গত সংখ্যার সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক)-এর সঠিক উত্তর
১। স্পুটনিক।
২। ভেলেন্তিনা তেরেসকোভা।
৩। রবীন্দ্রনাথ ঠাকুর।
৪। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর ।
৫। উথান্ট (মিয়ানমার)।
গত সংখ্যার মেধা পরীক্ষা (স্বদেশ)-এর সঠিক উত্তর
১। ১৩৬তম সদস্য রাষ্ট্র।
২। UNESCO
৩। সম্রাট আকবর।
৪। ১৯১১ সালে।
৫। শেখ মুজিবুর রহমান।
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক)
১। রকেট আবিষ্কার করেন কে এবং তাঁর জন্মস্থান কোথায়?
২। রিফ্রিজারেটর আবিষ্কার করেন কে এবং তাঁর জন্ম কোথায়?
৩। রেল ইঞ্জিনের আবিষ্কারক কে এবং তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
৪। মোটর সাইকেল আবিষ্কার করেন কে ও তাঁর জন্ম কোথায়?
৫। ক্যালকুলেটিং মেশিন কে আবিষ্কার করেন ও তাঁর জন্ম কোথায়?
চলতি সংখ্যার মেধা পরীক্ষা (মানব দেহ)
১। পূর্ণ বয়ষ্ক একজন মানুষের দেহে যে পরিমাণ চর্বি আছে তা দিয়ে কি কি করা যাবে?
২। মানবদেহে যে পরিমাণ ফসফরাস আছে তা দিয়ে কি করা যাবে?
৩। মানবদেহে যে পরিমাণ কার্বণ আছে তা দিয়ে কি করা যাবে?
৪। মানুষের শরীরে যে পরিমাণ লোহা আছে তা দিয়ে কি করা যাবে?
৫। মানবদেহে যে পরিমাণ বিদ্যুৎ আছে তা দিয়ে কি করা যাবে?
সোনামণি সংবাদ
মণিগ্রাম, বাঘা, রাজশাহী ২১ জানুয়ারী বৃহস্পতিবার : অদ্য বাদ আছর মণিগ্রাম আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোনামণি বাঘা থানার প্রধান উপদেষ্টা মাওলানা আবুল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক শিহাবুদ্দীন আহমাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনামণি’র শুভাকাঙ্ক্ষী জনাব নিযামুদ্দীন।
হাবাসপুর, বাঘা, রাজশাহী ২১ জানুয়ারী বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব হাবাসপুর আহলেহাদীছ জামে মসজিদে এক বিশেষ সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোনামণি বাঘা থানার পরিচালক আমীনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক শিহাবুদ্দীন আহমাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব মুর্শেদ আলম ও গিয়াছুদ্দীন প্রমুখ।
গঙ্গারামপুর, বাঘা, রাজশাহী ২২ জানুয়ারী শুক্রবার : অদ্য সকাল ৭-টায় গঙ্গারামপুর আহলেহাদীছ জামে মসজিদে এক বিশেষ সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক শিহাবুদ্দীন আহমাদ। প্রশিক্ষণ শেষে সংক্ষিপ্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সমসপুর, বাগমারা, রাজশাহী ২২ জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ মাগরিব সমসপুর হাফেযিয়া মাদরাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী যেলার সাংগঠনিক সম্পাদক জনাব সিরাজুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। তিনি সকলকে কুরআন ও ছহীহ হাদীছ চর্চায় এগিয়ে আসার আহবান জানান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব মুহাম্মাদ ইলিয়াস, অত্র মাদরাসার শিক্ষক হাফেয বেলালুদ্দীন ও রাজশাহী কলেজের এম.এস.সির ছাত্র লুৎফর রহমান।