গত সংখ্যার সাধারণ জ্ঞান (ভূগোল)-এর সঠিক উত্তর
১। দক্ষিণ মেরু অঞ্চলে। ২। মেরু অঞ্চলে।
৩। মেক্সিকো উপসাগরের জেকসন দ্বীপের কাছে।
৪। ইতালীর ভেনিস নগরীতে। ৫। হাওয়াই দ্বীপে।
গত সংখ্যার মেধা পরীক্ষা (উদ্ভিদ বিষয়ক)-এর সঠিক উত্তর
১। কাশফুল, অাঁখ ও ভুট্টা ২। আলুর ৩। পান
৪। বাঁশ ও কলা ৫। বেত ও শিমুল।
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী জ্ঞান)
১। কোন কোন হাদীছ গ্রন্থের সবগুলো ছহীহ?
২। হাদীছের প্রসিদ্ধ ৬ খানা গ্রন্থের পূর্বে লিখিত তুলনামূলক শুদ্ধ গ্রন্থের নাম কি?
৩। হাদীছের প্রসিদ্ধ ৬ খানা গ্রন্থের নাম কি?
৪। আমলের দিক দিয়ে কোন হাদীছের স্থান সবার ঊর্ধ্বে?
৫। মানুষের বানানো হাদীছকে কি বলে?
সংগ্রহে : ইমামুদ্দীন
কেন্দ্রীয় পরিচালক, সোনামণি।
চলতি সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)
১। মায়ের দুধ খায় না, মায়ের পাছ ছাড়ে না।
২। চারিদিকে বেতকাঁটা, মধ্যখানে লাল বেটা।
৩। একা একা নদিটি তিন কুল যায়
লোহার কপাট তলে লোহার কলাই খায়।
৪। গায়ে লোম নেই চারটে পা, চলা ফেরায় বাদশাহ।
৫। দুহিনি ঝিহিনি মাকড়ের অাঁশ
কুল নেই কড়া নেই ধরে বারো মাস।
সংগ্রহে : বযলুর রহমান
কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।
সোনামণি সংবাদ
কেন্দ্রীয় কার্যালয়, রাজশাহী ১২-১৩ মে বৃহস্পতি ও শুক্রবার : গত ১২ মে বৃহস্পতিবার বাদ আছর সোনামণি কেন্দ্রের উদ্যোগে যেলা পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে ‘সোনামণি কেন্দ্রীয় প্রশিক্ষণ-২০১১’ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত ও সোনামণি’র প্রধান পৃষ্ঠপোষক ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। তিনি সোনামণিদেরকে রাসূলুল্লাহ (ছাঃ)-এর আদর্শে জীবন গড়ার সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, সোনামণিদের সৎ ও যোগ্য করে গড়ে তুলতে না পারলে দেশ ও জাতি সাক্ষাৎ ধ্বংসের দিকে এগিয়ে যাবে।
অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন, ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক নূরুল ইসলাম, দফতর ও যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হুসাইন, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ও সোনামণির পৃষ্ঠপোষক মুযাফফর বিন মুহসিন, সোনামণি’ সাবেক কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আযীযুর রহমান, সাবেক পৃষ্ঠপোষক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় পরিচালক শিহাবুদ্দীন আহমাদ, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ, সোনামণি’র সাবেক সহ-পরিচালক আব্দুল হালীম, বর্তমান কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুর রশীদ ও বযলুর রহমান। রাজশাহী বিশ্ববিদ্যাল ‘যুবসংঘ’-এর সভাপতি হাফেয মুকাররম হুসাইন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় সহ-পরিচালক গোলাম কিবরিয়া। মারকায শাখার সোনামণি আব্দুল হাকীমের কুরআন তেলাওয়াত ও আল-সাবার জাগরণীর মাধ্যমে প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শেষে মূল্যায়ণ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং উত্তীর্ণ ১ম ৫ জনকে পুরস্কৃত করা হয়। বিজয়ীরা হ’লেন- আখতারুযযামান (কুষ্টিয়া-পূর্ব) ১ম, আশরাফুল আলম (যশোর) ২য়, অলিউর রহমান (সাতক্ষীরা) ৩য়, হাফীযুর রহমান (সাতক্ষীরা) ৪র্থ এবং ইসরাঈল (সাতক্ষীরা) ৫ম।
সোনামণির জাগার গান
মুহাম্মাদ রেযাউল করীম
শুকলপট্টি, নাটোর।
বাহুতে শক্তি মনেতে বল
সামনে বাঁধা দু’পায়ে দল
হৃদয়ে ভক্তি থাকুক অটল
দুর্গম পথে এগিয়ে চল
ওহে সোনামণির দল!
দুর্যোগ রাতে পরওয়া নেই
ধ্বংস বাধা আসুক যতই
মরণ মুখে নেমেছে যেই
বিজয়ের মালা এনেছে সেই।
সোনামণির সুযোগের বেলা
যায়রে চলে যায়।
জেগে ওঠো সব সোনামণি আজি
সময় যে বয়ে যায়।
বকুল ফুলের মালা
জাদীদা
জাগীর হোসেন একাডেমী, পাবনা।
রাতের শেষে দিনের আলো পূব আকাশে ঐ
বকুল তলায় ফুল কুড়াতে সোনামণিদের হৈচৈ।
চিকন সুতায় গাঁথবে ফুল গড়বে তারা মালা
তনুমনে বধুর সাজে সাজাবে তাদের গলা।
বর্ষাকালে মেঘের কোলে রৌদ্র ছায়ার খেলা
কচি খোকাদের কদম পাড়ার বসছে যেন মেলা।
দোরাবদ্ধ মনটা আমার পাচ্ছে ভীষণ যন্ত্রণা
মায়ের আদেশ করছি পালন এটাই মোর সান্ত্বনা।