গত সংখ্যার সাধারণ জ্ঞান (ইতিহাস বিষয়ক)-এর সঠিক উত্তর

১. আদম (আঃ)-এর।      

২. নবুঅত ও মি‘রাজ।

৩. ওমর (রাঃ)।             

৪. জাবালুন নূর-এর হেরা গুহায়।

৫. আবু বকর ও ওমর (রাঃ) শ্বশুর এবং ওছমান ও আলী (রাঃ) জামাতা ছিলেন।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (ভূগোল)-এর সঠিক উত্তর

১. সঊদী আরব, মক্কার চতুর্দিকের লোক।

২. সঊদী আরব, মক্কার চতুর্দিকের মানুষের।

৩. রাশিয়া।

৪. কারণ মদীনা মক্কার উত্তরে।

৫. কারণ তাঁদের কার মদীনাতে। আর মদীনা মক্কার উত্তরে।

চলতি মাসের সাধারণ জ্ঞান (যাকাত বিষয়ক)

১. কত হিজরীতে যাকাত ফরয হয়?

২. যাকাতের জন্য স্বর্ণের নেসাব কি?

৩. যাকাতের জন্য রৌপ্যের নেসাব কি?

৪. ফিৎরা কখন আদায় করা উত্তম?

৫. ফিৎরা আদায় করার শেষ সময় কখন?

চলতি মাসের সাধারণ জ্ঞান (স্বদেশ)

১. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি?

২. স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল?

৩. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

৪. বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে রচনা করেন?

৫. বাংলাদেশে জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন?

সংগ্রহে : মুহাম্মাদ আবু সাঈদ

রসুলপুর, কামারখন্দ, সিরাজগঞ্জ।

স্বাধীনতা তুমি মহিমাময়

আলী হোসাইন ছাদ্দাম

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিউট, দিনাজপুর।

সুদীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর

এসেছে স্বাধীনতা।

অনেক ত্যাগ তিতীক্ষার পর পেয়েছি লাল সবুজের

একখানি পতাকা।

স্বাধীনতার এ ইতিহাস প্রত্যেককে দোলা দেয়

করি তা নিয়ে গর্ব,

স্বাধীনতা তুমি অম্লান, অটুট রবে তোমার সম্মান

পারবে না কেউ করতে তোমায় খর্ব।

অর্জিত এ স্বাধীনতা রক্ষা করতে হবে

হ’তে দিব না চূর্ণ,

দেশ গঠন ও অর্থনৈতিক উন্নয়নে হোক

এ স্বাধীনতা পরিপূর্ণ।

দিনে দিনে নতুন প্রজন্মের কাছে হোক

স্বাধীনতা মহিমাময়

বৃথা যেন না হয় বীর বাঙালী মুক্তিযোদ্ধাদের

ছিনিয়ে আনা বিজয়।

***

আহলেহাদীছ আন্দোলন

ইয়ারুল ইসলাম

বাঁশদহা, সাতক্ষীরা।

আল্লাহর বিধান মেনে চলা ঝান্ডাবাহী দল,

হটে না পিছু বাতিলের কাছে, রয়েছে ঈমানী বল।

লেখায় তাদের হকের দাওয়াত, কণ্ঠে অগ্নিঝরা,

হাদীছ মতে চলে সদা, মানে না আইন মনগড়া।

দ্বীনের ক্ষেত্রে করে না আপোষ, ধারে না বাতিলের ধার,

ছহীহ পথে চলে সদা, যদিও আসে অত্যাচার।

হকের পথের দিশা হয়ে জ্বালিতেছে আলো,

নবীর পথে ডাকে তারা, দূর করতে চায় কালো।

জাহান্নাম হ’তে বাঁচাতে জানায় অহি-র আহবান,

চললে মানুষ অহি-র পথে আখেরে পাবে পরিত্রাণ।

নয়নের মণি কাফেলা সে যে, আহলেহাদীছ আন্দোলন,

সবাই পাক আলোর দিশা, অটুট থাকুক হকের বাতি প্রজ্বলন।

***

স্বাগতম সোনামণি

মুছতফা কামাল

বুড়িমারী, পাটগ্রাম, লালমণিরহাট।

স্বাগতম সু-স্বাগতম এই সোনামণিদের

আনন্দ আর খুশির ধারা বইছে ঘরে মোদের।

শিক্ষা সফরে সোনামণিরা এসছে মোদের কাছে,

তাই খুশিতে বিভোর হয়ে ছুটছি তাদের পিছে।

সুদূর রাজশাহী হ’তে পঞ্চগড় তিস্তা বুড়িমারী আজ,

কাল সকালেই ফিরে যাবে শেষ হবে তাদের কাজ।

সোনামণি সোনারখণি ধন্য মোরা কাছে পেয়ে,

রহমত আর বরকতে আজ এলাকা গেছে ছেয়ে।

মারকাযুল ইসলামীর শিক্ষার্থী ওরা দেশের সেরা বিদ্যাপীঠ,

শিরক-বিদ‘আত রুখতে ওরা হবে সবাই ফিট।

শিরক-বিদ‘আতের সয়লাবে ভরে গেছে দেশ,

শিক্ষা নিয়ে বিদ‘আত রুখতে ওরা করবে মনোনিবেশ।

পীর-মুরীদের খানকা ভরা উঠছে নকল বাবার ডাক,

তাওহীদের ঝান্ডাবাহী সোনামণি করবে ওসব ছাফ।

সোনার এই বাংলাদেশে শান্তির পায়রা সোনামণি,

জ্বালাও পোড়াও নয়তো দেশের শান্তি সবাই আনি।

 সোনামণি আদর্শ সবাই শান্ত তাদের মন,

জ্ঞানের চর্চায় কাটছে তাদের সবার দিনক্ষণ।

ঘরে ঘরে হোক সোনামণি সোনার ফসল মাঠে,

কুরআন ও ছহীহ হাদীছের উঠুক ঢেউ লাগুক সকল বাটে।

সব শেষে দো‘আ করি কবুল কর হে দয়াময়,

নিরাপদে কাটে যেন সোনামণিদের সব সময়।

***






আরও
আরও
.