গত সংখ্যার সাধারণ জ্ঞান (জান্নাত)-এর সঠিক উত্তর

১. আল-কাওছার।

২. আদন হ’তে ওমানের বালকার মধ্যবর্তী দূরত্বের সমান। অন্য বর্ণনায় ১ মাসের পথের দূরত্ব সমপরিমাণ।

৩. এর পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। যে ব্যক্তি তা পান করবে সে কখনো পিপাসার্ত হবে না।

৪. পাত্রের সংখ্যা আকাশের নক্ষত্র ও তারকারাজি অপেক্ষা অধিক।

৫. কর্পুর মিশ্রিত পানির ঝর্ণা, কস্ত্তরী মিশ্রিত তাসনীম নামক ঝর্ণা ও আদার সুগন্ধ মিশ্রিত পানির সালসাবীল নামক ঝর্ণা।

৬. আঙ্গুর, খেজুর, ডালিম, কুল ও কদলী ইত্যাদি বৃক্ষ।

৭. প্রান্তসীমার কুলবৃক্ষ।      ৮. মিশক আম্বরের।    

৯. স্বর্ণের।                            ১০. তূবা বৃক্ষের ফল বা মোচা থেকে।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ)-এর সঠিক উত্তর

১. ১৯৯২, ১ম ভাইস চ্যান্সেলর ড. এম.এ. বারী।

২. ১৯৯৭, ১ম ভিসি ড. এম. এ. কাদেরী।

৩. ১৯৯৮, ১ম ভিসি ড. এম. এ. আশরাফুল কামাল।

৪. ২০০১, ১ম ভিসি ড. এ. এম. ফারূক।

৫. ২০০০, ১ম ভিসি ড. হারূণ কে. এম. ইউসুফ।

৬. ২০০০, ১ম ভিসি সৈয়দ মিরাজুল হোসেন।

৭. ২০০৩, ১ম ভিসি প্রফেসর ড. এম. খলীলুর রহমান।

৮. ২০০৩, ১ম ভিসি প্রফেসর ড. মীর শহীদুল ইসলাম।

৯. ২০০৩, ১ম ভিসি প্রফেসর ড. আনোয়ারুল আযীম।

১০. ২০০৩, ১ম ভিসি প্রফেসর ড. এ. এফ. এম. আনোয়ারুল হক।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (জান্নাত)

১. জান্নাতের দরজা কয়টি?

২. ছিয়াম পালনকারীদের জন্য নির্দিষ্ট দরজার নাম কি?

৩. জান্নাতের দরজার প্রশস্ততা কত?

৪. জান্নাতের সুগন্ধি কত দূর থেকে পাওয়া যায়?

৫. জান্নাতের শ্রেষ্ঠ সুগন্ধি কি?

৬. জান্নাতের বাযার কোন দিন বসবে?

৭. জান্নাতে সবচেয়ে বড় নে‘আমত কি?

৮. জান্নাতবাসীদের পাত্র কি ধরনের?

৯. জান্নাতের পাত্র কিসের তৈরী?

১০. জান্নাতীদের চিরুনি কিসের তৈরী?

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ)

১. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর প্রতিষ্ঠাকাল কত ও ১ম ভাইস চ্যান্সেলর কে?

২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল কত ও ১ম ভিসি কে?

৩. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল কত ও ১ম ভিসি কে?

৪. কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল কত ও ১ম ভিসি কে?

৫. চট্টগ্রাম ভেটেনারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল কত ও ১ম ভিসি কে?

৬. কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল কত ও ১ম ভিসি কে?

৭. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল কত ও ১ম ভিসি কে?

৮. বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর প্রতিষ্ঠাকাল কত ও ১ম ভিসি কে?

৯. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল কত ও ১ম ভিসি কে?

১০. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল কত ও ১ম ভিসি কে?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

বংশাল, ঢাকা।

সোনামণি সংবাদ

রহনপুর, গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ ২৭শে জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ যোহর রহনপুর ডাকবাংলা পাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘সোনামণি’ পরিচালক মুহাম্মাদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা দুররুল হুদা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মিনারুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ ছিয়াম।

মৈশালা, পাংশা, রাজবাড়ী ২৮শে  ফেব্রুয়ারী মঙ্গলবার : অদ্য বাদ যোহর যেলার পাংশা থানাধীন মৈশালাস্থ আলহাজ আব্দুল জলীল নূরানী হাফেযিয়া মাদরাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রায্যাকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক ঈমান আলী, অর্থ সম্পাদক আব্দুল বারী, মৈশালা আহলেহাদীছ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল গাফফার ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল গফূর। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি রিয়ায হোসাইন মুজাহিদ ও ইসলামী জাগরণী পরিবেশন করে ইবরাহীম খলীল। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মাদরাসার শিক্ষক হাফেয রবীউল ইসলাম।

চন্দ্রপুকুর, পবা, রাজশাহী ১৩ই মার্চ সোমবার : অদ্য সকাল ৭-টায় চন্দ্রপুকুরে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সহজ কুরআন শিক্ষা স্কুলে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র পতিষ্ঠানের শিক্ষক মুহাম্মাদ হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম ও যয়নুল আবেদীন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি হাবীবা খাতুন এবং যৌথভাবে ইসলামী জাগরণী পরিবেশন করে যাকিয়া ও তার সাথীরা।

আত-তাহরীক

মুহাম্মাদ যহীরুল ইসলাম

বাঁকাল মাদরাসা, সাতক্ষীরা।

হক দ্বারা যেন মোর নিজ জীবন গড়ি

এ লক্ষ্যেই প্রতিমাসে আত-তাহরীক পড়ি।

আত-তাহরীকের সকল পাতা জ্ঞানের আলোয় ভরা

তাইতো মোদের সবার উচিত আত-তাহরীক পড়া।

চিকিৎসা জগৎতের পাতাগুলিতে রাখবেন সবে নযর

স্বদেশ-বিদেশের পাতায় থাকে নতুন নতুন খবর।

প্রবন্ধ-নিবন্ধ পড়ে বাড়াই অহি-র জ্ঞান

প্রশ্নোত্তর পড়ে পাই যুগ-জিজ্ঞাসার সমাধান।

সম্পাদকীয় পড়ে পাই অনেক কিছুর নির্দেশনা

আত-তাহরীক না পড়লে থাকবে সেসব অজানা।

তাই সবাইকে আত-তাহরীক পড়তে আহবান জানাই

তাহরীক পড়ে আমল করলে পৌঁছব সুখের ঠিকানায়।






আরও
আরও
.