খুব ভোরে ঘুম থেকে উঠতে পারলে এক দিনে মাত্র একবারই সূর্যোদয় দেখা সম্ভব। কিন্তু এবার এক দিনে ১৬ বার সূর্যোদয় দেখা যাবে। তবে এই সৌভাগ্য লাভ করতে হ’লে পৃথিবী ছেড়ে যেতে হবে মহাকাশে। মহাকাশ থেকে পৃথিবীর নৈসর্গিক দৃশ্য উপভোগ করার সুযোগটি তৈরী করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ‘অরিয়ন স্প্যান’। তবে এর জন্য মহাকাশে ১২ দিন থাকতে হবে এবং এজন্য গুনতে হবে প্রায় ৮০ কোটি টাকা। পৃথিবীর নিকটবর্তী মহাকাশে বিলাসবহুল হোটেল উৎক্ষেপণের পরিকল্পনা ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। উৎক্ষেপণের পর ভূ-পৃষ্ঠ থেকে দুইশ’ মাইল উপরে অবস্থান করবে অরোরা স্টেশন।

প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের প্রত্যাশা, ২০২২ সালেই হোটেলটি মহাকাশে পাঠাতে সক্ষম হবেন তারা। ইতিমধ্যেই ভ্রমণে ইচ্ছুকদের জন্য হোটেল বুকিং দেওয়ার সুযোগও চালু হয়ে গেছে।

অরিয়ন স্প্যানের প্রধান নির্বাহী বলেন, এ উদ্যোগ সফল হ’লে মহাকাশে বিলাসবহুল হোটেল উৎক্ষেপণের ক্ষেত্রে এটি-ই হবে প্রথম ঘটনা।

এক দিনে ১৬ বার সূর্যোদয় দেখার রহস্যের ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয়েছে, হোটেলটি প্রতি ৯০ মিনিটে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করবে। এর ফলে ২৪ ঘণ্টায় ১৬ বার সূর্যোদয় দেখার দারুণ এক অভিজ্ঞতা লাভ করবেন অতিথিরা।







আরও
আরও
.