গত সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)-এর সঠিক উত্তর

১। বুখারী ও মুসলিম।               

২। মুয়াত্ত্বা মালেক।

৩।  বুখারী, মুসলিম, আবুদাঊদ, তিরমিযী, নাসাঈ, ইবনু মাজাহ।

৪। ছহীহ হাদীছ।       

৫। মওযূ বা জাল।

গত সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)-এর সঠিক উত্তর

১। মুরগীর বাচ্চা        ২। আনারস               ৩। বন্দুক

৪। টিকটিকি              ৫। পান।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)

১। ইমাম বুখারী (রহঃ)-এর পুরো নাম কি?

২। তিনি কোন হিজরী শতকের মুহাদ্দিছ ছিলেন?

৩। তিনি কত হিজরীতে জন্মগ্রহণ করেন ও মৃত্যুবরণ করেন?

৪। হাদীছ শাস্ত্রে তিনি কি নামে পরিচিত?

৫। তিনি কত বছর বয়সে শিক্ষা জীবন শেষ করেন?

সংগ্রহে : বযলুর রহমান

কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।

চলতি সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)

১। মাঠে বাড়ি পরণে লাল শাড়ী

বেড়ায় লোকের বাড়ি বাড়ি।

২। দিনের বেলায় ঘুমিয়ে থাকে রাতের বেলায় জাগে

ঘর নেই বাড়ি নেই পরের ভিক্ষা মাগে।

৩। গাছ নয় তার শুধু পাতা মুখ নেই তার বলে কথা

বুদ্ধি নেই আপন ধড়ে বুদ্ধি বিলায় সকলের তরে।

৪। দুই হাত চার পা নেই লেজ নেই মুড়া

সকলকেই কোলে করে কি বা ছোট কি বা বুড়া।

৫। একটা বস্তা পিঠ দিয়া চলে

চাঁদ নয় সূর্য নয় দিন-রাত জলে।

সংগ্রহে : গোলাম কিবরিয়া

কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।

সোনামণি সংবাদ

গাংজোয়ার, নওগাঁ ২৩ জুন বৃহস্পতিবার : অদ্য বাদ আছর গাংজোয়ার নূরানী হাফিযিয়া মাদরাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মাদরাসার শিক্ষক হাফেয কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন নওগাঁ যেলা সোনামণির সহ-পরিচালক আব্দুল মুমিন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে নাহীদুল ইসলাম ও ইসলামী জাগরণী পরিবেশন করে মীযানুর রহমান।

চৌডালা, চাঁপাই নবাবগঞ্জ ২৭ জুন সোমবার : অদ্য বাদ মাগরিব বেনিচক আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন। অনুষ্ঠানে সোনামণি বেনিচক শাখা আহবায়ক কমিটি গঠন করা হয়।

ছোট শিশু

মাহমূদুল্লাহ রিয়ায

নওদাপাড়া মাদরাসা, রাজশাহী।

ছোট শিশু ছোট শিশু,

কোথায় তুমি যাও?

মায়ের বুকে আশ্রয় নিয়ে,

বড় তুমি হও।

মা ছাড়া এই দুনিয়ায়,

কে আছে তোমার?

মায়ের মতো আদর-যত্ন,

করবে কে আর?

চাচী বল খালা বল,

সবাই হবে পর।

মা ছাড়া এই দুনিয়ায়,

সবাই তোমার পর।

***

আল্লাহর প্রেমে

মুহাম্মাদ তরীকুল ইসলাম

বর্ষাপাড়া, কোটালীপাড়া, গোপালগঞ্জ।

ফুল বাগানে ফুটল ফুল

উঠল গগণে চাঁদ,

জোনাকিরা জেগে থাকে

আলো ছড়ায় সারা রাত।

পাখিরা গাইছে গান

আল্লাহু আল্লাহু বলে,

দিবা-নিশি মগ্ন মুমিন

আল্লাহ তা‘আলার প্রেমে।

মুমিন বান্দা শয্যা ছেড়ে

মগ্ন তাহাজ্জুদে,

পৃথিবীটা নিস্তব্ধ যেন

অচেতন গভীর ঘুমে।

দূর মসজিদে হচ্ছে আযান

ডাকছে মুয়াযযিনে,

শয্যা ছেড়ে ছুটছে মুমিন

আল্লাহ তা‘আলার পানে।

***






আরও
আরও
.