দাখিল পরীক্ষায় মারকাযের ছাত্র-ছাত্রীদের বৃত্তি লাভ :
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের দাখিল
পরীক্ষায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ৭ জন ছাত্র
‘ট্যালেন্টপুলে’ এবং ৭ জন ছাত্র ও ১ জন ছাত্রী ‘সাধারণ গ্রেড’-এ বৃত্তি
পেয়েছে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ছাত্ররা হ’ল : আল-ছাবাহ (গাইবান্ধা), আবু রায়হান (চাঁপাই নবাবগঞ্জ), আল-আমীন (কুষ্টিয়া), নাজমুন নাঈম (সাতক্ষীরা), মুহাম্মাদ কাওছার (চাঁপাই নবাবগঞ্জ), ওমর ফারূক (রাজশাহী), আফছারুদ্দীন (সিলেট)।
সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হ’ল : ফারহান আহমাদ (রাজশাহী), আব্দুল কাদের (চাঁপাই নবাবগঞ্জ), মুহাম্মাদ কাওছারুযযামান (ঝিনাইদহ), মুহাম্মাদ আইয়ূব হোসাইন (রাজশাহী), মুহাম্মাদ (চাঁপাই নবাবগঞ্জ), মুহাম্মাদ সারওয়ার জাহান (রাজশাহী), মুহাম্মাদ আব্দুর রহীম (সাতক্ষীরা) ও শাম্মী আখতার (রাজশাহী)।