তাবলীগী সভা
বানেশ্বর, রাজশাহী ১৭ই জুলাই শুক্রবার : অদ্য বাদ আছর যেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাযার আহলেহাদীছ জামে মসজিদে ‘যিলহজ্জ মাসের প্রথম দশকের করণীয়’ বিষয়ে এক সংক্ষিপ্ত তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলার সভাপতি ডা. ইদ্রীস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও রাজশাহী-সদর সাংগঠনিক যেলার সোনামণি সহ-পরিচালক মুহাম্মাদ মুয্যাম্মিল হক।
শিক্ষা ও দাওয়াতী সফর
ঢাকা, ১১ই সেপ্টেম্বর শুক্রবার : ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে ১১ই সেপ্টেম্বর শুক্রবার এক শিক্ষা ও দাওয়াতী সফর অনুষ্ঠিত হয়। সফরের নির্ধারিত স্থান ছিল খিলগাঁও-ত্রিমোহিনী থেকে নৌপথে গাযীপুর যেলার বড় কয়ের নৌ-ঘাট পর্যন্ত। যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা তাসলীম সরকারের নেতৃত্বে ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আলহাজ্জ মোশাররফ হোসাইন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আযীমুদ্দীন, সমাজকল্যাণ সম্পাদক ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য কাযী মুহাম্মাদ হারূণুর রশীদ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আশরাফুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অলী হাসান, দফতর সম্পাদক মুহাম্মদ মুহসিন আকন্দ, ঢাকা দক্ষিণ যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি হাফেয আব্দুল্লাহ আল-মা‘রূফ, সহ-সভাপতি হাফেয আব্দুর রাযযাক, সাধারণ সম্পাদক মুহাম্মদ যায়েদুল হক, দফতর সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ সু‘আদ সহ প্রায় দুইশত কর্মী ও দায়িত্বশীল অত্র সফরে অংশগ্রহণ করেন। সফরকারীগণ সকাল ৯-টায় ঢাকার ত্রিমোহিনী থেকে নৌ-ভ্রমণে দৃষ্টি নন্দন দ্বিতল লঞ্চে গাযীপুরের বড় কয়ের নৌ-ঘাটের উদ্দেশ্যে যাত্রা করেন।
অতঃপর তাসলীম সরকার-এর উপস্থাপনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে ছিল সোনামণিদের কুরআন তেলাওয়াত ও ছালাতের ইক্বামত প্রতিযোগিতা, জাগরণী পরিবেশন ও ইসলামিক কুইজ প্রতিযোগিতা। যেখানে ছিল ৩০টি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় প্রশ্নোত্তর, যা স্থানীয় মুছল্লী ও শিক্ষা সফরে অংশগ্রহণকারী সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও নতুন কিছু শেখার অনুপ্রেরণা জাগিয়ে তোলে। এছাড়া ছিল ‘জামা‘আতবদ্ধ জীবনের গুরুত্ব’ সহ নানা বিষয়ে ৩ মিনিটের উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা।
দুপুর সাড়ে ১২-টায় গন্তব্যস্থলে পৌঁছে সফরকারীগণ স্থানীয় জামে মসজিদে জুম‘আর ছালাত আদায় করেন। অতঃপর স্থানীয়দের মাঝে মাসিক আত-তাহরীক চলতি ও পুরাতন সংখ্যা, ছালাতুর রাসূল (ছাঃ), আহলেহাদীছ আন্দোলন কি ও কেন? আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ কি চায়, কেন চায় ও কিভাবে চায়?, জিহাদ ও ক্বিতাল, মৃত্যুকে স্মরণ বই সহ বিপুল পরিমাণ লিফলেট বিতরণ করেন।
অতঃপর এলাকা পরিদর্শন ও দুপুরের খাবার গ্রহণের পর একই মসজিদে আছরের ছালাত শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় মসজিদের মুছল্লীদের মাঝে সংগঠনের গুরুত্ব ও জামা‘আতবদ্ধ জীবন যাপনের অপরিহার্যতার নানা দিক নিয়ে ধারাবাহিক আলোচনা প্রদান করেন যেলার সমাজকল্যাণ সম্পাদক ও কেন্দ্রীয় শূরা সদস্য কাযী হারূণুর রশীদ, ‘যুবসংঘ’-এর সভাপতি হাফেয আব্দুল্লাহ আল-মা‘রূফ ও সাবেক সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল ওয়াদূদ। অতঃপর ফিরতি পথে পুরস্কার বিতরণ করা হয়। রাত ৯-টায় সফরকারীগণ সুষ্ঠুভাবে ত্রিমোহিনী পৌঁছে যান।
প্রশিক্ষণ
কেশবপুর, যশোর ৯ই আগস্ট রবিবার : অদ্য বাদ আছর যেলার কেশবপুর উপযেলা শহরস্থ ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কার্যালয়ে এক সংক্ষিপ্ত দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কেশবপুর শাখা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ আসাদুয্যামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম।
ইত্যা, মণিরামপুর, যশোর ১৪ই আগস্ট শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার মণিরামপুর উপযেলাধীন ইত্যা আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ যশোর যেলার উদ্যোগে এক সংক্ষিপ্ত দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ আ.ন.ম বযলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম।
জামানপুর, কেশবপুর, যশোর ২০শে আগস্ট বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার কেশবপুর উপযেলাধীন জামানপুর আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জামানপুর-উত্তর শাখা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মুত্ত্বালিব বিন ঈমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম।
নওদাপাড়া, রাজশাহী ১০ই সেপ্টেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর পূর্ব পার্শ্বস্থ ভবনের তৃতীয় তলার হলরুমে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী-পূর্ব ও পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে দিনব্যাপী এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা সভাপতি ডা. মুহাম্মাদ ইদ্রীস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা দুররুল হুদা, দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও রাজশাহী সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা দুররুল হুদা। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা আইয়ূব আলী সরকার।
মসজিদ উদ্বোধন
বোহাইল, শাহজাহানপুর, বগুড়া ২১শে আগস্ট শুক্রবার : অদ্য বগুড়া যেলার শাহজাহানপুর উপযেলাধীন বোহাইল উত্তরপাড়া আহলেহাদীছ জামে মসজিদ জুম‘আর ছালাতের মাধ্যমে উদ্বোধন করা হয়। ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ও হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব জুম‘আর খুৎবা ও ছালাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মসজিদটির উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত জুম‘আ পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ্জ আবুল বাশার। উক্ত অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন বগুড়া যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আল-আমীন, সাধারণ সম্পাদক আব্দুর রায্যাক, শাহজাহানপুর উপযেলা চেয়ারম্যান জনাব সোহরাব হোসাইন, খোট্টাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল্লাহ আল-ফারূক, নশীপুর ইউনিয়নের চেয়ারম্যান নযরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন মসজিদ কমিটির সদস্য ও বগুড়া পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক আব্দুল হামীদ। এছাড়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার শফীকুল ইসলাম, মাওলানা আব্দুর রঊফ (নশীপুর), যেলা ‘যুবসংঘে’র সাংগঠনিক সম্পাদক আব্দুর রঊফ, প্রশিক্ষণ সম্পাদক আব্দুস সালাম, অর্থ সম্পাদক মুস্তাফীযুর রহমান, শাহজাহানপুর উপযেলা সভাপতি হাবীবুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ। স্থানীয় ও বহিরাগত বিপুল সংখ্যক মুছল্লী এই মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড
বড়পাথার ও বৃ-কুষ্টিয়া, শাহজাহানপুর, বগুড়া ২১শে আগস্ট শুক্রবার : অদ্য বাদ আছর বগুড়া যেলার শাজাহানপুর উপযেলার বড়পাথার বালিয়াদিঘী মাদ্রাসাতুল হাদীছ ও বৃ-কুষ্টিয়া দারুল হাদীছ সালাফিয়া মাদ্রাসা পরিদর্শন করেন হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি উভয় মাদরাসার ছাত্র ও শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উভয় মাদরাসার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, যেলা ‘যুবসংঘে’র সভাপতি আল-আমীন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, প্রশিক্ষণ সম্পাদক আব্দুস সালাম, অর্থ সম্পাদক মুস্তাফীযুর রহমান (সবুজ), শাহজাহানপুর উপযেলা ‘যুবসংঘে’র সভাপতি হাবীবুর রহমান প্রমুখ।
বাংড়া, শেরপুর, বগুড়া ২১শে আগস্ট শুক্রবার : অদ্য বাদ আছর বগুড়ার শেরপুর উপযেলার নবনির্মিত বাংড়া মা'হাদুল উলূম মাদ্রাসা পরিদর্শন করেন হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। এ সময় মাদরাসা কমিটির পক্ষ থেকে তাঁকে স্বাগত জানান মাওলানা হাফেয মতীউর রহমান এবং মাওলানা রফীকুল ইসলামসহ সংগঠনের স্থানীয় দায়িত্বশীলবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, যেলা ‘যুবসংঘে’র সভাপতি আল-আমীন, সাধারণ সম্পাদক আব্দুর রায্যাকসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল।
সোনামণি
কাঁকনহাট, গোদাগাড়ী, রাজশাহী ৬ই সেপ্টেম্বর রবিবার : অদ্য বাদ আছর যেলার গোদাগাড়ী উপযেলাধীন কাঁকনহাট হাদীছ ফাউন্ডেশন লাইব্রেরীতে গোদাগাড়ী উপযেলা সোনামণি পরিচালনা পরিষদের উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক তোফাযযল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও সহ-পরিচালক আবু হানীফ। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক ইমাম হোসাইন ও গোদাগাড়ী উপযেলা ‘সোনামণি’র পরিচালক কামাল হোসাইন।
আল-‘আওন
পিয়ারপুর, মোহনপুর, রাজশাহী ২৪শে জুলাই শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার মোহনপুর থানার অন্তর্গত পিয়ারপুর পূর্বপাড়া আহলেহাদীছ জামে মসজিদ প্রাঙ্গনে আল-‘আওন-এর রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর আবাসিক শিক্ষক মীনারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন আল-‘আওনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদ, দফতর সম্পাদক আব্দুল বাছির, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় যুবসংঘ-এর সভাপতি আসাদুল্লাহ আল-গালিব প্রমুখ। উক্ত ক্যাম্পিংএ ৫ জনের ব্লাড গ্রুপিং ও ১১ জন রক্তদাতা সদস্য সংগ্রহ করা হয়।
গোলাপবাগ আহলেহাদীছ জামে মসজিদ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা ১৪ই আগস্ট শুক্রবার : অদ্য সকাল ১০টা থেকে যেলার গোবিন্দগঞ্জ থানার অন্তর্গত টিএন্ডটি সংলগ্ন গোলাপবাগ আহলেহাদীছ জামে মসজিদ প্রাঙ্গণে যেলা ‘আল-‘আওন’ ও ‘যুবসংঘ’ এর উদ্যোগে ‘যুবসংঘে’র কেন্দ্রীয় কর্মী সম্মেলন ২০২০ প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় ও পাশাপাশি আল-‘আওন-এর রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পিংএ ৬ জনের ব্লাড গ্রুপিং ও ৮ জন রক্তদাতা সদস্য সংগ্রহ করা হয়। উল্লেখ্য যে, গত ২৩শে জুলাই বৃহস্পতিবার যেলা আল-‘আওনের উদ্যোগে এক প্রশিক্ষণের আয়োজন করা হয় এবং একই দিনে ‘আল-‘আওনে’র গোবিন্দগঞ্জ উপযেলা কমিটিও গঠন করা হয়।
বেলকুচি, সিরাজগঞ্জ ৩০শে আগস্ট রবিবার : অদ্য সকাল ১০-টায় যেলার বেলকুচি থানার অন্তর্গত মুকুন্দগাঁতীর ছিদ্দীক প্লাজা মার্কেট প্রাঙ্গনে স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা ‘আল-‘আওন’-এর রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন যেলা ‘আল-আওন’-এর সভাপতি ডা. জাহিদ, সাধারণ সম্পাদক সজীব ও ‘যুবসংঘ’ বেলকুচি উপযেলা সাধারণ সম্পাদক ফারূক প্রমুখ। উক্ত ক্যাম্পিংয়ে ১৫ জনের ব্লাড গ্রুপিং ও ১৫জন রক্তদাতা সদস্য তালিকাভুক্ত করা হয়।
মধ্য পুঠিয়াপাড়া আহলেহাদীছ জামে মসজিদ, পবা, রাজশাহী ১১ই সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার পবা থানার অন্তর্গত মধ্য পুঠিয়াপাড়া আহলেহাদীছ জামে মসজিদ প্রাঙ্গনে আল-‘আওন-এর রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের খতীব মুহাম্মাদ শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন আল-‘আওন-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন ও দফতর সম্পাদক আব্দুল বাছীর প্রমুখ। উক্ত ক্যাম্পিংয়ে ২৯ জনের ব্লাড গ্রুপিং ও ৭ জন রক্তদাতা সদস্য সংগ্রহ করা হয় ।
[উল্লেখ্য যে, গত জুলাই ও আগস্ট মাসে আল-‘আওন কেন্দ্র থেকে মোট ৪৫ ব্যাগ এবং ১৬ টি যেলা থেকে মোট ১৪৯ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে]
মারকায সংবাদ
দাখিল পরীক্ষায় মারকাযের শিক্ষার্থীদের বৃত্তি লাভ
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের দাখিল পরীক্ষায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ২ জন ‘ট্যালেন্টপুল’ এবং ২ জন ‘সাধারণ গ্রেড’ সহ মোট ৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। ট্যালেন্টপুলে বৃত্তি লাভকারীরা হচ্ছে- কাওছার আহমাদ (রাজশাহী) ও সুমাইয়া আখতার (গাইবান্ধা)। সাধারণ গ্রেডে বৃত্তি লাভকারীরা হচ্ছে- মুহাম্মাদ ফরীদুল ইসলাম (নাটোর) ও ইরফানুল ইসলাম (কুমিল্লা)।
পুকুরে ডুবে মারকায ছাত্রের মর্মান্তিক মৃত্যু
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ১ম শ্রেণীর ছাত্র মিছবাহুল হক (৮) গত ২রা আগস্ট ২০২০ নওগাঁ যেলার নিয়ামতপুর থানাধীন মাকলাহাট গ্রামের বাড়ীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। ঐদিন সন্ধ্যা ৬-টায় নিজ গ্রামে তার জানাযা অনুষ্ঠিত হয়। তার পিতা আল-মামূন জানাযার ছালাতে ইমামতি করেন। এতে অন্যান্যের মধ্যে ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর গবেষণা সহকারী মুহাম্মাদ আব্দুর রহীম অংশগ্রহণ করেন। স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। ইতিপূর্বে জনাব মামূনের ১১ মাস বয়সী কন্যা আঞ্জুমও ভাতের মাড়ে দগ্ধীভূত হয়ে মৃত্যুবরণ করে। তার মৃত্যু সংবাদ অবগত হওয়ার পর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবের পক্ষ থেকে মারকাযের ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম মরহুমের পিতাকে ফোন করে আন্তরিক সমবেদনা জানান।
[আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।-সম্পাদক]