সম্প্রতি রোহিঙ্গা মুসলমানদের উপর অব্যাহত হত্যা, নির্যাতনসহ চূড়ান্ত বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব এক বিবৃতিতে বলেন, মায়ানমারের শান্তির ধ্বজাধারী বৌদ্ধ ধর্মাবলম্বী সরকার রোহিঙ্গা মুসলমানদের গণহারে হত্যা করছে। শান্তিতে নোবেলধারী তথাকথিত গণতন্ত্রী নেত্রীর বর্মী বাহিনী পৈশাচিক উন্মত্ততায় অসংখ্য নিষ্পাপ নারী-পুরুষ ও শিশুদের হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করছে। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়ে একটা জাতিকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করছে। অথচ সকল আন্তর্জাতিক সংস্থাসহ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ বরাবরের মত নিশ্চুপ। উপরন্তু তারা এখন সীমান্তে পাহারা জোরদার করে জীবন বাঁচাতে পালিয়ে আসা নির্যাতিত মুসলিম ভাই-বোনদের পুনরায় ফিরিয়ে দিচ্ছে।

বিবৃতিতে তিনি রোহিঙ্গা মুসলিম ভাইদের উপর এই নিষ্ঠুর নির্যাতন বন্ধে মিয়ানমার সরকারকে বাধ্য করার জন্য ওআইসিসহ মুসলিম রাষ্ট্রগুলিকে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানান। সাথে সাথে বাংলাদেশ সরকারকে নির্যাতিত রোহিঙ্গাদেরকে ফিরিয়ে না দিয়ে মানবিক আশ্রয়দান এবং যরূরী ভিত্তিতে আন্তর্জাতিক সকল ফোরামে বিষয়টি উত্থাপন করে এই ভয়াবহ মানবিক সংকট উত্তরণে যথাযথ পন্থা অবলম্বনের আহবান জানান (দৈনিক ইনকিলাব ১৯শে নভেম্বর ১২ পৃষ্ঠা ২য় কলামে প্রকাশিত)







আরও
আরও
.