গত সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)-এর সঠিক উত্তর

১. যায়েদ বিন ছাবেত (রাঃ)।  ২. সালমান ফারেসী (রাঃ)।

৩. উম্মুল মুমেনীন আয়েশা (রাঃ)।       

৪. আমর বিন ছাবেত বিন ক্বায়েস (রাঃ)। কেননা তিনি ইসলাম গ্রহণ করেই যুদ্ধে অংশ গ্রহণ করেন।

৫. আবু তুফাইল আমের বিন ওয়াছেলা (রাঃ)।

৬. আবদুল্লাহ বিন যুবাইর (রাঃ)। ৭. তামীম বিন আওস আদ-দারী (রাঃ)।

৮. দেহইয়া আল-কালবী (রাঃ)। ৯. সুরাকা বিন মালেক (রাঃ)।                 

১০. আছেম বিন ছাবেত (রাঃ)।

গত সংখ্যার মেধা পরীক্ষা (স্বদেশ)-এর সঠিক উত্তর

১. বঙ্গ-দ্রাবিঢ়/পূর্ব বাংলা/ পূর্ব পাকিস্তান।         

২. জাহাঙ্গীরনগর।        ৩. সুবর্ণ গ্রাম।             ৪. ত্রিপুরা।

৫. রোহিতাগিরি।    ৬. নারিকেল জিঞ্জিরা ।    ৭. বাউলার চর।

৮. আওরঙ্গবাদ কেল্লা।  ৯. পুন্ড্রবর্ধন।    ১০. নাছিরবাদ।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)

১. আলী (রাঃ) ও মু‘আবিয়া (রাঃ)-এর মধ্যে সংঘটিত যুদ্ধের নাম কি?

২. কোন কোন যুদ্ধে ছাহাবীগণ পরস্পর প্রতিপক্ষ হয়ে যুদ্ধ করেছিলেন?

৩. কোন যুদ্ধে একজন মহিলা ছাহাবী নেতৃত্ব দেন?

৪. কাফের ও মুসলিমের মধ্যে সংঘটিত কোন সন্ধিকে ইসলামের ইতিহাসে মুসলমানদের জন্য ‘ফাতহুম মুবীন’ তথা প্রকাশ্য বিজয় বলা হয়?

৫. কোন যুদ্ধে কোন ছাহাবী নিজের সর্বস্ব দান করেছিলেন এবং কে তার অর্ধেক সম্পত্তি দান করেছিলেন?

৬. কোন নবী ও রাসূল সবচেয়ে বেশী দিন জীবিত ছিলেন?

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ)

১. কোন প্রাণীর ৮৮৬টি পা আছে?  

২. পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশী ঠান্ডা বা বজ্রপাত হয়? 

৩. কোন দ্বীপে কাক নেই?             

৪. বিশ্বে কোন ব্যক্তির তিনটি চোখ রয়েছে?

৫. কোন ব্যক্তি একটানা ১২ ঘণ্টা ১৮ মিনিট বক্তৃতা দিয়ে বিশ্ব রেকর্ড করেন?

৬. বিশ্বের কোন দেশে তুলা গাছে মধু হয়?

৭. কোন দেশ মাটি ছাড়াই আলু উৎপাদন করে?

সংগ্রহে : আশীকুর রহমান

নওদাপাড়া, রাজশাহী।

সোনামণি সংবাদ

মহিষখোচা, আদিতমারী, লালমণিরহাট ১লা এপ্রিল শুক্রবার : অদ্য বাদ জুম‘আ মহিষখোচা আহলেহাদীছ জামে মসজিদে ‘সোনামণি’ লালমণিরহাট যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুুুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ লালমণিরহাট যেলার সভাপতি মাওলানা মুহাম্মাদ শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পরামর্শ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক হাফেয হাবীবুর রহমান। অনুষ্ঠানে মানছূর আলীকে পরিচালক করে সাত সদস্য বিশিষ্ট অত্র যেলা সোনামণি পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়।

যশোর, ১লা এপ্রিল শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যশোর টাউন আহলেহাদীছ জামে মসজিদে ‘সোনামণি’ যশোর যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুুুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক আকবার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইহসান এলাহী যহীর। অনুষ্ঠানে আশরাফুল আলমকে পরিচালক করে সাত সদস্য বিশিষ্ট ‘সোনামণি’ যশোর যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়।

হেয়াতপুর, নবাবগঞ্জ, দিনাজপুর ১২ই মে বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর হেয়াতপুর হাফেযিয়া ও দারসে নেযামিয়া মাদরাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মাদরাসার হিফয বিভাগের শিক্ষক হাফেয আব্দুল খালেক্বের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক  যয়নুল আবেদীন। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন অত্র মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল মুমিন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মাযহারুল ইসলাম ও ইসলামী জাগরণী পরিবেশন করে যুবাইর হুসাইন।

ভূগরইল, পবা, রাজশাহী ২৬শে মে, বৃহস্পতিবার : অদ্য বাদ আছর মধ্য-ভূগরইল আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম জনাব আবু হানীফের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক হাফেয হাবীবুর রহমান। উক্ত অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুশতাক আহমাদ ও ইসলামী জাগরণী পরিবেশন করে সোনামণি আনতারা খাতুন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন মুহাম্মাদ আতীকুর রহমান।

হড়গ্রাম, রাজপাড়া, রাজশাহী ৩রা জুন শুক্রবার : অদ্য বাদ আছর হড়গ্রাম পূর্ব শেখপাড়া আহলেহাদীছ জামে মসজিদে সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’১৬ উপলক্ষে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সভাপতি জনাব আমজাদ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন সোনামণি রাজশাহী মহানগরীর পরিচালক আসাদুল্লাহ আল-গালিব ও অত্র মসজিদের সেক্রেটারী জনাব শহীদুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি ছিয়াম হুসাইন ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মদ জাবির। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম আব্দুল্লাহিল কাফী।

ঘোলহাড়িয়া, পবা, রাজশাহী ৯ই জুন বৃহস্পতিবার : অদ্য সকাল ৯-টায় ঘোলহাড়িয়া ইসলামিক স্কুলে সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’১৬ উপলক্ষে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র স্কুলের সভাপতি জনাব রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন সোনামণি রাজশাহী মহানগরীর পরিচালক আসাদুল্লাহ আল-গালিব, রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলার সহ-পরিচালক মিনারুল ইসলাম ও অত্র স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মাদ আলী। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি সিরাজুল ইসলাম ও ইসলামী জাগরণী পরিবেশন করে রিয়া খাতুন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অত্র স্কুলের সহকারী শিক্ষক রাসেল আহমাদ।






আরও
আরও
.