির ফুসফুস করোনা আক্রান্ত রোগীর দেহে
প্রতিস্থাপন করা হয়েছে।
জাপানের কোয়োটা ইউনিভার্সিটি হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি ঐ নারীর শরীরে করোনা সংক্রমণের ফলে তার ফুসফুস দু’টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে তার বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ে। পরে এই হাসপাতালের চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়ে ঐ নারীর স্বামী ও ছেলের সুস্থ ফুসফুস তার দেহে প্রতিস্থাপন করতে সফল হন। ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের জটিল এই অস্ত্রপচার করতে সময় লেগেছে প্রায় ১১ ঘণ্টা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডোনার জীবিত অবস্থায় সফল ফুসফুস প্রতিস্থাপনের ঘটনা বিশ্বের ইতিহাসে এটাই প্রথম। অপারেশন ইউনিটের প্রধান ড. হিরোশি ডেট জানান, সফল অপারেশনের পর ড. হিরোশি এখন আশা করছেন দ্রুত সুস্থ হয়ে উঠবেন ঐ নারী।