সুধী সমাবেশ

বি-বাড়িয়া ২৬শে জানুয়ারী, মঙ্গলবার : অদ্য বাদ যোহর যেলার আখাউড়া থানাধীন ধরখার কুরআন ও সুন্নাহ মডেল মাদ্রাসা মিলনায়তনে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ব্রাহ্মণবাড়িয়া যেলার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। হাফেয আবুল হোসাইন সালাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা মুহাম্মাদ আল-আমীন, অত্র মাদ্রাসার পরিচালক হাফেয আব্দুর রহমান ও প্রবাসী দাঈ মুহাম্মাদ ফারূকুল ইসলাম প্রমুখ।

রাঙ্গামাটি ৩০শে জানুয়ারী, শনিবার : অদ্য বেলা ১১-টায় যেলার লংগদু থানাধীন গুলশাখালী ইবতেদায়ী সালাফিয়া মাদ্রাসা ময়দানে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক মুহাম্মাদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ ফযলুল বারী।

জয়পুরহাট ৫ই ফেব্রুয়ারী শুক্রবার : অদ্য সকাল ১০-টায় যেলার সদর থানাধীন আরামনগর আহলেহাদীছ জামে মসজিদ কমপ্লেক্সে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ জয়পুরহাট যেলার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুছ ছবূরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ। উল্লেখ্য, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি উক্ত মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন।

পবা, রাজশাহী ১২ই ফেব্রুয়ারী শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার পবা উপযেলাধীন ঘোলহাড়িয়া ইসলামিক স্কুল মিলনায়তনে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ পবা উপযেলার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অত্র স্কুলের পরিচালনা পরিষদের সদস্য মাওলানা রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম ও রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ফায়ছাল মাহমূদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন পবা উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আবুবকর, যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক মুহাম্মাদ খালিদ ও মুহাম্মাদ ছাকিব। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অত্র স্কুলের শিক্ষক মুহাম্মাদ রাসেল।

প্রশিক্ষণ

মোহনপুর, রাজশাহী ৩রা ফেব্রুয়ারী বুধবার : অদ্য সকাল ১০-টায় যেলার মোহনপুর থানাধীন ধুরইল ডি.এস কামিল মাদ্রাসা মিলনায়তনে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলার মোহনপুর, তানোর ও গোদাগাড়ী উপযেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক ও ডি.এস কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা দুররুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক ও আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আমীনুল ইসলাম, দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক তোফায্যল হোসাইন, বাহরাইনের আল-ফুরক্বান ইসলামিক সেন্টারের দাঈ মুহাম্মাদ শরীফুল ইসলাম, ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুস্তাক্বীম আহমাদ, রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি রেযাউল করীম ও মোহনপুর উপযেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা এমদাদুল হক প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আশরাফুল ইসলাম।

মাসিক ইজতেমা

হরিষার ডাইং, শাহমখদুম, রাজশাহী ২৮শে ডিসেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব যেলার শাহমখদুম থানাধীন হরিষার ডাইং আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী-সদর সাংগঠনিক যেলার উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সাবেক সভাপতি মুহাম্মাদ আনীসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম, যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা দুর্রুল হুদা ও যেলা ‘সোনামণি’র পরিচালক আবু রায়হান। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ গিয়াছুদ্দীন।

চারিগাঁও, নরসিংদী ২৩শে জানুয়ারী শনিবার : অদ্য বাদ মাগরিব যেলার সদর থানাধীন চারিগাঁও আহলেহাদীছ জামে মসজিদে ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’ চারিগাঁও শাখার উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সভাপতি ও শাখা ‘যুবসংঘ’-এর উপদেষ্টা মুহাম্মাদ শফীকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন, যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মুহাম্মাদ ইসহাক, সাংগঠনিক সম্পাদক হাসানুয্যামান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাইযুল ইসলাম ও শাখা ‘যুবসংঘ’-এর সভাপতি মুরসালিন আহমাদ প্রমুখ।

চাঁনগাঁও উত্তরপাড়া, নরসিংদী ২৪শে জানুয়ারী রবিবার : অদ্য বাদ মাগরিব যেলার সদর থানাধীন চাঁনগাঁও উত্তরপাড়া জামে মসজিদে চাঁনগাঁও শাখা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি কাযী আমীনুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মাসিক ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন প্রমুখ।

বাগহাটা, নরসিংদী, ২৫শে জানুয়ারী সোমবার : অদ্য বাদ মাগরিব যেলার সদর থানাধীন বাগহাটা পালবাড়ী আহলেহাদীছ জামে মসজিদে বাগহাটা শাখা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে এক মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের খত্বীব ও ‘আন্দোলন’-এর শূরা সদস্য অধ্যাপক জালালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক হাসানুয্যামান প্রমুখ।

তানোর, রাজশাহী ২৯শে জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার তানোর উপযেলাধীন ঋষিকুল স্কুল মাঠ আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ তানোর উপযেলার উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। রাজশাহী-পশ্চিম যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তোফায্যল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক এর সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন।

সারাংপুর, পবা, রাজশাহী ২৯শে জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ আছর যেলার পবা উপযেলাধীন সারাংপুর দাখিল মাদ্রাসা মাঠে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পবা উপযেলা পূর্ব-এর উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। পারিলা এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জালালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন পবা উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আবুবকর ও ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুস্তাক্বীম আহমাদ।

নওহাটা, পবা, রাজশাহী ৩০শে জানুয়ারী শনিবার : অদ্য বাদ মাগরিব যেলার পবা উপযেলাধীন নওহাটা গরুহাটা আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পবা উপযেলা পূর্ব-এর উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আবুবকরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক এর সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুস্তাক্বীম আহমাদ।

তা‘লীমী বৈঠক

খানপুর, মোহনপুর, রাজশাহী ১০ই ফেব্রুয়ারী বুধবার : অদ্য বাদ আছর যেলার মোহনপুর উপযেলাধীন খানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মোহনপুর উপযেলার উদ্যোগে এক তা‘লীমী বৈঠক  অনুষ্ঠিত হয়। রাজশাহী সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা দুররুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তা‘লীমী বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, বাহরাইনের আল-ফুরক্বান ইসলামিক সেন্টারের দাঈ মাওলানা শরীফুল ইসলাম ও মাওলানা মুখলেছুর রহমান মাদানী (নওগাঁ) ও রাজশাহী যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা এ্যাডভোকেট জারজিস আহমাদ প্রমুখ।

যেলা আহবায়ক কমিটি গঠন

সানকিউড়া, নেত্রকোনা ৪ঠা ফেব্রুয়ারী, বহস্পতিবার : অদ্য বিকেল ৩-টায় সদর উপযেলাধীন  সানকিউড়া মসজিদে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। মুহাম্মাদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। সভায় উপস্থিত সকলের পরামর্শক্রমে মুহাম্মাদ আশরাফুল ইসলামকে আহবায়ক ও মুহাম্মাদ আব্দুল্লাহ আল-নো‘মানকে যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট নেত্রকোনা যেলা ‘আন্দোলন’-এর আহবায়ক কমিটি গঠন করা হয়।

সোনামণি

প্রশিক্ষণ

নওদাপাড়া, রাজশাহী ১৫ই ফেব্রুয়ারী সোমবার : অদ্য বাদ আছর শহরের নওদাপাড়াস্থ দারুল হাদীছ (প্রা.) বিশ্ববিদ্যালয় জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মারকায এলাকার প্রধান উপদেষ্টা হাফেয লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান  হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম, সহ-পরিচালক বেলাল হোসাইন ও মুহাম্মাদ আবু তাহের। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন মারকায এলাকার সহ-পরিচালক ইয়াসীন আরাফত।

সাহারবাটি, গাংনী, মেহেরপুর ১১ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার : অদ্য সকাল ১০-টায় যেলার গাংনী থানাধীন সাহারবাটি আহলেহাদীছ মাদ্রাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আল আওন’-এর অর্থ সম্পাদক মুহাম্মাদ জুয়েল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। প্রশিক্ষণে কুরআন তেলাওয়াত করে সোনামণি আব্দুর রহমান ও ইসলামী জাগরণী পরিবেশন করে রায়হানুল ইসলাম।

আল-‘আওন

বার্ষিক রিপোর্ট (ফেব্রুয়ারী’২০- জানুয়ারী’২১)

ক্র:নং

বিবরণ

সর্বমোট

বৃদ্ধি

সর্বমোট যেলা

২৮টি

৪টি

সর্বমোট রক্তদাতা সদস্য

৭,৩৮৭ জন

১,৫৬৮ জন

সর্বমোট ব্লাড গ্রুপিং

৮,৬২৭ জন

২,২৫৫ জন

সর্বমোট রক্তের আবেদন

৬,৬৮৪ টি

২,৮৮০ টি

সর্বমোট রক্ত প্রদান

২,৪২৮ ব্যাগ

১,১১০ ব্যাগ

সর্বমোট ক্যাম্পিং

২৮৬ টি

৯২ টি

যে সকল যেলায় আল-‘আওনের কার্যক্রম চালু আছে :

পঞ্চগড়, মেহেরপুর, সাতক্ষীরা,  নারায়ণগঞ্জ,  ঢাকা-উত্তর, ঢাকা-দক্ষিণ,  নওগাঁ , সিরাজগঞ্জ, রংপুর, জয়পুরহাট, নাটোর, নীলফামারী,  ঠাকুরগাঁও, পাবনা, গাযীপুর, বগুড়া, কুষ্টিয়া ইবি,  ঝিনাইদহ, কুমিল্লা, নরসিংদী, দিনাজপুর-পূর্ব, দিনাজপুর-পশ্চিম, গাইবান্ধা, জামালপুর, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, ময়মনসিংহ ও ফরিদপুর







আরও
আরও
.