গত সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)-এর সঠিক উত্তর
১। মুসাইলামা ও সাজাহ।
২। তুরষ্কের সুলতান প্রথম মুরাদ।
৩। হাসসান বিন ছাবিত (রাঃ)।
৪। আবু কুহাফা।
৫। আমীর মু‘আবিয়া (রাঃ)।
গত সংখ্যার মেধা পরীক্ষা (দৈনন্দিন বিজ্ঞান)-এর সঠিক উত্তর
১। তারা মাছ ২। শামুক ৩। টুয়াটারা
৪। ক্যাটল ফিস ৫। ক্যাঙ্গারু র্যাট।
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)
১। ইমাম বুখারী (রহঃ) কার শাসনামলে কোথায় জন্মগ্রহণ করেন?
২। বুখারা কিসের জন্য বিখ্যাত?
৩। হাদীছের চিকিৎসক কাকে বলা হয়?
৪। ইমাম বুখারী (রহঃ) বাল্যকালে কতগুলো হাদীছ মুখস্থ করেন?
৫। ইমাম বুখারী (রহঃ) কতজন মুহাদ্দিছের নিকট থেকে হাদীছ লিপিবদ্ধ করেন?
চলতি সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)
১। আকাশ থেকে পড়ল ফল,
ফলের মধ্যে শুধুই জল।
২। চোখে চোখে রাখে মোরে পুরুষ-রমণী
সবার শেষে আছেন মোর জননী।
৩। দুই অক্ষরে নাম তার বৃহৎ এক গাছ
অক্ষর দু’টি উল্টে দিলে তাতে পুতি চারা গাছ।
৪। উড়িতে ঝনঝন পড়িতে রাও,
সুন্দর কন্যা রাঙা পাও।
৫। লাল টিকটিক কাশিয়ার মুড়া,
বাপ থাকিতে বেটা বুড়া?
সংগ্রহে : গোলাম কিবরিয়া
কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।
সোনামণি সংবাদ
রামাযান মাসে অনুষ্ঠিত ‘সোনামণি’র প্রশিক্ষণ সমূহ :
পবিত্র মাহে রামাযান উপলক্ষে ‘সোনামণি’-এর উদ্যোগে দেশব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। এ মাসে যে সকল যেলাতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সেগুলো হচ্ছে- ১৫ আগষ্ট সোমবার : সমসপুর, বাগমারা, রাজশাহী; বড়গাছি, পবা, রাজশাহী; ১৯ আগষ্ট শুক্রবার : হাবাশপুর, বাঘা, রাজশাহী; ২০ আগষ্ট শনিবার : বিশ্বনাথপুর, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ; ২২ আগষ্ট সোমবার : ডাকবাংলা, ঝিনাইদহ; ২৩ আগষ্ট মঙ্গলবার : বাউসা হেদাতীপাড়া, বাঘা, রাজশাহী; ২৪ আগষ্ট বুধবার : আলাইপুর মহাজনপাড়া ও গাবতলী পাড়া, বাঘা, রাজশাহী; ২৫ আগষ্ট বৃহস্পতিবার : হরিরামপুর, বাঘা, রাজশাহী; বাঁশবাড়িয়া, নাটোর; ২৭ আগষ্ট শনিবার : পুরোহিত, নওগাঁ; ৩০ আগষ্ট মঙ্গলবার : রহনপুর, চাঁপাই নবাবগঞ্জ।
এসব প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন, সহ-পরিচালক আব্দুর রশীদ, বযলুর রহমান, সাবেক সহ-পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস, রাজশাহী যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক মুহাম্মাদ শরীফুল ইসলাম, চাঁপাই নবাবগঞ্জ-উত্তর যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুখতার হোসাইন, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ‘সোনামণি’ রজনীগন্ধা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আতীকুর রহমান প্রমুখ।
ঈদ
জাদীদা
জাগির হোসেন একাডেমী, পাবনা।
ছোট্ট করে বাবাকে ডেকে
বলছে নাফীসা মণি,
ঈদের জন্য নতুন জামা
দাওনা বাবা আনি!
আনবে আমার লাল জামা
আনবে মায়ের শাড়ি,
নইলে এবার দু’জন মিলে
ছাড়বো তোমার বাড়ি।
কোরমা পোলাও মজা করে
খাবে ঈদের দিন,
সেই খুশিতে নাফীসা মণি
নাচে তা-ধিন ধিন,
হঠাৎ করে মাঝ রাতে ভেঙ্গে গেল নিদ
উচ্চ স্বরে বলছে নাফীসা
আজকে সবার ঈদ।
***
আমার সোনার দেশ
মোসাঃ সানজিদা খাতুন
পলাশী, গোদাগাড়ী, রাজশাহী।
শ্যামলিমা দিয়ে ঘেরা
আমার সোনার দেশ
আমার দেশের রূপের বাহার
নেইতো তাহার শেষ।
আমার দেশের নদ-নদীতে
পাল তোলা নাও চলে
পাখ-পাখালি তরুলতা
সেই রূপের কথা বলে।
সকাল হ’তেই সূর্যি মামা
আলো ছড়িয়ে হাসে
রাত নিশিতে চাঁদ মামা
ঐ আকাশে ভাসে।
আমার দেশের মত সুন্দর
দেশ আর কোথাও নাই
তাইতো এ দেশকে আমি
ভালবাসি সদাই।
***